TRENDING:

প্রতিদিন মাত্র ৩০ টাকা জমালেই লাখপতি, ধামাকাদার প্ল্যান নিয়ে এল LIC

Last Updated:
LIC Policy: বিশেষ বিষয় হল, পলিসি জারি করার তারিখ থেকে রিস্ক কভারেজ পাওয়া যায়। মেয়াদ শেষে মেলে পুরো টাকা।
advertisement
1/7
প্রতিদিন মাত্র ৩০ টাকা জমালেই লাখপতি, ধামাকাদার প্ল্যান নিয়ে এল LIC
এলআইসির অনেক স্কিমে খুব কম টাকা প্রিমিয়াম দিতে হয়। কিন্তু মেয়াদ শেষে মেলে বিপুল টাকা রিটার্ন। এলআইসির আধার স্তম্ভ পলিসি সেরকমই একটি প্ল্যান। এতে সুরক্ষা এবং সঞ্চয়, উভয়ের সুবিধা পাওয়া যায়। তবে এই স্কিম শুধুমাত্র পুরুষদের জন্য।
advertisement
2/7
আধার স্তম্ভ পলিসি-তে বিনিয়োগ করতে হলে আধার কার্ড থাকা বাধ্যতামূলক। বিশেষ বিষয় হল, পলিসি জারি করার তারিখ থেকে রিস্ক কভারেজ পাওয়া যায়। মেয়াদ শেষে মেলে পুরো টাকা। দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে নমিনির হাতে টাকা তুলে দেওয়া হয়।
advertisement
3/7
প্রতিদিন ৩০ টাকা সঞ্চয়ে বিপুল রিটার্ন: আধার স্তম্ভ পলিসিতে ২০ বছরের জন্য বিনিয়োগ করলে মেয়াদ শেষে মিলবে ৩.৯৭ লক্ষ টাকা। বছরে ১০,৮২১ টাকা প্রিমিয়াম দিতে হবে। মাসের হিসেব ধরলে প্রতি মাসে পড়বে ৯০১ টাকা। অর্থাৎ প্রতিদিন ৩০ টাকা করে।
advertisement
4/7
পলিসি হোল্ডার দৈনিক, মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক কিংবা বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম দিতে পারেন। এতে গ্যারান্টিযুক্ত রিটার্নের পরিমাণ হল ৩ লক্ষ টাকা। পাশাপাশি মোট বিনিয়োগের ৪.৫ শতাংশের বার্ষিক রিটার্ন ধরে ৯৭,৫০০ টাকা লয়্যালটি যোগ হবে। সব মিলিয়ে হাতে আসবে ৩,৯৭,৫০০ টাকা।
advertisement
5/7
আধার স্তম্ভ পলিসির সুবিধা: আধার স্তম্ভ পলিসির বেশ কিছু সুবিধা রয়েছে। দৈনিক মাত্র ৩০ টাকা বিনিয়োগ করতে হয়। মেয়াদপূর্তিতে মেলে প্রায় ৪ লাখ টাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এতে ডেথ বেনিফিট এবং অন্যান্য সুবিধা পাওয়া যায়।
advertisement
6/7
পলিসি কিনতে হলে: ৮ থেকে ৫৫ বছর বয়সী পুরুষরা এলআইসির আধার স্তম্ভ পলিসি কিনতে পারেন। প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার সময় আবেদনকারীর সর্বোচ্চ বয়স যেন ৭০ বছরের বেশি না হয়। পলিসির ন্যূনতম মৌলিক পরিমাণ ৭৫,০০০ টাকা। সর্বাধিক ৩ লাখ টাকা। মূল পরিমাণ ৫ হাজার টাকার গুণিতকে দেওয়া হয়। মেয়াদ ১০ থেকে ২০ বছর। এই স্কিমে পলিসি ইস্যু করার তারিখ থেকে রিস্ক কভারেজ শুরু হয়।
advertisement
7/7
৩৫ বছর বয়সে যদি কেউ পলিসি কেনেন তাহলে ১৫ বছরের জন্য তাঁকে বছরে ১০ হাজার টাকা প্রিমিয়াম দিতে হবে। এক্ষেত্রে নিশ্চিত পরিমাণ হল ২ লাখ টাকা। মেয়াদপূর্তিতে ২ লাখ টাকার সঙ্গে লয়্যালটিও দেওয়া হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
প্রতিদিন মাত্র ৩০ টাকা জমালেই লাখপতি, ধামাকাদার প্ল্যান নিয়ে এল LIC
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল