TRENDING:

Low Investment Business Ideas: প্রায় কোনও টাকা ছাড়াই শুরু করুন এই ব্যবসা, মাসের শেষে হাতে আসবে লাখ লাখ টাকা! অল্প সময়ে হবেন লাভবান!

Last Updated:
Low Investment Business Ideas: পুকুরের কচুরিপানা পুকুর থেকে তুলে ফেলে দিচ্ছেন পুকুর পরিষ্কারের জন্য! তবে জানেন এই কচুরিপানা থেকেই আপনি লাখপতি হতে পারেন
advertisement
1/5
প্রায় কোনও টাকা ছাড়াই শুরু করুন এই ব্যবসা, মাসের শেষে হাতে আসবে লাখ লাখ টাকা!
কচুরিপানায় ভরা জলাশয় কেই না পরিষ্কার করতে চায় বলুন তো। তাই টাকা খরচ করে কচুরিপানা তুলেও ফেলতে দেখা যায় বহু জায়গায়। কিন্তু জানেন কী সেই অপ্রয়োজনীয় কচুরিপানায় তৈরি জিনিসেই সেজে উঠতে পারে আপনার বাড়ি?
advertisement
2/5
সাঁইথিয়া থানার অন্তর্ভুক্ত আহামদপুর এলাকার মহিলারা ইতিমধ্যেই কচুরিপানা দিয়ে তৈরি করছেন ঘর সাজানোর জিনিস। যা নজর কাড়ছে সকলের।কচুরিপানা সংগ্রহ করে সেগুলিকে ভাল করে শুকিয়ে রিংয়ের মধ্যে ফেলে ঝুড়ি বোনার মতো করে বিভিন্ন ডিজাইনের ঝুড়ি, ম্যাট, ব্যাগ-সহ ঘর সাজানোর জিনিস তৈরি করছেন মহিলারা।
advertisement
3/5
বর্তমান সময়ে পুরুষ এবং মহিলাদের স্বনির্ভর করে তুলতে সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ধরনের ক্যাম্প এর আয়োজন করা হয়। বিভিন্ন বেসরকারি সংস্থান মহিলাদের স্বনির্ভর করতে কখনও ছাগল হাঁস মুরগি চাষে উৎসাহী করেন,আবার কখনও বাড়িতে মাছ চাষ করে স্বনির্ভর হতে বার্তা দেন। তবে এইসবের বাইরেও মহিলাদের স্বনির্ভর হতে সাহায্য করছে জলের মধ্যে থাকা কচুরিপানা।
advertisement
4/5
কচুরিপানা এই নামটি অন্তত গ্রামবাংলায় এমন কেউ নেই যারা জানেন না। কচুরিপানা মুক্তভাবে ভাসমান বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ। মূলত এর আদি নিবাস দক্ষিণ আমেরিকা। এটি পুরু, চকচকে এবং ডিম্বাকৃতির পাতাবিশিষ্ট কচুরিপানা জলের উপরিপৃষ্ঠের ওপর ১ মিটার পর্যন্ত বাড়তে পারে। আর এই কচুরিপানা থেকে তৈরি বিভিন্ন সামগ্রী এবার বীরভূমের সাঁইথিয়া থেকে পৌঁছে যাচ্ছে সারাদেশে।
advertisement
5/5
সাঁইথিয়ার ভগবতীপুর গ্রামে সেই জন্য তৈরি হচ্ছে কমন প্রডাকশন সেন্টার। রাজ্যের ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র বিভাগের উদ্যোগে ভগবতীপুরে তৈরি হচ্ছে সরকারি ভবন। বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্ভুক্ত আমদপুর এলাকায় গেলেই আপনি পৌঁছে যাবেন সেই বাড়ি যেখানে প্রায় একসঙ্গে ৩০ জন মহিলারা স্বনির্ভর হচ্ছেন কচুরিপানা থেকে বিভিন্ন বাড়ির সামগ্রী তৈরি করে। জেলা শিল্প কেন্দ্রর সূত্রে দাবি জমি চিহ্নিতকরণ হয়ে গিয়েছে দফতর এর জন্য ১ কোটি ২১ লক্ষ টাকা বরাদ্দ করেছে। (তথ্য-সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Low Investment Business Ideas: প্রায় কোনও টাকা ছাড়াই শুরু করুন এই ব্যবসা, মাসের শেষে হাতে আসবে লাখ লাখ টাকা! অল্প সময়ে হবেন লাভবান!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল