বন্ধ হচ্ছে এই সরকারি ব্যাঙ্কের বহু শাখা ! জেনে নিন, বিপত্তি এড়াতে গ্রাহকেরা এখন কী করবেন--
Last Updated:
advertisement
1/5

ব্যাঙ্ক অফ মঠারাষ্ট্র ঘোষণা করল, তারা তাদের ৫১টি শাখা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে গোটা দেশে ব্যাঙ্ক অফ মঠারাষ্ট্রের ১৯০০-টি ব্রাঞ্চ রয়েছে। ব্যাঙ্কের পুনে হেডকোয়ার্টার-এর তরফে জানানো হয়েছে, ৩০ নভেম্বরের পর ব্যাঙ্কের শাখাগুলো বন্ধ করা হবে। এই তালিকায় রয়েছে মূলত শহুড়ে অঞ্চলের শাখা। Photo Source: Collected
advertisement
2/5
ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এই শাখাগুলি থেকে ব্যাঙ্কের আশাপ্রদ লাভ হচ্ছিল না। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই শাখাগুলিকে অন্যান্য শাখার সঙ্গে যুক্ত করা হবে। এবার তাহলে ব্যাঙ্কের গ্রাহকরা কী করবেন-- Photo Source: Collected
advertisement
3/5
যেহুতু এই শাখাগুলো অন্য শাখার সঙ্গে যুক্ত হবে, ফলে গ্রাহকদের সেভিংস, কারেন্ট ও অন্যান্য অ্যাকাউন্টও অন্য ব্যাঙ্কে স্থানান্তরিত হয়ে যাবে। কাজেই পূর্ববর্তী IFCS / MICR code বাতিল করা হয়েছে। Photo Source: Collected
advertisement
4/5
৩০ নভেমন্বরের পর আর পুরনো চেক-বই কাজ করবে না। কাজেই, ৩০ নভেম্বরের মধ্যে গ্রাহকদের পুরনো চেক বই ব্যাঙ্কের শাখায় জমা দিতে হবে। এরপর তাঁদের নতুন শাখার চেক বই, IFCS / MICR code দেওয়া হবে। Photo Source: Collected
advertisement
5/5
পুরনো IFSC / MICR কোড ডিসেম্বর ৩১ থেকে আর কার্যকর থাকবে না। নতুন IFSC / MICR কোডের মাধ্যমেই সমস্ত ব্যাঙ্কিং ট্রান্সাকশন করতে হবে। Photo Source: Collected
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বন্ধ হচ্ছে এই সরকারি ব্যাঙ্কের বহু শাখা ! জেনে নিন, বিপত্তি এড়াতে গ্রাহকেরা এখন কী করবেন--