Medicine Price Hike: ১ এপ্রিল থেকে আরও দামী হচ্ছে ওষুধ! কোন কোন ওষুধ আছে তালিকায় জেনে নিন আগে ভাগে
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
পেনকিলার্স, অ্যান্টিইনফেকটিভস, হার্ট (কার্ডিয়াক) এবং অ্যান্টিবায়টিক ওষুধেরও দাম শতকরা ১২.১২ টাকা হারে বাড়তে চলেছে ১ এপ্রিল থেকে।
advertisement
1/6

ওষুধ প্রস্তুতকারক সংস্থাদের আর্জি মেনে নিয়ে দেশের প্রায় ৯০০ টি গুরুত্বপূর্ণ ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্তে সায় দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকেই দাম বাড়ছে ওই ৯০০ ওষুধের।
advertisement
2/6
জানা গিয়েছে, যে সমস্ত ওষুধের দাম বাড়ছে, তার ৮০-৯০ শতাংশ কাঁচামাল মূলত আসে চিন থেকে। কোভিড প্যানডেমিকের কারণে সেই সাপ্লাইয়ে ভাটা পড়েছিল। তাছাড়া, করোনা পরবর্তী পরিস্থিতিতে এই সমস্ত ওষুধ প্রস্তুতকারী কাঁচামালগুলির দামও বাড়িয়ে দিয়েছে চিন।
advertisement
3/6
সূত্রের খবর, যার জেরে, গত এক বছরে ওষুধ প্রস্তুত করার ক্ষেত্রে সংস্থাগুলির খরচ বেড়েছে ১৫ থেকে ২০ শতাংশ।
advertisement
4/6
তাই হোলসেল প্রাইস ইনডেক্স বিচার করে কেন্দ্রীয় সরকারের কাছে ওষুধের দাম বাড়ানোর আর্জি জানায় National Pharmaceutical Pricing Authority (NPPA)। সেই আর্জিতেই সায় দিয়েছে কেন্দ্রীয় সরকার।
advertisement
5/6
পেনকিলার্স, অ্যান্টিইনফেকটিভস, হার্ট (কার্ডিয়াক) এবং অ্যান্টিবায়টিক ওষুধেরও দাম শতকরা ১২.১২ টাকা হারে বাড়তে চলেছে ১ এপ্রিল থেকে।
advertisement
6/6
১ এপ্রিল থেকেই দাম বাড়ছে প্রায় ৯০০ ওষুধের। তার মধ্যে রয়েছে ডায়াবেটিস, ব্লাড প্রেসার, আর্থারাইটিস, ক্যানসারের মতো ওষুধ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Medicine Price Hike: ১ এপ্রিল থেকে আরও দামী হচ্ছে ওষুধ! কোন কোন ওষুধ আছে তালিকায় জেনে নিন আগে ভাগে