টাকার কারণে নিজের ব্যবসা শুরু করতে পারছেন না? মোদির এই স্কিম করবে সমস্যা সমাধান
Last Updated:
advertisement
1/6

আপনি কোনও ব্যবসা শুরু করার কথা ভাবছেন কিন্তু টাকার প্রয়োজনের কথা ভেবে পিছিয়ে আসছেন? যদি এরকম হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রীর এই যোজনা আপনার জন্য হতে পারে বিশেষ সহায়ক । (Photo: Collected)
advertisement
2/6
প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনার আওতায় অ-কর্পোরেট ও ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে প্রায় ১০ লক্ষ টাকা অর্থ সাহায্য পাওয়া যায় । মূলত বাণিজ্যিক ব্যাঙ্ক, বাণিজ্যিক ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, ক্ষুদ্র আর্থিক ব্যাংক, সমবায় ব্যাংক, মাইক্রোফিনান্স প্রতিষ্ঠান এবং অ-ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানিগুলি এই লোন দেয় । কিন্তু এই যোজনার অনেকগুলি ভাগ রয়েছে। তাই যদি নিজস্ব ব্যবসা শুরু করার কথা ভেবে থাকেন তাহলে জেনে নিন বিশদে । (Photo: Collected)
advertisement
3/6
এই যোজনা মূলত তিনটি ভাগে বিভক্ত যার সাহায্যে ক্ষুদ্র ব্যবসায় ঋণ পাওয়া যায় । শিশু স্কিমের আওতায় ৫০,০০০টাকা পর্যন্ত লোন পাওয়া যায়, কিশোর স্কিমে সর্বাধিক ৫ লক্ষ টাকা ঋণ পাওয়া যায় ও তরুণ স্কিমে ৫-১০ লক্ষ টাকা পর্যন্ত অর্থসাহায্য পাবেন আপনি । (Photo: Collected)
advertisement
4/6
ঋণের সঙ্গে সঙ্গেই আরও সুবিধা পাওয়া যায় মুদ্রা যোজনায় । ঋণের সঙ্গেই আপনি পাবেন মুদ্রা কার্ড যা মূলত ডেবিট কার্ড হিসেবেই কাজ করবে ও আপনার মুদ্রা লোন অ্যাকাউন্ট থেকে প্রয়োজনমত টাকাও তুলতে পারবেন । (Photo: Collected)
advertisement
5/6
যে কোনও রকম ছোটখাট ব্যবসার জন্য লোন পাবেন মুদ্রা যোজনায় । গ্রাম ও শহরে এলাকায় ছোট উৎপাদন ইউনিট, দোকানদার, ফল / সব্জি বিক্রেতারা,মেরামতির দোকান, মেশিন অপারেটর, ক্ষুদ্র শিল্প, কারিগর, খাদ্য প্রসেসর এবং অন্যান্য ব্যবসায় ঋণ দেওয়া হয়ে থাকে। (Photo: Collected)
advertisement
6/6
২০১৮-১৯ অর্থবর্ষে এখনও পর্যন্ত মোট ৮২,৪৪০.৮৭ টাকার ঋণ দেওয়া হয়েছে এই মুদ্রা যোজনায় ।(Photo: Collected)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
টাকার কারণে নিজের ব্যবসা শুরু করতে পারছেন না? মোদির এই স্কিম করবে সমস্যা সমাধান