TRENDING:

কোনও লটারি নয়! SIP-তে এই ফর্মুলায় টাকা জমান! সবথেকে কম সময়ে কোটিপতি! ১০০ শতাংশ গ্যারান্টি!

Last Updated:
Lottery Very Risky Become Crorepati In Just 10 Years With This SIP Investment Formula: কোটিপতি হওয়ার স্বপ্ন কে না দেখে। কোটিপতি হওয়ার জন্য অনেকে নানা উপায়ও অবলম্বন করে থাকেন। তবে লটারি কাটা একেবারেই ভাল অভ্যেস নয়। বর্তমানে অনেকেই ইনভেস্টমেন্ট করে থাকেন।
advertisement
1/7
কোনও লটারি নয়! SIP-তে এই ফর্মুলায় টাকা জমান! সবথেকে কম সময়ে কোটিপতি! ১০০ শতাংশ গ্যারান্টি!
কোটিপতি হওয়ার স্বপ্ন কে না দেখে। কোটিপতি হওয়ার জন্য অনেকে নানা উপায়ও অবলম্বন করে থাকেন। তবে লটারি কাটা একেবারেই ভাল অভ্যেস নয়। বর্তমানে অনেকেই ইনভেস্টমেন্ট করে থাকেন। তার মধ্যে অন্যতম হল SIP। এবার চলে এল SIP-র এমন একটি ফর্মুলা যেই উপায়ে আপনি সবথেকে কম সময়ে কোটিপতি হতে পারবেন। তার জন্য আপনাকে কত টাকা করে জমাতে হবে,আর কত বছর দিতে হবে, চলুন জেনে নেওয়া যাক।
advertisement
2/7
বর্তমানে বহু মানুষ মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকছেন, যারা ব্যাংকের স্থায়ী আমানত বা অন্যান্য স্বল্প রিটার্নের বিকল্প ছেড়ে বেশি রিটার্নের লক্ষ্যে এগোচ্ছেন। দীর্ঘমেয়াদী সম্পদ গড়তে মিউচুয়াল ফান্ড একটি কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। বিশেষ করে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) অর্থাৎ মাসিক ভিত্তিতে ছোট অঙ্কের টাকা বিনিয়োগ করে ভবিষ্যতে বড় অঙ্কের ব্যালান্স গড়ে তোলা সম্ভব হচ্ছে।
advertisement
3/7
এসআইপির মাধ্যমে কম্পাউন্ডিংয়ের জোরে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীরা অনেক বড় অঙ্কের অর্থ জমাতে পারেন। সাধারণভাবে দেখা যায়, মিউচুয়াল ফান্ড গড়ে বার্ষিক ১২ থেকে ১৪ শতাংশ রিটার্ন দিয়ে থাকে। কিছু ক্ষেত্রে এই রিটার্ন আরও বেশি হতে পারে, তবে তা নির্ভর করে ফান্ডের ধরন এবং বাজারের অবস্থার ওপর।
advertisement
4/7
উদাহরণস্বরূপ, যদি কেউ ১০ বছরে ১ কোটি টাকার ব্যালান্স তৈরি করতে চান, এবং বার্ষিক ১২ শতাংশ হারে রিটার্ন ধরেন, তাহলে তাঁকে প্রতি মাসে প্রায় ৪৩,৫০০ টাকা করে এসআইপি করতে হবে। এতে ১০ বছরে তাঁর মোট বিনিয়োগ হবে ৫২.২০ লক্ষ টাকা, এবং তিনি পেতে পারেন প্রায় ১ কোটি ১ লক্ষ টাকার মতো।
advertisement
5/7
তবে অনেকের পক্ষেই প্রতি মাসে ৪৩ হাজার টাকা এসআইপি করা কঠিন। তাই বিনিয়োগকারীরা চাইলে স্টেপ-আপ এসআইপি পদ্ধতি অবলম্বন করতে পারেন, যেখানে প্রতিবছর এসআইপির অঙ্ক বাড়ানো হয়। এই পদ্ধতিতে প্রথম বছরে ৩০,০০০ টাকা দিয়ে শুরু করে পরের বছর থেকে প্রতি বছর ১০% হারে বাড়ানো হয় এসআইপি।
advertisement
6/7
এই পরিকল্পনায়, প্রতি বছর ১০% হারে এসআইপি বাড়ালে এবং বার্ষিক ১২% রিটার্ন ধরা হলে, ১০ বছর পরেও ১ কোটি টাকার ব্যালান্স তৈরি করা সম্ভব হয়। এই হিসাব থেকে বোঝা যায়, পরিকল্পনা ও ধৈর্য থাকলে ধাপে ধাপে বিনিয়োগ করেই বড় লক্ষ্যে পৌঁছনো সম্ভব।
advertisement
7/7
তবে মনে রাখতে হবে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি থাকে এবং এই খাতে বিনিয়োগ করার আগে ভালোভাবে বাজার বুঝে নেওয়া জরুরি। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে একজন আর্থিক পরামর্শদাতার সঙ্গে কথা বলাই বুদ্ধিমানের কাজ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
কোনও লটারি নয়! SIP-তে এই ফর্মুলায় টাকা জমান! সবথেকে কম সময়ে কোটিপতি! ১০০ শতাংশ গ্যারান্টি!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল