TRENDING:

হারিয়ে ফেলেছেন PPO নম্বর, তাহলে কি এবার বন্ধ হয়ে যাবে পেনশন ? কী করতে হবে জেনে নিন

Last Updated:
পিপিও নম্বর ভুলে গেলে সহজেই খুঁজে বের করা যায়। কীভাবে দেখে নেওয়া যাক।
advertisement
1/7
হারিয়ে ফেলেছেন PPO নম্বর, তাহলে কি এবার বন্ধ হয়ে যাবে পেনশন ? কী করতে হবে ?
সরকারি কর্মীরা চাকরি থেকে অবসর নেওয়ার পর প্রতি মাসে পেনশন পান। পেনশন প্রাপ্তিতে সমস্যা এড়াতে দেওয়া হয় পিপিও নম্বর। এর গুরুত্ব অনেক। ইপিএফ স্কিমের অধীনে যাঁদের পেনশন দেওয়া হয়, পিপিও নম্বর তাঁদের সনাক্তকরণ কোড হিসেবে কাজ করে। তাই প্রত্যেক পেনশনভোগীর অনন্য পিপিও নম্বর রয়েছে, যাতে ইপিএফও-র সমস্ত পেনশন সম্পর্কিত লেনদেন এবং যোগাযোগের বিবরণ নথিভুক্ত থাকে।
advertisement
2/7
১২ সংখ্যার নম্বরটি পিপিও প্রদানকারী কর্তৃপক্ষের কোড এবং ক্রমিক নম্বর দিয়ে তৈরি। প্রথম পাঁচটি সংখ্যা পিপিও ইস্যুকারী কর্তৃপক্ষের কোড বোঝায়, শেষ দুটি সংখ্যা ইস্যু করার বছর নির্দেশ করে, এর পরের চারটি সংখ্যা পিপিও-র ক্রমিক নম্বর নির্দেশ করে এবং শেষ সংখ্যাটি ডিজিটাল কোড হিসেবে ব্যবহৃত হয়।
advertisement
3/7
প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। এই সময় পিপিও নম্বর দেওয়া আবশ্যক।
advertisement
4/7
পিপিও নম্বর কী কাজে লাগে: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের ইপিএফও পোর্টাল এবং মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন পেনশন পরিষেবাগুলি পাওয়ার জন্য পিপিও নম্বর থাকা গুরুত্বপূর্ণ।
advertisement
5/7
পেনশন স্লিপ ডাউনলোড, পেনশন সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত করা, ব্যক্তিগত তথ্য আপডেট ইত্যাদির জন্য পেনশনভোগীকে অবশ্যই পিপিও নম্বর দিতে হবে। এই নম্বরের সাহায্যে পেনশন ট্র্যাক করা যায়। আর পিপিও নম্বর না থাকলে লাইফ সার্টিফিকেট বা জীবন শংসাপত্র জমা দেওয়া যায় না।
advertisement
6/7
পিপিও নম্বর ভুলে গেলে কী হবে: পেনশনভোগীরা প্রায়ই পিপিও নম্বর ভুলে যান। বা ভুল নম্বর লেখেন। এতে পেনশনের আবেদন করার সময় বা পেনশন পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। পিপিও নম্বর ভুলে গেলে সহজেই খুঁজে বের করা যায়। কীভাবে দেখে নেওয়া যাক।
advertisement
7/7
সবার প্রথমে ইপিএফও-র ওয়েবসাইটে যেতে হবে। এরপর অনলাইন সার্ভিসে গিয়ে ‘ফর এমপ্লয়িজ’ এবং তারপর পেনশনার্স পোর্টালে ক্লিক করতে হবে। এখানেই পিপিও নম্বর জানার অপশন রয়েছে। পেনশনভোগী পিএফ অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সহ বিস্তারিত বিবরণ দিলেই পিপিও নম্বর চলে আসবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
হারিয়ে ফেলেছেন PPO নম্বর, তাহলে কি এবার বন্ধ হয়ে যাবে পেনশন ? কী করতে হবে জেনে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল