লটারি নিয়ে সুখবর...! সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ 'সিদ্ধান্ত', রাজ্যে রাজ্যে এল বিরাট আপডেট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Lottery: লটারি নিয়ে বড় আপডেট দিল সুপ্রিম কোর্ট। লটারি কিনতে গেলে আগে জানুন কী হতে চলেছে এই নতুন আপডেট। এবার থেকে উল্লেখযোগ্য রকমের কর সুবিধা পাবেন লটারি ডিস্ট্রিবিউটররা।
advertisement
1/16

লটারি নিয়ে বড় আপডেট দিল সুপ্রিম কোর্ট। লটারি কিনতে গেলে আগে জানুন কী হতে চলেছে এই নতুন আপডেট। এবার থেকে উল্লেখযোগ্য রকমের কর সুবিধা পাবেন লটারি ডিস্ট্রিবিউটররা।
advertisement
2/16
দেশের শীর্ষ আদালত জানিয়েছে লটারি টিকিট বিক্রি, লটারির প্রচারের উপর আর কোনও সার্ভিস ট্যাক্স বসাতে পারবে না কেন্দ্র এবং অধীনস্থ রাজস্ব বিভাগ।
advertisement
3/16
লটারির উপর কর আরোপের অধিকার কেবল রাজ্য সরকারের। কেন্দ্রীয় সরকারের নয়, সুপ্রিম কোর্ট একটি মামলায় এই মর্মে রায় দিয়ে সিকিম হাইকোর্টের রায় বহাল রেখেছে এবং স্পষ্ট জানিয়েছে যে লটারির উপর কর আরোপের অধিকার কেবল রাজ্য সরকারের।
advertisement
4/16
এই নিয়ে কেন্দ্র ও রাজস্ব বিভাগের পক্ষ থেকে পাঠানো অভিযোগপত্র সম্পূর্ণ নাকচ করেছে শীর্ষ আদালত। লটারি ডিস্ট্রিবিউটরদের কেন্দ্রকে আর কোনও সার্ভিস ট্যাক্স দিতে হবে না।
advertisement
5/16
এই নিয়ে কেন্দ্র ও রাজস্ব বিভাগের পক্ষ থেকে পাঠানো অভিযোগপত্র সম্পূর্ণ নাকচ করেছে শীর্ষ আদালত। লটারি ডিস্ট্রিবিউটরদের কেন্দ্রকে আর কোনও সার্ভিস ট্যাক্স দিতে হবে না।
advertisement
6/16
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি, ২০২৫) সুপ্রিম কোর্ট এক বড় রায়ে স্পষ্ট করে দিয়েছে যে লটারির উপর কর আরোপের অধিকার কেবল রাজ্য সরকারগুলির থাকবে। কেন্দ্রীয় সরকারের এর উপর কর আরোপের কোনও অধিকার থাকবে না।
advertisement
7/16
এই রায় প্রদানের সময় বিচারপতি বিভি নাগরত্ন এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ লটারি বিক্রিকারীদের উপর পরিষেবা কর আরোপের কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টাকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে।
advertisement
8/16
আদালত আরও স্পষ্ট করে বলেছে যে সংবিধানের রাজ্য তালিকার এন্ট্রি 62 এর অধীনে "বাজি এবং জুয়া" হিসাবে লটারি রাজ্যগুলির আওতায় পড়ে।
advertisement
9/16
কেন্দ্রীয় সরকার কী যুক্তি দিয়েছে?কেন্দ্রীয় সরকার যুক্তি দিয়েছিল যে লটারির বিতরণ এবং বিপণনের সঙ্গে জড়িত কোম্পানিগুলির উপর পরিষেবা কর আরোপ করা উচিত। সরকার অর্থ আইনের অধীনে এটিকে একটি 'পরিষেবা' হিসেবে ঘোষণা করে করযোগ্য ঘোষণা করার যুক্তি দিয়েছিল।
advertisement
10/16
তবে, সুপ্রিম কোর্ট এই যুক্তি খারিজ করে দিয়েছে। আদালত বলেছে যে রাজ্য সরকার এবং লটারি বিতরণকারীদের মধ্যে সম্পর্ক 'প্রিন্সিপাল থেকে প্রিন্সিপাল', 'প্রিন্সিপাল থেকে এজেন্ট' নয়। অতএব, এর উপর পরিষেবা কর আরোপ করা যাবে না।
advertisement
11/16
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার এর আগেও চেষ্টা করেছিল।১৯৯৪, ২০১০ এবং ২০১৫ সালে অর্থ আইন সংশোধন করে লটারি সম্পর্কিত কার্যক্রমকে করের আওতায় আনার চেষ্টা করেছিল কেন্দ্রীয় সরকার। এই সংশোধনীর অধীনে, লটারি বিতরণকে 'ব্যবসায়িক সহায়ক পরিষেবা' হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল।
advertisement
12/16
২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে, সিকিম হাইকোর্ট এই সংশোধনীগুলিকে অসাংবিধানিক ঘোষণা করে। সুপ্রিম কোর্টও হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রেখেছে এবং কেন্দ্রীয় সরকারের আপিল খারিজ করে দিয়েছে।
advertisement
13/16
মামলার পটভূমি:প্রসঙ্গত উল্লেখ্য, ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস এবং সামিট অনলাইন ট্রেড সলিউশনের মতো কোম্পানিগুলির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের দায়ের করা আপিলের সঙ্গে সম্পর্কিত একটি মামলা প্রসঙ্গে এই রায় দিয়েছে শীর্ষ আদালত। এই কোম্পানিগুলি আগেই হাইকোর্ট থেকে স্বস্তি পেয়েছিল। এবার সুপ্রিম কোর্টও হাইকোর্টের এই সিদ্ধান্তকে বৈধতা দিয়েছে।
advertisement
14/16
ভারতে লটারির বিষয়ে বিভিন্ন রাজ্যের ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে:কেরল, সিকিম, নাগাল্যান্ড এবং পশ্চিমবঙ্গের মতো কিছু রাজ্য লটারির অনুমতি দেয় এবং এর থেকে রাজস্ব আয় করে। একই সঙ্গে গুজরাত, উত্তরপ্রদেশ এবং বিহারের মতো রাজ্যে লটারি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
advertisement
15/16
'বাজি এবং জুয়া' সংবিধানের রাজ্য তালিকার এন্ট্রি 34 এর অধীনে সম্পূর্ণরূপে রাজ্যগুলির এক্তিয়ারের মধ্যে পড়ে। অতএব, যে কোনও রাজ্য লটারি অনুমোদন করবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে তাদের।
advertisement
16/16
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত স্পষ্ট করে দিয়েছে যে লটারির উপর কর আরোপের একমাত্র অধিকার রাজ্য সরকারগুলির থাকবে। কেন্দ্রীয় সরকার লটারি বিতরণকারীদের উপর পরিষেবা কর আরোপ করতে পারে না। লটারির মাধ্যমে রাজস্ব আয়কারী রাজ্যগুলির জন্য এই সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
লটারি নিয়ে সুখবর...! সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ 'সিদ্ধান্ত', রাজ্যে রাজ্যে এল বিরাট আপডেট