LIC Policy: প্রিমিয়াম দিতে হবে নামমাত্র, LIC-র এই স্কিমে পেয়ে যাবেন ৫০ লাখ টাকার সুবিধা !
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
LIC Policy: এই স্কিমে বিনিয়োগ করলে গ্রাহক বিমা কভারের পাশাপাশি সঞ্চয় সুবিধাও পাবেন। ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না।
advertisement
1/8

বিমার কথা উঠলে সবার আগে মাথায় আসে এলআইসি-র নাম। সরকারি বিমা সংস্থা। ফলে সম্পূর্ণ নিরাপদ। তাছাড়া গ্রাহকদের জন্য হাজার রকমের পলিসিও রয়েছে এলআইসির। পছন্দ মতো এক বা একাধিক বেছে নিলেই হল।
advertisement
2/8
এলআইসির একটি জনপ্রিয় পলিসি হল ‘জীবন লাভ পলিসি’। মূলত এনডাউমেন্ট পলিসি। অর্থাৎ এই স্কিমে বিনিয়োগ করলে গ্রাহক বিমা কভারের পাশাপাশি সঞ্চয় সুবিধাও পাবেন। ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না।
advertisement
3/8
মেয়াদ: ২০২০ সালে চালু হয় এলআইসি-র জীবন লাভ পলিসি। সর্বনিম্ন ২ লাখ টাকা বিনিয়োগ করতে হয়। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। স্কিমের মেয়াদপূর্তির জন্য বিভিন্ন সময় নির্ধারণ করা হয়েছে।
advertisement
4/8
বিনিয়োগকারী ১৬ বছর, ২১ বছর এবং ২৫ বছর মেয়াদে এই পলিসিতে বিনিয়োগ করতে পারেন। প্রিমিয়াম জমার সময়কাল ১০ বছর, ১৫ বছর এবং ১৬ বছর। মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম দেওয়া যায়।
advertisement
5/8
সর্বনিম্ন ৮ বছর এবং সর্বোচ্চ ৫৯ বছর বয়সী ব্যক্তি জীবন লাভ পলিসিতে বিনিয়োগ করতে পারেন। ৫৯ বছর বয়সী একজন ব্যক্তি ১৬ বছর মেয়াদে জীবন লাভ পলিসি নিতে পারেন। এর নিয়ম হল, স্কিমের ম্যাচিউরিটির সময় কোনও পলিসি হোল্ডারের বয়স যেন ৭৫ বছরের বেশি না হয়।
advertisement
6/8
কত টাকা বিনিয়োগ করতে হবে: ২৫ বছর বয়সী কোনও ব্যক্তি যদি এলআইসির জীবন লাভ পলিসি নেন তাহলে মেয়াদপূর্তিতে তিনি ৫৪ লাখ টাকার বেশি পাবেন। বিমার জন্য ২০ লাখ টাকা বেছে নিতে হবে।
advertisement
7/8
এই ক্ষেত্রে প্রতি বছর ৯২,৪০০ টাকা প্রিমিয়াম দিতে হবে। অর্থাৎ প্রতি মাসে ৭,৭০০ টাকা এবং প্রতিদিনের হিসেবে ২৫৩ টাকা বিনিয়োগ করতে হবে। এরপর জীবন লাভ পলিসি ম্যাচিউর করলে তিনি ৫৪.৫০ লক্ষ পাবেন।
advertisement
8/8
পলিসির বিপরীতে ঋণ নেওয়া যায়: ম্যাচিউরিটির আগে এলআইসি জীবন লাভ পলিসিতে বিনিয়োগকারী ব্যক্তির দুর্ভাগ্যজনক মৃত্যু হলে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। পলিসি হোল্ডার যদি মেয়াদপূর্তি পর্যন্ত বেঁচে থাকেন তাহলেও মোটা টাকা দেয় এলআইসি। তাছাড়া জীবন লাভ পলিসির ঋণও নিতে পারেন গ্রাহক।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LIC Policy: প্রিমিয়াম দিতে হবে নামমাত্র, LIC-র এই স্কিমে পেয়ে যাবেন ৫০ লাখ টাকার সুবিধা !