LIC Saral Pension Yojana: এলআইসির ধামাকা পলিসি! একবার প্রিমিয়াম দিন সারা জীবন পেনশন নিন
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
LIC Saral Pension Yojana|Business|Life Insurance Coropration of India|LIC India: এলআইসির মেগা হিট পলিসিতে ভবিষ্যত গড়ুন অতি সহজেই
advertisement
1/9

ভবিষ্যত সুগঠিত করতে একটি দারুণ পেনশন প্লানের দরকার (Good Pension) ৷ সেই লক্ষ্যে এগোলে ভারতীয় জীবন বিমা নিগমের দুর্দান্ত পেনশন প্ল্যান জীবনকে আনন্দে ভরে তুলবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
এই পলিসিতে বিনিয়োগ করলেই মাত্র একবার প্রিমিয়াম দিতে হবে ৷ তারপরেই আরাম আর আরাম সারা জীবন ধরে পাবেন পেনশন ৷ এই পলিসির নাম জীবন সরল পেনশন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
এলআইসির এই সরল পেনশন যোজনার (LIC Saral Pension Yojana) সূচনা হয়েছিল পয়লা জুলাই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
এলআইসির সরল পেনশন যোজনায় ১০০ শতাংশ রিটার্ন ৷ পলিসি কেনাকাটার দাম ও অন্য পেনশন যোজনা জয়েন্ট লাইফ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে এই যোজনায় স্বামী-স্ত্রী একসঙ্গে উপকৃত হবেন ৷ স্বামী বা স্ত্রী যিনি দীর্ঘ সময় পর্যন্ত জীবিত থাকবেন তিনিই পেনশনের সুবিধা পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
সরল পেনশন যোজনার বিশেষত্ব এটাই যে বিমা ধারকেরা পলিসি কিনলেই শুরু হয়ে যাবে পেনশন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
পলিসি ধারকের উপরেই নির্ভর করবে এই স্কিমে টাকা মাসিক, বার্ষিক ও ত্রৈমাসিক হিসাবে দেবে ৷ বিকল্প সেই অনুসারেই বাছতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
এই পেনশন যোজনা অনলাইন ও অফলাইনে কেনা যাবে ৷ এই যোজনায় ১২,০০০ টাকা ন্যূনতম খরচ করতে হবে ৷ সর্বাধিক বিনিয়োগের কোনও সীমা নেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
৪০ থেকে ৮০ বছর সয়সীরা এই বিমায় বিনিয়োগ করতে পারেন ৷ পলিসি কেনার ৬ মাস পরে পলিসি ধারকেরা চাইলে ঋণ পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LIC Saral Pension Yojana: এলআইসির ধামাকা পলিসি! একবার প্রিমিয়াম দিন সারা জীবন পেনশন নিন