TRENDING:

New Wage Code: চাকরিজীবীদের জন্য সুপার খবর! নতুন নিয়মে পাবেন ১.১৬ কোটি টাকা, রইল পাটিগণিত

Last Updated:
New Wage Code: মোদি সরকারের বাম্পার সিদ্ধান্তে বদলে যেতে পারে সমস্ত চাকরিজীবীদের জীবন
advertisement
1/16
চাকরিজীবীদের জন্য সুপার খবর! নতুন নিয়মে পাবেন ১.১৬ কোটি টাকা, রইল পাটিগণিত
২০২২ সালে নতুন Wage Code চালু হওয়ার জন্য অনেক প্রচেষ্টা করা হয়েছে ৷ এখন ৯০ শতাংশ রাজ্যের পক্ষে এই থেকে এই নিয়মের খসড়া জমা দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/16
নতুন ওয়েজ কোডের ফলে Cost to Company (CTC) নানান চর্চা প্রকাশ্যে এসেছে ৷ এমন হলে বেসরকারি ক্ষেত্রে যে সমস্ত কর্মীরা কাজ করেন তাঁদের Take Home Salary, PF ও Gratuity-তে বড়সড় পরিবর্তন এসেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/16
বিশেষজ্ঞরা মনে করছেন এরফলে প্রতি মাসে টেকহোম স্যালারি কম যাবে প্রভিডেন্ট ফান্ডে জমা পড়বে বেশি টাকা ফলে ইপিএসে বেশি পরিমাণে ফান্ড প্রস্তুত করবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/16
জি বিজনেস সূত্রে খবর New Wage Code অনুয়ারী কোনও কর্মীর বেসিক স্যালারি ২৫ হাজার টাকা মাসে হয়ে থাকে বছরে পাঁচ শতাংশ বেতন বৃদ্ধিতে অবসর সময়ে ইপিএফে ১,১৬,৬২,৩৬৬ টাকা হয়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/16
যদি কারও মাসিক বেতন ৫০ হাজার টাকা হয়ে থাকে ৷ যদি তাঁর ১৫ হাজার টাকা বেসিক স্যালারি থাকে অবসরের সময়ে সেই টাকার পরিমাণ হবে ৬৯,৯৭,৪১১ টাকা হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/16
আসলে কোনও সংস্থার পক্ষ থেকে কর্মীদের জন্য করা খরচকে সিটিসি (CTC) হয়ে থাকে ৷ এটিই কর্মীর সম্পূর্ণ স্যালারি প্যাকেজ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/16
যাতে মাসের বেসিক পে, বিভিন্ন ভাতা, রিইমবার্সমেন্টও এর অন্তর্গত রয়েছে ৷ বার্ষিক হিসাব অনুযায়ী গ্র্যাচুইটি, অ্যানুয়েল ভেরিয়েবেল পে, বার্ষিক বোনাসের মত কমপোনেন্ট রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/16
সিটিসির (CTC) টাকার পরিমাণ আর টেক হোম স্যালারি এক নয় ৷ তার থেকে কম হয় টেক হোম স্যালারি ৷ সিটিসিতে বেশ কিছু কম্পোনেন্ট থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/16
(CTC)-র মোট কম্পোনেন্ট হল, CTC= গ্রস বেতন+PF+গ্র্যাচুইটি ৷ EPF Calculator New Wage Code: বেসিক বেতনই যেকোনও কর্মীর বেস আয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/16
গ্রস স্যালারি (Gross Salary) PF Calculator New Wage Code: কোনও কর না কেটে বেসিক স্যালারি ও বিভিন্ন ভাতা সম্মলিত হয়ে যে বেতনের আকারটি সৃষ্টি করে সেটি হল গ্রস বেতন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/16
গ্রস স্যালারি (Gross Salary) = বেসিক স্যালারি+এইচআরএ (HRA)+অন্যান্য ভাতা ৷ নেট স্যালারি (Net Salary)= বেসিক স্যালারি (Basic Salary)+এইচআরএ (HRA)+ভাতা-আয়কর- ইপিএফ (EPF) - প্রফেশন্যাল ট্যাক্স (Professional Tax) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/16
কর্মীরা সাধারণ যে যে ভাতা পেয়ে থাকেন সেগুলি হল এইচআরএ (HRA): এটি কর্মীদের ভাড়া বাড়ির থাকার টাকা ভাতা হিসাবে দেওয়া হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/16
LTA : LTA কর্মীদের ঘরোয়া ভাবে যাত্রা করার টাকা পয়সা ৷ এতে থাকা, খাওয়ার খরচ বহন করা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/16
মহার্ঘ ভাতা বা ডিএ (DA): জীবিকা সংক্রান্ত ভাতা ৷ মহার্ঘ ভাতা হিসাবেই কর্মীদের এই ভাতা দেওয়া হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/16
বেশ কিছু স্পেশ্যাল অ্যালাউন্স, মেডিক্যাল অ্যালাউন্স, ইনসেনটিভ এর অন্তর্গত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/16
New Wage Code: বিশেষজ্ঞদের মত অনুযায়ী, এমন কিছু সংস্থা আছে যাপা কর্মীদের চিকিৎসা, ফোনের খরচ, খবরের কাগজের বিলের টাকা রিইবার্সমেন্টের নিয়ম আছে ৷ এই টাকা বেতনের থেকে আলাদা ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Wage Code: চাকরিজীবীদের জন্য সুপার খবর! নতুন নিয়মে পাবেন ১.১৬ কোটি টাকা, রইল পাটিগণিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল