TRENDING:

LIC Nivesh Plus: ধামাকাদার পলিসি! LIC-এর এই যোজনায় মাত্র একবার বিনিয়োগে মোটা টাকা রোজগারের সহজ উপায় অতি সহজেই

Last Updated:
বিশেষ বৈশিষ্ট্য সংযোজিত পলিসি যা জীবনকে নতুন করে মেলে ধরার স্বপ্ন দেখায়
advertisement
1/11
LIC-এর এই যোজনায় মাত্র একবার বিনিয়োগে মোটা টাকা রোজগারের সহজ উপায় অতি সহজেই
যদি বিনিয়োগ করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে মনে দোলাচল চিন্তা ভাবনা থাকে ৷ কোথায় বিনিয়োগ করা উচিৎ বা উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
বিনিয়োগ করার জন্য এলআইসির এই নতুন স্কিম ৷ এলআইসির এই প্রকল্পে বিনিয়োগ করে বড় লাভ করা সম্ভব হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
LIC-র পক্ষ থেকে ধামাকাদার প্ল্যান লঞ্চ করা হয়েছে যা মানুষের দরকারে জীবনকে আরও সুন্দর করে তোলে ৷ এই প্রকল্পে টাকা বিনিয়োগ করে ম্যাচিউরিটির পরে মোটা টাকা পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
সব থেকে বড় বিষয় হল এটাই যে এলআইসিতে টাকা বিনিয়োগ করলে সেই টাকা কখনই ডুববে না ৷ এনলআইসির বিশেষ প্ল্যান (LIC Nivesh Plus) সিঙ্গেল প্রিমিয়াম নন পার্টিসিপেটিং ইউনিট লিঙ্কড ব্যাক্তিগত জীবন বিমা ৷ বিমার সঙ্গে সঙ্গে সু্দর বিনিয়গের প্রস্তাবনা রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
এই পলিসি অনলাইনে করা যেতে পারে ৷ পলিসি ধারকের বেসিক সাম অ্যাসিয়োর্ড রিটার্ন ১.২৫ বা সিঙ্গেল প্রিমিয়ামের ১০ গুণ ৷ এই প্ল্যানটি চার ধরণের রয়েছে বিকল্প ৷ বন্ড ফান্ড, সিকিয়োর্ড ফান্ড, ব্যালান্স ফান্ড, গ্রোথ ফান্ড ৷ এই ফান্ডে ইচ্ছা মত বা সুবিধা মত বিনিয়োগ করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
LIC Nivesh Plus বিনিয়োগ করতে গেলে বয়স ৯০ দিন থেকে ৬৫ বছর পর্যন্ত ৷ পলিসির মেয়াদ ১০ বছর থেকে ৩৫ বছর পর্যন্ত ৷ লক ইন পিরিয়ড ৫ বছরের ৷ প্রিমিয়ামের সীমা ১ লক্ষ টাকা ৷ অর্থাৎ ১ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে ৷ সরাব্ধিক বিনিয়োগের কোনও সীমা বা পরিসীমা নেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
পলিসি হোল্ডার পলিসি টার্ম পর্যন্ত জ্যান্ত থাকলে সুবিধা পাবেন ৷ যে ইউনিট ফান্ডের মূল্যের বরাবর হবে পলিসি শেষ হলেই ৷ এছাড়াও প্রিলুক পিরিয়ড গ্রাহকদের দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
পলিসি অনলাইনে কেনা হলে ১৫ দিন ও ৩০ দিনের পরে প্রিলুক পিরিয়ড হয়েছে ৷ এই মাধ্যমে ঠিক হয় যবে পলিসি ফেরৎ দেওয়া হবে তবে ৷
advertisement
9/11
পলিসি চলাকালীন বিমা ধারকের মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে নমিনি ডেথ বেনিফিড পেতে পারেন ৷ পলিসি ধারকের ঝুঁকিপূর্ণ ভাবে মৃত্যু হলে ম্যাচিউরিটির আগেই সম পরিমাণ টাকা নমিনি পেয়ে যাবে ৷
advertisement
10/11
LIC নিবেশ পলিসির মাধ্যমে পলিসি ধারণের ৬ বছরের পরে আংশিক টাকা তুলতে বিশেষ অনুমতি দেয় ৷ নাবালকদের ক্ষেত্রে ১৮ বছর বয়সের পরে আংশিক টাকা তুলতে পারবে ৷
advertisement
11/11
এই বিা পলিসি কিনতে গেলে মাত্র একবার পেমেন্ট করতে হবে ৷ LIC Nivesh Plus পলিসি হোল্ডারের প্রেফারেন্স অনুযায়ী বিনিয়োগ করতে হবে ৷ পলিসির মেয়াদ ১০ থেকে ২৫ সালের মধ্যে বাছতে হবে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LIC Nivesh Plus: ধামাকাদার পলিসি! LIC-এর এই যোজনায় মাত্র একবার বিনিয়োগে মোটা টাকা রোজগারের সহজ উপায় অতি সহজেই
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল