TRENDING:

LIC নিয়ে এল নতুন ৪টি বিমা পলিসি, দেখে নিন কারা কী সুবিধা পাবেন

Last Updated:
LIC New Policies: এলআইসি-এর সিইও এবং এমডি সিদ্ধার্থ মোহান্তি এই ৪টি পলিসি লঞ্চ করেন।
advertisement
1/7
LIC নিয়ে এল নতুন ৪টি বিমা পলিসি, দেখে নিন কারা কী সুবিধা পাবেন
৪টি নতুন টার্ম ইনস্যুরেন্স পলিসি লঞ্চ করল এলআইসি। ৫ অগাস্ট থেকে অনলাইন এবং অফলাইনে এই পলিসি কেনা যাচ্ছে। পলিসিগুলি হল – এলআইসি যুব টার্ম, এলআইসি ডিজি টার্ম, এলআইসি যুব ক্রেডিট লাইফ এবং এলআইসি ডিজি ক্রেডিট লাইফ।
advertisement
2/7
এলআইসি-এর সিইও এবং এমডি সিদ্ধার্থ মোহান্তি এই ৪টি পলিসি লঞ্চ করেন। তিনি জানিয়েছেন, এলআইসি যুব টার্ম প্ল্যান অফলাইনে পাওয়া যাবে। তবে ডিজি টার্ম কেনা যাবে শুধুমাত্র এলআইসি-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই।
advertisement
3/7
তরুণদের চাহিদা পূরণ করবে এই পলিসি: জীবনের শুরুর দিকে যাঁরা টার্ম ইনস্যুরেন্স নিতে চান, তাঁদের কথা মাথায় রেখেই যুব টার্ম এবং ডিজি টার্ম ইনস্যুরেন্স নিয়ে এসেছে এলআইসি। তাই অফলাইন এবং অনলাইন, দুই ধরণের বিকল্প দেওয়া হয়েছে।
advertisement
4/7
পাশাপাশি বিমার মাধ্যমে লোন লায়াবিলিটি কভার করার জন্য চালু করা হয়েছে যুব ক্রেডিট লাইফ এবং ডিজি ক্রেডিট লাইফ। যুব ক্রেডিট লাইফ অফলাইন মোডে এবং ডিজি ক্রেডিট লাইফ শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে।
advertisement
5/7
এলআইসির যুব টার্ম এবং ডিজি টার্ম ইনস্যুরেন্সে পলিসির মেয়াদ চলাকালীন পলিসি হোল্ডারের দুর্ভাগ্যজনক মৃত্যুতে পরিবারকে আর্থিক সুরক্ষা প্রদান করা হবে। এই নন ইক্যুইটি পণ্যের আওতায় ডেথ বেনিফিটও পাওয়া যাবে।
advertisement
6/7
১৮ বছর বয়সী যে কোনও ব্যক্তি যুব টার্ম এবং ডিজি টার্ম পলিসি কিনতে পারেন। সর্বোচ্চ ৪৫ বছর বয়স পর্যন্ত পলিসি কেনা যাবে। ম্যাচিউরিটির সর্বনিম্ন বয়স ৩৩ বছর সর্বোচ্চ বয়স ৭৫ বছর। ন্যূনতম বেসিক সাম অ্যাসিওর্ডের পরিমাণ ৫০,০০,০০০ টাকা। সর্বাধিক ৫,০০,০০,০০০ টাকা বেসিক সাম অ্যাসিওর্ড দেওয়া হবে।
advertisement
7/7
অন্য দিকে, এলআইসির যুব ক্রেডিট লাইফ এবং ডিজি ক্রেডিট লাইফ নন-পার, নন-লিঙ্কড প্ল্যান। এটা সম্পূর্ণরূপে হ্রাসপ্রাপ্ত মেয়াদি বিমা পলিসি। এই স্কিমে পলিসি নেওয়ার সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৪৫ বছর। ম্যাচিউরিটির সর্বনিম্ন বয়স ২৩ বছর এবং সর্বোচ্চ বয়স ৭৫ বছর। ন্যূনতম বেসিক সাম অ্যাসিওর্ডের পরিমাণ ৫০,০০,০০০ টাকা। সর্বোচ্চ বেসিক সাম অ্যাসিওর্ডের পরিমাণ ৫,০০,০০,০০০ টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LIC নিয়ে এল নতুন ৪টি বিমা পলিসি, দেখে নিন কারা কী সুবিধা পাবেন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল