PM Kisan: এই কৃষকরা পাবেন না যোজনার ১৫ তম কিস্তির টাকা, আপনার নাম নেই তো লিস্টে ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কারা এই সুবিধা পাবেন না ? দেখে নিন আপনার নাম কি বাদ গেল লিস্ট থেকে ?
advertisement
1/6

দেশের কৃষকদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে পিএম কিষান যোজনা চালু করেছিল কেন্দ্র সরকার ৷ এই যোজনায় কৃষকদের বছরে ৬০০০ টাকা দেওয়া হয় ৷ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় ৷ এখন পর্যন্ত সরকার ১৪ টি কিস্তির টাকা দিয়েছে ৷ ১৫তম কিস্তির টাকার অপেক্ষা করছে কৃষকরা ৷ খুব শীঘ্রই কিস্তির টাকা পেয়ে যাবেন কৃষকরা ৷ তবে এবার সুবিধার্থীর সংখ্যা কমতে চলেছে ৷
advertisement
2/6
স্বামী বা স্ত্রীর মধ্যে যে কোনও একজন এই যোজনার সুবিধা পাবেন ৷ এবার অনেকেই কিস্তির টাকা পাবেন না ৷ কারা এই সুবিধা পাবেন না ?
advertisement
3/6
advertisement
4/6
ই-কেওয়াইসি বাধ্যতামূলক - যে কৃষকরা তাঁদের ইকেওয়াইসি করবেন না তাঁদেরও লিস্ট থেকে বের করে দেওয়া হবে ৷
advertisement
5/6
যাচাই করে নিন আবেদনপত্র - আবেদনপত্রে নাম, লিঙ্গ, ঠিকানায় ভুল থাকলে আপনার নাম লিস্ট থেকে বাতিল করে দেওয়া হতে পারে ৷
advertisement
6/6
ইকেওয়াইসি-র জন্য একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে ৷ অ্যাপের মাধ্যমে সহজেই বাড়ি থেকে ইকেওয়াইসি করতে পারবেন কৃষকরা ৷ এই যোজনার লাভ কেবল সেই কৃষকরাই পাবেন যাঁদের কাছে ২ হেক্টরের কম জমি রয়েছে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: এই কৃষকরা পাবেন না যোজনার ১৫ তম কিস্তির টাকা, আপনার নাম নেই তো লিস্টে ?