Fixed Deposit: ভুলে যান ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট, কারণ পোস্ট অফিসের এই সমস্ত স্কিমে পাওয়া যাচ্ছে আরও বেশি সুদ ! জেনে নিন বিশদে
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Fixed Deposit: পোস্ট অফিসের স্কিমও সমান ভাবে নিরাপদ। এমনকী তা এফডি-র তুলনায় বেশি রিটার্ন দিতে পারে।
advertisement
1/5

যাঁরা ঝুঁকি না নিয়ে নিরাপদে বিনিয়োগ করতে চান, তাঁরা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা এফডি-তেই টাকা রাখেন। আর এফডি-তে বিনিয়োগের সবথেকে বড়া সুবিধা হল, বিনিয়োগকারী ফিক্সড ইন্টারেস্ট পান এবং টাকাও থাকে সুরক্ষিত। কিন্তু পোস্ট অফিসের স্কিমের বিষয়ে জানা আছে কি? আসলে পোস্ট অফিসের স্কিমও সমান ভাবে নিরাপদ। এমনকী তা এফডি-র তুলনায় বেশি রিটার্ন দিতে পারে।
advertisement
2/5
এদিকে গত ৯ এপ্রিল রেপো রেট কমানোর পর বেশিরভাগ ব্যাঙ্ক এফডি-র উপর প্রায় ৬.৬ শতাংশ থেকে ৬.৭ শতাংশ হারে বার্ষিক সুদ দিচ্ছে। অন্যদিকে আবার পোস্ট অফিসের কিছু স্কিম আবার ৭.৫ শতাংশ থেকে ৮.২ শতাংশ সুদ প্রদান করে। তাই পোস্ট অফিসের স্কিম থেকে আরও বেশি আয় করা সম্ভব। বিশদে জেনে নেওয়া যাক এই বিষয়ে।
advertisement
3/5
১ বছরের এফডি-তে ৬.৭ শতাংশ সুদ দিচ্ছে এসবিআই:১ বছরের যদি কেউ ব্যাঙ্কের এফডি-তে বিনিয়োগ করেন, তাহলে তিনি ভিন্ন ভিন্ন ব্যাঙ্কে ভিন্ন সুদের হার পেতে পারেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই ১ বছরের এফডি-র উপর বার্ষিক ৬.৭ শতাংশ হারে সুদ দিচ্ছে। আবার ৬.৬ শতাংশ হারে সুদ দেয় এইচডিএফসি ব্যাঙ্ক। আইসিআইসিআই ব্যাঙ্ক দিচ্ছে ৬.৭ শতাংশ সুদ। সেখানে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক দিচ্ছে ৭.১ শতাংশ সুদ। এদিকে আরবিআই গত ৯ এপ্রিল ৬.২৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করেছে রেপো রেট। যার জেরে বহু ব্যাঙ্কই এফডি-র উপর সুদ কমিয়েছে।
advertisement
4/5
কিষাণ বিকাশ পত্র - ৭.৫ শতাংশHDFC ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট - ৬.৬ শতাংশICICI ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট - ৬.৭ শতাংশকোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট - ৭.১ শতাংশন্যাশনাল সেভিংস রেকারিং ডিপোজিট - ৬.৭ শতাংশন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট (১ বছর) - ৬.৯ শতাংশSBI-এর ফিক্সড ডিপোজিট - ৬.৭ শতাংশন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট (৫ বছর) - ৭.৫ শতাংশসিনিয়র সিটিজেন সেভিং স্কিম - ৮.২ শতাংশপাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) - ৭.১ শতাংশসুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট - ৮.২ শতাংশন্যাশনাল সেভিংস সার্টিফিকেট - ৭.৭ শতাংশ
advertisement
5/5
দীর্ঘমেয়াদে বিনিয়োগ হলে আরও বেশি সুদ:দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করা হলে পোস্ট অফিসের বেশ কয়েকটি স্কিম আবার ব্যাঙ্ক এফডি-র তুলনায় ভাল রিটার্ন দেয়। যেমন - ন্যাশনাল সেভিংস রেকারিং ডিপোজিট বার্ষিক ৬.৭ শতাংশ হারে বার্ষিক সুদ দেয়। অন্যদিকে ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিটে ১ বছরের জন্য টাকা রাখা হলে রিটার্ন মিলবে ৬.৯ শতাংশ। কিন্তু বিনিয়োগের মেয়াদ বাড়ালে রিটার্নও বেড়ে যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Fixed Deposit: ভুলে যান ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট, কারণ পোস্ট অফিসের এই সমস্ত স্কিমে পাওয়া যাচ্ছে আরও বেশি সুদ ! জেনে নিন বিশদে