TRENDING:

Photo Gallery: ছবিতে দেখে নিন ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ইলেকট্রিক গাড়ি

Last Updated:
Best Electric Car: ভারতীয় বাজারে ধীরে ধীরে বেশি জনপ্রিয় হয়ে উঠছে ইলেকট্রিক গাড়ি ৷ এর জেরে এখন গাড়ি নির্মাণকারী সংস্থাগুলি একাধিক নতুন নতুন ইলেকট্রিক গাড়ি নিয়ে আসছে বাজারে ৷ জেনে নিন ২০২১ সালে ভারতে বিক্রি হওয়া সেরা পাঁচটি ইলেকট্রিক গাড়ি কী কী ৷
advertisement
1/5
Photo Gallery: ছবিতে দেখে নিন ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ইলেকট্রিক গাড়ি
২০২১-এ দেশের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ইলেকট্রিক গাড়ি হচ্ছে Tata Nexon EV 2021 ৷ টাটার Nexon EV মডেলে রয়েছে 30.2kWh লিথিয়াম আয়রন ব্যাটারি যা 129 hp পাওয়ার এবং 245 Nm এর পিক টার্ক জেনারেট করে থাকে ৷ সংস্থার দাবি অনুযায়ী, সিঙ্গল চার্জে এই গাড়ি ৩১২ কিলোমিটারের রেঞ্জ দিয়ে থাকে ৷ গাড়ির দাম ১৪.২৯ লক্ষ টাকা (এক্স শোরুম প্রাইস) ৷
advertisement
2/5
এই লিস্টের দ্বিতীয় নম্বরে রয়েছে MG ZS EV ৷ গত বছর সংস্থা এই গাড়ির ২৭৯৮ ইউনিট বিক্রি করতে সফল হয়েছে ৷ MG-র ZS EV মডেলে 44.5kWh লিথিয়াম আয়রন ব্যাটারি প্যাক রয়েছে ৷ সিঙ্গল চার্জিংয়ে ৪১৯ কিলোমিটারের রেঞ্জ পাওয়া যায় ৷ গাড়িটিক ইলেকট্রিক মডেলে 143 hp পাওয়ার ও 353 Nm এর পিক টার্ক জেনারেট করে থাকে ৷ MG ZS EV -র দাম আপাতত ২১.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) ৷ সম্প্রতি এর আপডেটেড ভার্সান লঞ্চ করা হয়েছে ৷
advertisement
3/5
Tata Motors 2021 এ Tigor EV-র ২৬১১ ইউনিট বিক্রি করতে সফল হয়েছে ৷ এর নয়া ভেরিয়েন্ট গত বছর অগাস্ট মাসে লঞ্চ করা হয় ৷ গাড়িতে রয়েছে 26kWh লিথিয়াম-আয়রন ব্যাটারি এবং প্রতি চার্জে ৩০৬ কিলোমিটারের ড্রাইভিং রেঞ্জের দাবি করেছে সংস্থা ৷ এর ইলেকট্রিক মোটর 75 hp ও 170 Nm এর টার্ক জেনারেট করে থাকে ৷ Tata Tigor EV এর বর্তমান দাম ১১.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) ৷
advertisement
4/5
Hyundai Kona Electric - দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাণকারী সংস্থা ২০২১ এ কোনা ইলেকট্রিকের ১২১টি ইউনিট বিক্রি করতে সফল হয়েছে ৷ এই ইলেকট্রিক এসইউভি-তে 39.2kWh লিথিয়াম-আয়রন ব্যাটারি রয়েছে ৷ প্রতি চার্জে গাড়ি ৪৫২ কিলোমিটারের রেঞ্জ দাবি করেছে সংস্থা ৷ এর ইলেকট্রিক মোটর 136 hp এর পাওয়ার ও 395 Nm টার্ক জেনারেট করে থাকে ৷ Hyundai Kona Electric এর এক্স শোরুম দাম ২৩.৭৯ লক্ষ টাকা ৷
advertisement
5/5
এই লিস্টের শেষে রয়েছে Mahindra Verito EV ৷ মাহিন্দ্রা ইলেকট্রিক গত বছর ভারতে ব্যাটারি ইভি-র ৪৯ ইউনিট বিক্রি করেছে ৷ Mahindra Verito EV-তে 72- বোল্ট লিথিয়াম আয়রন ব্যাটারি প্যাক পাওয়া যায় এবং প্রতি চার্জে ১১০ কিলোমিটারের ড্রাইভিং রেঞ্জ দিয়ে থাকে ৷ এই ইলেকট্রিক মোটর 41 hp এর পাওয়ার ও 91 Nm টার্ক জেনারেট করে থাকে ৷ এর দাম বর্তমান ১০.১৬ লক্ষ টাকা ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Photo Gallery: ছবিতে দেখে নিন ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ইলেকট্রিক গাড়ি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল