Low Budget Air Cooler: বাজারে এসেই সুপারহিট! মাত্র ১৫৫ টাকাতেই ঘরে আনুন ঠান্ডা ঠান্ডা কুল কুল Air Cooler! কিনবেন কী ভাবে?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Low Budget Air Cooler: পকেট ফ্রেন্ডলি দামে কোন এসি বা কুলার ভাল হবে। এই প্রশ্নে যখন নাজেহাল সাধারণ মানুষ সেখানে এসির বিকল্প হিসাবে খুব কম দামে সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণের জন্য এয়ার কুলারের হদিশ।
advertisement
1/7

গ্রীষ্মের দাবদাহ আর তীব্র অস্বস্তিতে ত্রাহি মধুসূদন অবস্থা আম আদমির। সারাদিন খাটাখাটুনি, ট্রেনে বাসে গাদাগাদি করে যাতায়াত, সবকিছুর পরে ঘরে একটু আরাম পেতে একটা এসি নিদেনপক্ষে কুলারের কথা ভাবছেন মধ্যবিত্ত মানুষ। কিন্তু কোন কুলার সাশ্রয় ও লাভজনক হবে সেটা বুঝতে গিয়েই দফারফা হচ্ছে। বাজারে কুলারের তো ছড়াছড়ি। কোনটি আপনার জন্য কেনা সুবিধেজনক বুঝবেন কী করে?
advertisement
2/7
অর্থাৎ পকেট ফ্রেন্ডলি দামে কোন এসি বা কুলার ভাল হবে। এই প্রশ্নে যখন নাজেহাল সাধারণ মানুষ সেখানে এসির বিকল্প হিসাবে খুব কম দামে সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণের জন্য এয়ার কুলারের হদিশ দেওয়া যেতে পারে। যা বাজারে এসেই একেবারে সুপারহিট। ভালো ব্র্যান্ডের ইএমআই অপশনযুক্ত এই এয়ারকুলারটির নাম হল Personal Space 3 in 1 Air cooler।
advertisement
3/7
মূল্য- পোর্টেবল অপশনযুক্ত এই এয়ার কুলারটির বাজার মূল্য ৫,২৯৯ টাকা হলেও প্রায় ৩৮ শতাংশ ডিসকাউন্টে আপনারা মাত্র ৩,২৯৯ টাকায় পেয়ে যাচ্ছেন কুলারটি। এছাড়াও সাথে থাকছে ১৫৫ টাকার ইএমআই এর সুবিধা।
advertisement
4/7
বিশেষত্ব- এয়ারকন্ডিশন থেকে সম্পূর্ণ আলাদা এই এয়ারকুলারটির মধ্যে কটন ফিল্টার দেওয়া থাকায় এটি থেকে সর্বদাই পরিষ্কার এবং ঠান্ডা হাওয়া বের হতে থাকে। এক্ষেত্রে রয়েছে তিনটি স্পিড সেটিং। সাথে থাকছে নাইট লাইট ও ইউএসবি পোর্টের মাধ্যমে কানেক্ট করার সুবিধা।
advertisement
5/7
লো মিডিয়াম, মিডিয়াম এবং হাই স্পিড ফিচার যুক্ত এই কুলারটি ৫০০ মিলিলিটার জল ধারণ করতে পারে।
advertisement
6/7
এছাড়াও ল্যাপটপ, ল্যাপটপ চার্জার, ফোনের চার্জার এবং গাড়ির চার্জার, পাওয়ার ব্যাঙ্ক প্রভৃতির সঙ্গে কুলারটিকে কানেক্ট করা সম্ভব। অত্যন্ত সুলভ মূল্যে কুলাটি পাওয়া যাচ্ছে আমাজনে!
advertisement
7/7
Disclaimer: জানিয়ে রাখি কোনও পণ্যের বিক্রয়ের সঙ্গে নিউজ 18 বাংলার কোনও যোগাযোগ নেই। এই প্রতিবেদনটি আমাদের প্রাপ্ত তথ্য থেকেই জানানো হচ্ছে। পণ্যটির বিষয়ে বিশদে জেনে তবেই সিদ্ধান্ত নেওয়াই কাম্য।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Low Budget Air Cooler: বাজারে এসেই সুপারহিট! মাত্র ১৫৫ টাকাতেই ঘরে আনুন ঠান্ডা ঠান্ডা কুল কুল Air Cooler! কিনবেন কী ভাবে?