TRENDING:

Electricity Bill: বিদ্যুতের বিল জমা দেওয়ার সময় এমন ভুল করছেন না তো? না হলে বড় মাশুল দিতে হবে

Last Updated:
Electricity Bill Payment: খুব সহজেই বুঝতে পারবেন এমন ভুল করলে কত বড় সমস্যায় পড়তে পারেন।
advertisement
1/8
বিদ্যুতের বিল জমা দেওয়ার সময় এমন ভুল করছেন না তো? না হলে বড় মাশুল দিতে হবে
বিদ্যুৎ বিল জমা করার সময় এই ভুল করছেন না তো? এমন ভুল করলে কিন্তু বড় মাশুল দিতে হবে। যে কোনওদিন আপনার বাড়ি ডুবে যেতে পারে অন্ধকারে।
advertisement
2/8
কুলটির এই ঘটনা আপনাকে চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দেবে। খুব সহজেই বুঝতে পারবেন এমন ভুল করলে কত বড় সমস্যায় পড়তে পারেন।
advertisement
3/8
উপভোক্তারা বকেয়া বিদ্যুৎ বিল জমা করেছিলেন।অভিযোগ,জমা দিয়েছিলেন বিদ্যুৎ দফতরের কর্মীদের হাতে। কিন্তু নানান অজুহাত দেখিয়ে তাদের হাতে তার রশিদ দেওয়া হয়নি।
advertisement
4/8
শুধুমাত্র হাতে লিখে দেওয়া হয়েছিল। ফোনেও আসেনি কোনও মেসেজ। তবে গ্রাহকরা টাকা দিলেও সেই টাকা পৌঁছয়নি বিদ্যুৎ দফতরের কাছে। আর তার ফলে বিদ্যুৎ দফতরের কর্মীরা পৌঁছে যান সে সমস্ত উপভোক্তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে।
advertisement
5/8
কুলটির নিয়ামতপুর বিদ্যুৎ কেন্দ্রের ঘটনা। সেখানে বেশ কিছু উপভোক্তা অভিযোগ করছেন, বিদ্যুৎ দফতরের কর্মী সুব্রত চ্যাটার্জী এবং দেবাশীষ মাঝির হাতে তারা তাদের বিদ্যুতের বিল তুলে দিয়েছিলেন।
advertisement
6/8
কিন্তু তাদের হাতে তার রশিদ তুলে দেওয়া হয়নি। আর যখন তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়া হয়, তখন তারা আসল ব্যাপার বুঝতে পারেন। বুঝতে পারেন ওই দুই কর্মী তাদের বকেয়া টাকা বিদ্যুৎ দফতরের কাছে জমাই করেননি।
advertisement
7/8
এই ঘটনার পরেই উপভোক্তারা ওই বিদ্যুৎ কেন্দ্রের সামনে জমা হন। সেখানে গিয়ে রীতিমততারা বিক্ষোভ দেখান। কিন্তু অভিযুক্ত দুই কর্মীর সেখানে দেখা পাওয়া যায়নি। তাতে আরও ক্ষিপ্ত হয়ে যান উপভোক্তারা।
advertisement
8/8
ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ সেখানে আসে। বিদ্যুৎ দফতরের এক কর্মীও মেনে নিয়েছেন, গ্রাহকরা বিল দিলেও তাদের হাতে কোন রশিদ দেওয়া হয়নি। পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে এই ছোট্ট ভুলের মাশুল দিতে হচ্ছে গ্রাহকদের ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Electricity Bill: বিদ্যুতের বিল জমা দেওয়ার সময় এমন ভুল করছেন না তো? না হলে বড় মাশুল দিতে হবে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল