Gold Price Today : ফের ঊর্ধ্বমুখী সোনা, রুপোর দাম রয়েছে ৬০,০০০ টাকার নীচে, জেনে নিন লেটেস্ট রেট.....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Gold Price Today : সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও ৷ সকালে এমসিএক্সে রুপোর দাম ৩৭২ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৫৯,৮৭৩ টাকা হয়েছে ৷
advertisement
1/4

গ্লোবাল মার্কেটের প্রভাবের জেরে বুধবার সকালে দেশের বাজারেও ঊর্ধ্বমুখী সোনা ও রুপো ৷ দাম বাড়তে থাকলেও ১০ গ্রাম সোনা এখন ৫০ হাজার টাকায় বিক্রি হচ্ছে ৷ রুপোর দাম ৬০ হাজার টাকার নীচে চলে এসেছে ৷
advertisement
2/4
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সকালে ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম ৮৫ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫০,২৮০ টাকা হয়ে গিয়েছে ৷ এর আগে মার্কেট খোলার সময় সোনার দাম ছিল ৫০,২৬১ টাকা ৷ মার্চের শুরুতে সোনার দাম ৫৭০০০ টাকার আশপাশে পৌঁছে গিয়েছে ৷ তবে এরপর থেকে সোনার দামে লাগাতার পতন দেখা গিয়েছে ৷
advertisement
3/4
সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও ৷ সকালে এমসিএক্সে রুপোর দাম ৩৭২ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৫৯,৮৭৩ টাকা হয়েছে ৷ মার্কেট খোলার সময় রুপোর দাম ছিল ৫৯,৮০০ টাকা ৷ তবে চাহিদা বাড়ার সময় দাম ০.৬৩ শতাংশ বেড়ে প্রায় ৬০ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ মার্চে রুপোর দাম প্রতি কিলোগ্রামে ৭৩ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল ৷
advertisement
4/4
ঊর্ধ্বমুখী গ্লোবাল মার্কেট- গ্লোবাল মার্কেটে ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দাম ৷ মার্কিন বুলিয়ান বাজারে সকালে সোনার দাম ০.১৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ১৮১৩.৮৪ ডলার হয়ে গিয়েছে ৷ রুপোর দাম প্রতি আউন্সে ২১.১৪ ডলার ৷ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের জেরে একটা সময় সোনার দাম ২০০০ ডলার প্রতি আউন্স এবং রুপোর দাম ২৭ ডলার প্রতি আউন্সের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today : ফের ঊর্ধ্বমুখী সোনা, রুপোর দাম রয়েছে ৬০,০০০ টাকার নীচে, জেনে নিন লেটেস্ট রেট.....