LPG Cylinder: এলপিজি সিলিন্ডার ডেলিভারি কি বন্ধ হবে? ২০২৫-এ বড় ধর্মঘটের পরিকল্পনা, ভোপালে ডিস্ট্রিবিউটর ইউনিয়ন সরকারকে দিল ৩ মাসের সময়
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
LPG Distributors Strike Warning: হোম ডেলিভারি কি বন্ধ হবে? এলপিজি ডিস্ট্রিবিউটর্স ইউনিয়ন বলছে, যদি ৩ মাসের মধ্যে কমিশন-সহ তাদের অন্যান্য দাবি পূরণ না হয়, তাহলে তারা অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবে।
advertisement
1/8

ভোপাল: ভোপালে এলপিজি ডিস্ট্রিবিউটর্স ইউনিয়ন তাদের দাবি নিয়ে সরব। সম্প্রতি এলপিজি সিলিন্ডারের দাম আরও বেড়েছে। সংসারে ব্যবহারের এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছে। তা নিয়ে ক্ষোভও যথেষ্ট রয়েছে দেশের মধ্যবিত্ত পরিবারে। জীবনযাপন সহজ হওয়ার দাবি যেন কিছুতেই মেটার নয়। আর এবার এলপিজি ডিস্ট্রিবিউটর্স ইউনিয়ন তাদের দাবি তুলে ধরে সরকারকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার বার্তা দিল। ইউনিয়ন ২০ এপ্রিল, ২০২৫ তারিখে তাদের দাবিগুলো উপস্থাপন করে সরকারকে সতর্ক করেছে। (File Photo)
advertisement
2/8
হোম ডেলিভারি কি বন্ধ হবে? The Economic Times Hindi-র খবর অনুযায়ী এলপিজি ডিস্ট্রিবিউটর্স ইউনিয়ন বলছে, যদি ৩ মাসের মধ্যে কমিশন-সহ তাদের অন্যান্য দাবি পূরণ না হয়, তাহলে তারা অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবে। এর ফলে গ্রাহকদের সিলিন্ডার পেতে গ্যাস এজেন্সিতে যেতে হতে পারে, বাড়ি বসে তাঁরা সিলিন্ডার পাবেন না। শহর এবং শহরতলিতে বিষয়টা তাও একরকম, কিন্তু উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা গ্রামাঞ্চলে আরও বেশি অসুবিধার সম্মুখীন হতে পারেন। (File Photo)
advertisement
3/8
এলপিজি ডিস্ট্রিবিউটর্স ইউনিয়ন কেন ধর্মঘটের ডাক দিয়েছে? ভোপালে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে এলপিজি ডিস্ট্রিবিউটর্স ইউনিয়ন ধর্মঘটে যাওয়ার এই সিদ্ধান্ত নেয়। ইউনিয়নের সভাপতি বিএস শর্মা বলেন যে তাঁরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাঁদের দাবি জানিয়ে আসছেন, কিন্তু তেল কোম্পানি এবং সরকার তাঁদের দাবি উপেক্ষা করছে। এখন তাঁরা সরকারকে ৩ মাস সময় দিলেন, যদি ৩ মাসের মধ্যে সকল দাবি পূরণ না করা হয়, তাহলে তাঁরা ধর্মঘটে নামবেন। এক নজরে দেখে নেওয়া যাক এলপিজি ডিস্ট্রিবিউটরস ইউনিয়ন কী দাবি করছে-
advertisement
4/8
১. কমিশন বৃদ্ধি: এলপিজি পরিবেশকরা কমিশন বৃদ্ধির দাবি জানাচ্ছেন। ইউনিয়নের সভাপতি বিএস শর্মা বলেন, বর্তমান কমিশন পরিচালন খরচ মেটানোর জন্য যথেষ্ট নয়। জ্বালানির দাম বৃদ্ধির কারণে ডেলিভারি কর্মীদের মজুরিও বেড়েছে, কিন্তু তাঁদের কমিশনে কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। (File Photo)
advertisement
5/8
২. তেল কোম্পানিগুলো আইনি বিধান লঙ্ঘন করছে: ইউনিয়ন বলছে যে তেল কোম্পানিগুলো চাহিদা ছাড়াই পরিবেশকদের কাছে সিলিন্ডার পাঠিয়ে আইনি বিধান লঙ্ঘন করছে। এতে ইউনিয়নকে চাপ নিতে হয়, যার ফলে তাদের আরও বেশি অর্থ ব্যয় হয়। এতে তাদের মূলধনের উপরে চাপ পড়ে। (File Photo)
advertisement
6/8
৩. উজ্জ্বলা প্রকল্পেও সমস্যা: পরিবেশকরা বলছেন যে উজ্জ্বলা প্রকল্প নিয়েও তাঁরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, যার মধ্যে রয়েছে অপর্যাপ্ত মূলধন, বিলম্ব, ভর্তুকি বিতরণে অনিয়ম ইত্যাদি। এই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে সরকারের সামনে তুলে ধরা হলেও তার সমাধান হচ্ছে না। এর ফলে পরিবেশকদের কর্মক্ষমতা প্রভাবিত হচ্ছে। (Representative Image)
advertisement
7/8
৪. দীর্ঘ দূরত্বে ডেলিভারি এবং পরিবহণ খরচ বৃদ্ধি: ইউনিয়ন ডেলিভারি কর্মীর অভাব, গ্রামীণ এলাকায় দীর্ঘ দূরত্বে ডেলিভারি এবং পরিবহণ খরচ বৃদ্ধির মতো সমস্যার কথাও উল্লেখ করেছে। ইউনিয়নের সভাপতি বিএস শর্মা বলেন যে এই সমস্যাটি পরিবেশকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। (Representative Image)
advertisement
8/8
এই সব দাবি পূরণের লক্ষেই এবার এলপিজি ডিস্ট্রিবিউটরস ইউনিয়ন সরকারকে ৩ মাস সময় দিয়েছে। যদি ৩ মাসের মধ্যে অর্থাৎ ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে সমস্ত দাবি পূরণ না হয়, তাহলে ধর্মঘট শুরু হতে পারে। (Representative Image)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LPG Cylinder: এলপিজি সিলিন্ডার ডেলিভারি কি বন্ধ হবে? ২০২৫-এ বড় ধর্মঘটের পরিকল্পনা, ভোপালে ডিস্ট্রিবিউটর ইউনিয়ন সরকারকে দিল ৩ মাসের সময়