TRENDING:

ভাইফোঁটায় টাকাপয়সা নয়; বরং এই উপহারগুলো দিলে লাভবান হবে বোন

Last Updated:
তবে উপহার এমন হতে হবে, যা ভাই বা বোনের কাজে লাগে।
advertisement
1/6
ভাইফোঁটায় টাকাপয়সা নয়; বরং এই উপহারগুলো দিলে লাভবান হবে বোন
রাত পোহালেই তো ভাইফোঁটা। কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করবেন বোনেরা। ভাইরাও বোনকে চিরকাল আগলে রাখার শপথ নেবেন। তারপর চলবে উপহার বিনিময়। তবে উপহার এমন হতে হবে, যা ভাই বা বোনের কাজে লাগে। যেন তাঁরা আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী হন। কেমন হবে সেই উপহার?
advertisement
2/6
ক্রেডিট কার্ড:ক্রেডিট কার্ড মানেই শুধু খরচ নয়। এটা আর্থিক শৃঙ্খলা শেখায়। ক্রেডিট হিস্ট্রি তৈরিতে সাহায্য করে। নগদের বালাই থাকে না। ফলে পেমেন্ট হয়ে ওঠে সহজ। তাছাড়া বিভিন্ন অফার এবং ডিসকাউন্ট থেকেও লাভ হয়। বোন চাকরিজীবী না হলে তাঁকে অ্যাড অন ক্রেডিট কার্ড দেওয়া যেতে পারে। এতে তিনি কোথায় কত খরচ করছেন, তার উপর নজরও রাখতে পারবেন ভাই। দীর্ঘমেয়াদে ক্রেডিট কার্ড ব্যবহার করলে ভাল ক্রেডিট স্কোর তৈরি হয়। ঋণ পাওয়াও সহজ হয়ে যায়।
advertisement
3/6
বিনিয়োগের পথে এগিয়ে দেওয়া:অল্প বয়সে বিনিয়োগ শুরু করলে দীর্ঘমেয়াদে মোটা রিটার্ন মেলে। বোনকে কোনও মিউচুয়াল ফান্ড স্কিমে এসআইপি খুলে দেওয়া যেতে পারে। এতে আর্থিক লক্ষ্য অর্জনের পথ সুগম হবে। বোনও অর্থ সঞ্চয় করার দিকে মনোনিবেশ করতে পারবেন।
advertisement
4/6
স্বাস্থ্য সুরক্ষা:স্বাস্থ্যই সম্পদ। এই ভাইফোঁটায় বোনকে স্বাস্থ্য বিমা কিনে দেওয়া যেতে পারে। এটা আর্থিক দিক থেকেও বোনকে শক্তিশালী করবে। দীর্ঘমেয়াদে চিকিৎসার খরচ সামলাতে অন্য কারও উপর নির্ভর করতে হবে না তাঁকে। অল্প বয়সে বিমা কিনলে নো-ক্লেম বোনাসও পাওয়া যায়। স্বাস্থ্য বিমা কভারেজের আকারও বাড়ে।
advertisement
5/6
আর্থিক লক্ষ্য নির্ধারণে গাইড:আর্থিক লক্ষ্য না থাকলে জীবনের দিশা হারিয়ে যায়। তাই ছোট বোনকে আর্থিক লক্ষ্যের গুরুত্ব বোঝানো জরুরি। উচ্চশিক্ষা, বিয়ে ইত্যাদির খরচ এবং তার জন্য কী করা উচিত, বোঝাতে হবে। এটা জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
advertisement
6/6
ফাইন্যান্সিয়াল টুল:শুধু আর্থিক লক্ষ্য নয়, আর্থিক উপকরণগুলোর সঙ্গে পরিচিত হওয়াও জরুরি। এর অনেক সুবিধাও রয়েছে। জীবন আরও সহজ হয়ে যায়। যেমন - ডিজিটাল পেমেন্ট, বিমা ইত্যাদি। এই জিনিসগুলো বুঝিয়ে দিলে বোন নিজেই আর্থিক বিষয়ে স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ভাইফোঁটায় টাকাপয়সা নয়; বরং এই উপহারগুলো দিলে লাভবান হবে বোন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল