জন ধনের পরে এবার আরও একটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আসতে পারে সরকার
Last Updated:
advertisement
1/6

পাখির চোখ ২০১৯ লোকসভা নির্বাচন ৷ ইতিমধ্যেই তোড়জোর শুরু করে দিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ৷ সাধারণ মানুষের ভরসা জিততে এবার মোদি সরকার নিয়ে আসতে পারে একাধিক যোজনা ৷ এর আগে দেশের মানুষকে ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত করার জন্য জন ধন অ্যাকাউন্ট নিয়ে এসেছিল সরকার ৷ জিরো ব্যালেন্সে এই অ্যাকাউন্ট খোলার সুবিধা দেওয়া হয়েছিল ৷ জন ধনের পর এবার আরও একটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আসতে পারে মোদি সরকার ৷
advertisement
2/6
নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে গোল্ড সেভিং অ্যাকাউন্ট ৷ অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতোই এই অ্যাকাউন্ট খোলা যাবে ৷ এতে সেভিং অ্যাকাউন্টের মতোই সুদ পাবেন অ্যাকাউন্ট হোল্ডাররা ৷ কিন্তু সেভিং অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্ট কিছুটা আলাদা ৷
advertisement
3/6
সম্প্রতি অর্থ মন্ত্রককে গোল্ড সেভিং অ্যাকাউন্টের নতুন পরিষেবা শুরু করার পরামর্শ দিয়ে নীতি আয়োগ ৷ এই বিষয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে অর্থ মন্ত্রক ৷
advertisement
4/6
এই অ্যাকাউন্টে আপনাকে টাকা জমা দিতে হবে ৷ কিন্তু আপনার পাসবুকে সোনার ওজন হিসেবে এন্ট্রি করা হবে ৷ এখানে ১ গ্রাম সোনার মূল্য ন্যূনতম আপনাকে জমা করতে হবে ৷ এই মুহূর্তে ১০ গ্রাম সোনার দাম ৩০ হাজার টাকা ৷ এবার যদি আপনি ১৫০০০ টাকা জমা করেন তাহলে সেটি ৫ গ্রাম সোনা হিসেবে এন্ট্রি করা হবে ৷
advertisement
5/6
জমা করা টাকা অপনি দরকার অনুযায়ী তুলে নিতে পারবেন ৷ আপনার জমা টাকার হিসেবে সোনা নিতে পারেন বা টাকাটা তুলে নিতে পারবেন ৷ যদি ব্যাঙ্কের কাছে সোনা না থাকে তাহলে তার বদলে টাকা নিতে পারবেন ৷
advertisement
6/6
যেদিন আপনি টাকা জমা দেবেন সেদিন সোনার যা দর সেই হিসেবে এন্ট্রি করা হবে ৷ আবার যেদিন টাকা তুলবেন সেদিনও বাজারে সোনার দর অনুযায়ী হিসেব করা হবে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
জন ধনের পরে এবার আরও একটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আসতে পারে সরকার