TRENDING:

LIC Jeevan Lakshya Policy: FD-RD অতীত! LIC-র ধামাকা প্ল্যানে লক্ষ লক্ষ টাকা, সারা জীবন ধরেই অর্থের ঝমাঝম বৃষ্টি

Last Updated:
LIC Jeevan Lakshya Policy: টেনশনের 'The End'! FD-RD নয় LIC-র ধামাকা প্ল্যানে গোছা গোছা টাকা
advertisement
1/14
FD-RD অতীত! LIC-র ধামাকা প্ল্যানে লক্ষ লক্ষ টাকা, সারা জীবন ধরেই অর্থের ঝমাঝম বৃষ্টি
যখনই পরিবারের সুরক্ষার বিষয়ে কথা আসে ঠিক তখনই অর্থনৈতিক পরিকল্পনা করতে হয়, এমনই এক পরিকল্পনা করতে হয় যা ভবিষ্যতকে নিশ্চিন্ত করে তোলে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/14
এলআইসির জীবন লক্ষ্য প্ল্যান এমনই এক স্পেশ্যাল প্ল্যান ৷ এলআইসির জীবন লক্ষ্য প্ল্যান, যা বিমার সঙ্গে সঙ্গে সঞ্চয় ও সন্তানের লেখাপড়ার ক্ষেত্রে বিশেষ ভাবে সাহায্য করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/14
অত্যন্ত কম প্রিমিয়ামে সুরক্ষিত ভবিষ্যত একই সঙ্গে পরিবারের নানান অর্থনৈতিক সমস্যার সমাধান ৷ অর্থনৈতিক ভাবে শক্তিশালী করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/14
এলআইসির জীবন লক্ষ্য পলিসির প্রিমিয়াম প্রতি বছর জমা দিতে হয় ৷ একই সঙ্গে পলিসির মেয়াদ সম্পন্ন হলে এককালীন কিছু টাকা পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/14
এই ফান্ডে বার্ষিক বোনাস ৷ ফাইনাল বা অতিরিক্ত বোনাসই অন্তর্গত থাকে ৷ এরফলে মোট টাকা অঙ্ক বেশ বড় হয়ে যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/14
যদি পলিসি ধারকের মৃত্যু হয় সেক্ষেত্রে নির্ধারিত টাকা ও বোনাস নমিনি পাবেন ৷ যদি নির্ধারিত সময় পর্যন্ত যদি পলিসি চলে সেক্ষেত্রে টাকা এককালীন টাকা পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/14
এলআইসির নিয়ম অনুযায়ী বিমার সমস্ত শর্তের সঙ্গে সঙ্গে মৃত্যু সংক্রান্ত সুবিধা, ম্যাচিওরিটি বেনিফিট এই দুই রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/14
উদাহরণ সরূপ বলা যেতে পারে যদি LIC-র জীবন লক্ষ্য পলিসিতে বিনিয়োগ শুরু করা হয় ক্ষেত্রে প্রতি বছর ২ লক্ষ টাকা করে বিনিয়োগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/14
২৫ বছর পরে পাবেন ৫০ লক্ষ টাকা, যদিও প্রিমিয়ামের টাকা ২২ বছর পর্যন্ত ভরতে হবে ৷ যদি পলিসি চলবে ২৫ বছর পর্যন্ত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/14
এই পলিসির দুটি বড় বোনাস কম্পোনেন্ট বার্ষিক বোনাস ও বার্ষিক অতিরিক্ত বোনাস ৷ এই দুই মিলে মেয়াদ শেষে ফান্ড তৈরি হয়ে যায় ৷ এলআইসি প্রতি বছর ১,০০০ টাকা সাম অ্যাসিওর্ডের উপরে ৫০ থেকে ৬০ টাকার বোনাস ঘোষণা করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/14
প্রিমিয়ামের টাকা পলিসি নীতির ১৩ থেকে ২৫ বছর অবধি হতে পারে ৷ লেকিন প্রিমিয়ামের টাকা সাধারণত পলিসি টার্ম পর্যন্ত হতে পারে ৷ পলিসির মেয়াদ ২৫ বছর পর্যন্ত হলে প্রিমিয়াম ২২ বছর পর্যন্ত ভরতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/14
এর গণনা কী বলছে? এবার যদি গণনা করা যায় সেক্ষেত্রে বিনিয়োগকারীরা মেয়াদ শেষে ঠিক কত টাকা পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/14
মোট প্রিমিয়াম ২০ বছর, পলিসি ২৫ বছরের, মোট বিনিয়োগ বার্ষিক ২ লক্ষ ×২২ বছরে প্রায় ৪০ লক্ষ টাকা ৷ এবার বোনাস জোড়ার পরে ৫০ টাকা×× (₹২০ লক্ষ ÷ ১,০০০)×২৫ = ₹২৫ লক্ষ প্রায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/14
মেয়াদ শেষে মোট টাকা = ₹২০ লক্ষ (Sum Assured) + ₹২৫ লক্ষ (বোনাস)+₹১০ (Final Bonus) = ₹৫৫ লক্ষ টাকা প্রায় ৷ প্রতীকী ছবি ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LIC Jeevan Lakshya Policy: FD-RD অতীত! LIC-র ধামাকা প্ল্যানে লক্ষ লক্ষ টাকা, সারা জীবন ধরেই অর্থের ঝমাঝম বৃষ্টি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল