নয়া লুকে আসছে মারুতি সুজুকির সবথেকে সস্তা ফ্যামিলি কার; পুজোয় আরটিগা কিনবেন কি না একবার ভেবে নিন!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
সম্প্রতি সুজুকি বিশ্বের বাজারে তাদের আপডেটেড ২০২৩ আরটিগা মডেল লঞ্চ করার ঘোষণা করেছে।
advertisement
1/6

মারুতি সুজুকি আরটিগা ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া মাল্টিপারপাস গাড়িগুলোর মধ্যে একটি। এই গাড়ি বিদেশের বাজারেও খুবই জনপ্রিয়। সম্প্রতি সুজুকি বিশ্বের বাজারে তাদের আপডেটেড ২০২৩ আরটিগা মডেল লঞ্চ করার ঘোষণা করেছে। নতুন মডেলের এই গাড়িটি ভারতেই তৈরি করা হয়েছে।
advertisement
2/6
২০২৩ সুজুকি আরটিগা গাড়িকে সম্প্রতি ফিলিপাইন ইন্টারন্যাশনাল মোটর শোতে প্রদর্শন করা হয়েছে। স্টাইলের দিক থেকে দেখতে নতুন মডেলের গাড়ি অনেকটাই এমপিবি ভারত-স্পেকের মডেলের মতো। কিন্তু এর মধ্যে ছোট ছোট কিছু পরিবর্তন করা হয়েছে। নতুন মডেলের সেই গাড়িতে লেফট হ্যান্ড ড্রাইভ সেটআপ, একটি বিকল্প বডি কিট এবং নতুন অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে।
advertisement
3/6
২০২৩ সুজুকি আরটিগা গাড়িতে বেশ কিছু নতুন অতিরিক্ত ফিচার যুক্ত করা হয়েছে। ভারত-স্পেক মারুতি সুজুকি আরটিগাতে ৭.০ ইঞ্চির স্মার্ট প্লে প্রো টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে। কিন্তু রফতানি করা ২০২৩ সুজুকি আরটিগা গাড়িতে ৯.০ ইঞ্চির বড় ইউনিট ব্যবহার করা হয়েছে।
advertisement
4/6
২০২৩ সুজুকি আরটিগা গাড়িতে অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কার প্লে এবং সুজুকি কানেক্টেড কার টেকনিক ব্যবহার করা হয়েছে। এছাড়াও ২০২৩ সুজুকি আরটিগা গাড়িতে ৩৬০ ডিগ্রি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এছাড়াও ২০২৩ সুজুকি আরটিগা গাড়িতে ভারত-স্পেক মডেলের বেশ কিছু হাই টেক ফিচার ব্যবহার করা হয়েছে।
advertisement
5/6
ভারত-স্পেক মারুতি সুজুকি আরটিগা গাড়িতে কে১৫সি-র ১.৫ লিটারের ন্যাচারাল এস্টিমেটেড পেট্রল ইঞ্জিন ব্যবহার করা হয়। কিন্তু, ২০২৩ সুজুকি আরটিগা গাড়িতে পুরনো কে১৫বি মোটর ব্যবহার করা হয়েছে। ভারত-স্পেক মারুতি সুজুকি আরটিগা গাড়ি এবং ২০২৩ সুজুকি আরটিগা গাড়িতে বেশ কিছু বদল রয়েছে। এছাড়াও ২০২৩ সুজুকি আরটিগা গাড়িতে বেশ কয়েকটি নতুন ফিচার ব্যবহার করা হয়েছে।
advertisement
6/6
২০২৩ সুজুকি আরটিগা গাড়িতে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স পেডেল শিফটারের সঙ্গে ৬ স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে। বর্তমানে ভারতে মারুতি সুজুকি আরটিগা গাড়ির দাম ৮.৪১ লাখ টাকা থেকে শুরু করে ১২.৭৯ লাখ টাকার মধ্যে। কিন্তু, ২০২৩ সুজুকি আরটিগা গাড়ির দাম কত হবে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। কোম্পানির তরফে ২০২৩ সুজুকি আরটিগা গাড়ির মডেলটি শুধু প্রদর্শন করা হয়েছে। এছাড়াও জানা গিয়েছে যে, ২০২৩ সুজুকি আরটিগা গাড়ি ভারতেই তৈরি করে বিদেশের বাজারে রফতানি করা হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
নয়া লুকে আসছে মারুতি সুজুকির সবথেকে সস্তা ফ্যামিলি কার; পুজোয় আরটিগা কিনবেন কি না একবার ভেবে নিন!