LIC Policy: এই LIC স্কিম থেকে ১ কোটি টাকা পাওয়া যেতে পারে, দেখে নিন হিসেব
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
LIC Policy: এই প্ল্যানে বিভিন্ন ধরনের সুদের বিকল্প পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানে বাম্পার রিটার্নের সঙ্গে বিভিন্ন ধরনের বেনিফিট পাওয়া যায়।
advertisement
1/8

LIC Jeevan Shiromani Plan হল এলআইসির একটি নন-লিঙ্কড প্ল্যান। যে কেউ ১৪,১৬,১৮,২০ বছরের পলিসির মেয়াদের সঙ্গে এটি নিতে পারেন। লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) দেশের মানুষের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের বিনিয়োগের বিকল্প প্রদান করে। যাঁরা একটি নির্দিষ্ট হারের সঙ্গে একটি পরিকল্পনা খুঁজছেন, তাঁদের জন্য সেরা বিকল্প হল এই LIC Jeevan Shiromani Plan।
advertisement
2/8
এলআইসির এই LIC Jeevan Shiromani Plan একটি নন লিঙ্কড প্ল্যান। এই প্ল্যানে বিভিন্ন ধরনের সুদের বিকল্প পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানে বাম্পার রিটার্নের সঙ্গে বিভিন্ন ধরনের বেনিফিট পাওয়া যায়। এক নজরে দেখে নেওয়া যাক এই LIC Jeevan Shiromani Plan এর সমস্ত খুঁটিনাটি।
advertisement
3/8
LIC Jeevan Shiromani Plan -LIC Jeevan Shiromani Plan হল নন-লিঙ্কড, পার্টিসিপেটিং, ইন্ডিভিজুয়াল, লাইফ অ্যাসুরেন্স সেভিংস প্ল্যান। এটি লিমিটেড পেমেন্ট মানি ব্যাক লাইফ অ্যাসুরেন্স প্ল্যান।
advertisement
4/8
এত টাকার লোন নেওয়া যেতে পারে -কেউ যদি LIC-এর এই প্ল্যানটি নিতে চান, তাহলে তাঁকে এই প্ল্যানটিতে অন্তত এক কোটি টাকার অ্যাসিওরড নিয়ে নিতে হবে। এতে কোনও ম্যাক্সিমাম লিমিট নেই। এতে বার্ষিক এবং মাসিক ভিত্তিতে এই প্ল্যানের প্রিমিয়াম দেওয়া যেতে পারে।
advertisement
5/8
এই প্ল্যান নেওয়ার বয়স -LIC Jeevan Shiromani Plan কেনার জন্য একজনের বয়স ১৮ বছর হতে হবে। ৪৫ বছরের কম বয়সী ব্যক্তি ২০ বছরের মেয়াদে এই পলিসি নিতে পারেন। অন্য দিকে, ৪৫-৪৮ বছর বয়সী ব্যক্তিরা সর্বোচ্চ ১৮ বছর বয়সের জন্য এই পলিসি নিতে পারেন। একই সময়ে, ৫৫ বছর বয়স পর্যন্ত সর্বোচ্চ ১৪ বছরের পলিসি মেয়াদ সহ এই পলিসি নেওয়া যেতে পারে। এইভাবে কেউ এটিকে ১৪,১৬,১৮,২০ বছরের পলিসির মেয়াদেও কিনতে পারেন।
advertisement
6/8
LIC Jeevan Shiromani Plan-এ লোন নেওয়া যেতে পারে -এই প্ল্যানের সঙ্গে লোনের সুবিধাও পাওয়া যায়। এতে কমপক্ষে এক বছরের জন্য প্রিমিয়াম পরিশোধ করার পরে লোন নেওয়া যেতে পারে। এতে শুধুমাত্র প্ল্যানের সঙ্গে যুক্ত গ্রাহকরা বিনা খরচে লোন নিতে পারবেন।
advertisement
7/8
কত প্রিমিয়াম দিতে হবে ১ কোটি টাকার জন্য -এলআইসি ক্যালকুলেটর অনুসারে, যদি একজন ২৯ বছর বয়সী এই পলিসিটি নেন, তবে তাঁকে ১৬ বছরের জন্য প্রিমিয়াম দিতে হবে। তাঁকে প্রথম বছরের জন্য প্রতি মাসে কর সহ ৬১,৪৩৮ টাকা প্রিমিয়াম দিতে হবে। একই সময়ে, প্রতি বছর প্রতি মাসে ৬০,১১৪.৮২ টাকা প্রিমিয়াম জমা দিতে হবে।
advertisement
8/8
ম্যাচিউরিটির সময়ে পাওয়া যাবে ১,৩৪,৫০,০০০ টাকা। এই প্ল্যানের পলিসি-হোল্ডাররা সারভাইভাল বেনিফিটের সুবিধাও পেতে পারেন। এছাড়াও এই পলিসি চলাকালীন পলিসি-হোল্ডারদের মৃত্যু হলে নমিনি করা ব্যক্তি নির্দিষ্ট পরিমানে টাকা পেতে পারেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LIC Policy: এই LIC স্কিম থেকে ১ কোটি টাকা পাওয়া যেতে পারে, দেখে নিন হিসেব