TRENDING:

মারুতি সুজুকি আনল কনসেপ্ট EVX, এক চার্জে চলবে ৫৫০ কিমি!

Last Updated:
এই নতুন ডিজাইনের স্পোর্টস ইউটিলিটি কার, ইভিএক্স, ২০২৫ সালে বাজারে আসবে।
advertisement
1/5
মারুতি সুজুকি আনল কনসেপ্ট EVX, এক চার্জে চলবে ৫৫০ কিমি!
অটো এক্সপো ২০২৩-এ প্রথম কনসেপ্ট ইলেকট্রিক ভেহিক্যাল নিয়ে এল বৃহত্তম গাড়ি নির্মাতা মারুতি সুজুকি। এই নতুন ডিজাইনের স্পোর্টস ইউটিলিটি কার, ইভিএক্স, ২০২৫ সালে বাজারে আসবে। এক্সপোতে নতুন গাড়ির সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে এসএমসি-র সভাপতি এবং রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর তোশিহিরো সুজুকি বলেন, ‘বিশ্ব উষ্ণায়ণের সঙ্গে লড়াই সুজুকি গ্রুপের কাছে অগ্রাধিকার। আমরা ২০২৫ সালের মধ্যে এই গাড়ি বাজারে আনার ইচ্ছে রয়েছে’।
advertisement
2/5
তোশিহিরো সুজুকি আরও বলেন, ‘মূল লক্ষ্য গাড়ি থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমানো। এই নিয়ে গোটা বিশ্বেই আমরা প্রচার করছি। সেই মতো পদক্ষেপও নেওয়া হচ্ছে। পাশাপাশি গত বছরের মার্চের ঘোষণা অনুযায়ী আমরা ভারতে বিইভিএস (ব্যাটারি ইলেকট্রিক গাড়ি) এবং তাদের ব্যাটারি উৎপাদনে ১০০ বিলিয়ন ডলার (১০ হাজার কোটি টাকা) বিনিয়োগ করব’।
advertisement
3/5
অটো এক্সপোতে উপস্থিত ছিলেন মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাশি তাকুচি-ও। তিনি বলেন, ‘আমরা ভারত সরকারের তেল আমদানি কমানোর নীতিকে সম্পূর্ণ সমর্থন করি। সে জন্য হাইব্রিড, সিএনজি, বায়ো সিএনজি, ইথানল এবং ইলেকট্রিক চালিত গাড়ি নিয়ে নিত্য নতুন গবেষণা চলছে। ২০৭০ সালের মধ্যে কার্বন নির্গমনকে শূন্যে নিয়ে যাওয়াই লক্ষ্য’। সঙ্গে তিনি জানান, কনসেপ্ট ইভিএক্স সুজুকির প্রথম বৈশ্বিক কৌশলগত বৈদ্যুতিক যান যা ভারতে আত্মপ্রকাশ করছে।
advertisement
4/5
মারুতি সুজুকি কনসেপ্ট ইভিএক্স-এর ডিজাইন এবং বৈশিষ্ট: মারুতি সুজুকির তরফে জানানো হয়েছে, কনসেপ্ট ইভিএক্স জাপানি গাড়ি নির্মাতা টয়েটোর সঙ্গে যৌথভাবে তৈরি করা হচ্ছে। গাড়িতে থাকছে এসইউভি-র সমস্ত বৈশিষ্ট। জানা গিয়েছে, মারুতি এবং টয়েটো তাদের এসইউভি-র জন্য একই প্ল্যাটফর্ম শেয়ার করবে। মারুতি দাবি করেছে, এই নতুন প্ল্যাটফর্ম ভবিষ্যতে ইভি তৈরি করতে ব্যবহার করা হবে। প্রোডাকশন-স্পেক মারুতির ওয়াইভি৭ এসইউভি এবং এর টয়েটো কাউন্টারপার্ট ভারতের গুজরাতে তৈরি করা হবে এবং বিদেশের বাজারেও রফতানি করা হবে।
advertisement
5/5
মারুতির কনসেপ্ট ইভিএক্স এসইউভি ৪,৩০০ মিমি লম্বা এবং ১,৮০০ মিমি চওড়া। এতে থাকছে হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স। বাইরের বডিতে দেওয়া হয়েছে রাগড ক্ল্যাডিং, ছাদ ঢালু। একবার চার্জ দিলে ৫৫০ কিলোমিটার পর্যন্ত চলবে কনসেপ্ট ইভিএক্স এসইউভি। এতে লাগানো হয়েছে ৬০ কেডব্লিউএইচ ব্যাটারি প্যাক। এছাড়া কোম্পানি ৪৮ কেডব্লিউএইচ-এর ছোট ব্যাটারি প্যাক সহ এন্ট্রি লেভেল সংস্করণও আনবে বলে আশা করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
মারুতি সুজুকি আনল কনসেপ্ট EVX, এক চার্জে চলবে ৫৫০ কিমি!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল