TRENDING:

ছয় শহর ঘুরে কলকাতাতেই শেষ হল মার্সিডিজের ‘Safe Roads’ রোড শো

Last Updated:
‘রোড সেফটি’ নিয়ে সচেতনতা বাড়াতে রাজ্যসরকারের ‘সেফ ড্রাইভ, সেভ লাইভ’ উদ্যোগের পাশাপাশি এবার এগিয়ে এল জার্মান গাড়ি নির্মাতা সংস্থা মার্সিডিজ ৷
advertisement
1/3
ছয় শহর ঘুরে কলকাতাতেই শেষ হল মার্সিডিজের ‘Safe Roads’ রোড শো
‘রোড সেফটি’ নিয়ে সচেতনতা বাড়াতে রাজ্যসরকারের ‘সেফ ড্রাইভ, সেভ লাইভ’ উদ্যোগের পাশাপাশি এবার এগিয়ে এল জার্মান গাড়ি নির্মাতা সংস্থা মার্সিডিজ ৷ সারা বছরে গাড়ি দুর্ঘটনার ক্ষেত্রে গোটা বিশ্বে এক নম্বর স্থানে রয়েছে ভারত ৷ প্রতি বছর এদেশে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার সংখ্যা প্রায় ১ লক্ষ ৪০ হাজার ৷ এই সংখ্যা দেখেই অনুমান করা যায় যে ভারতের মেট্রো শহরগুলিতে নানা ট্র্যাফিক আইন এবং সরকারের পক্ষ থেকে সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েও বিশেষ লাভ হয়নি ৷ সাধারণ মানুষকে রোড সেফটি নিয়ে আরও সচেতন করতে গত দু’বছর ধরেই একটি নতুন রোড শো প্রদর্শনীর ব্যবস্থা করেছে মার্সিডিজ ৷ যার নাম ‘সেফ রোডস’ ৷ রাজধানী দিল্লিতে গত বছর ২৯ এপ্রিল যাত্রা শুরু করার পর আমেদাবাদ, পুণে, মুম্বই, কোচি, হায়দরাবাদ ঘুরে অবশেষে কলকাতায় এসে দু’বছর ব্যাপী এই রোড শো শেষ হল মার্সিডিজের ৷ সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে এদেশে গত দু’বছরে গাড়ি দুর্ঘটনার ক্ষেত্রে পুণে এবং বেঙ্গালুরুর স্থান শীর্ষে ৷ কলকাতায় বাকি মেট্রো শহরগুলির তুলনায় কম গাড়ি দুর্ঘটনা হলেও সেই সংখ্যাটাও খুব একটা কম নয় ৷ গত বছর কলকাতাতে মোট দুর্ঘটনার সংখ্যা ছিল ৪৩৪৭ ৷ পথ দুর্ঘটনায় মৃত্যু ৪২২ এবং জখম হয়েছেন ৩৩২৯ জন ৷ ২০১৫-র রিপোর্ট অনুযায়ী সমস্ত পথ দুর্ঘটনার হিসেব মিলিয়ে দেখা যাচ্ছে ৭৭.১ শতাংশই ক্ষেত্রেই দায়ী গাড়ির চালক ৷ গত বছর পথ দুর্ঘটনার সংখ্যার নিরিখে অবশ্য সবার শীর্ষে ছিল তামিলনাডু (৬৯,০৫৯) ৷ পশ্চিমবঙ্গ (১৩,২০৮) দুর্ঘটনার তালিকায় প্রথম দশের মধ্যে না থাকলেও সংখ্যাটা নিতান্ত কম নয় ৷
advertisement
2/3
‘Safe Roads’ is a road show that spreads the message of road safety through physical demonstration, visual aids and research reports. The physical demonstration will be undertaken with the use of exhibits that have been brought from Germany, providing a real life experience of safety measures that can potentially save lives during road accidents .The most popular exhibit remains the Belt-Slide which enables visitors to experience the impact of seat belts in a simulated crash environment at low speed. The aim is to increase the percentage of seat belts usage for front row passengers including the driver.
advertisement
3/3
Prof. Schoeneburg- Director Mercedes-Benz Cars, Development Safety, Durability, Corrosion Protection and Manu Saale, Managing Director & CEO, MBRDI at Safe Roads event in Kolkata.
advertisement
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ছয় শহর ঘুরে কলকাতাতেই শেষ হল মার্সিডিজের ‘Safe Roads’ রোড শো
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল