Pan-Aadhaar এখনও লিঙ্ক করাননি? আজই সময় শেষ, দেখে নিন কীভাবে তাড়াতাড়ি কাজটা হবে!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
হাতে আর মোটেও সময় নেই। তার মধ্যে প্যান ও আধার লিঙ্ক না করালে কী হবে জানেন তো ?
advertisement
1/10

হাতে আর মোটেও সময় নেই। আজকের মধ্যে PAN-এর সঙ্গে আধার যুক্ত করা না গেলে ১ জুলাই ২০২৩ তারিখ থেকে PAN নিষ্ক্রিয় হয়ে যাবে।
advertisement
2/10
কিন্তু ঘটনা হল, এই শেষ মুহূর্তে ভারতের একটা বড় অংশের নাগরিক চাইছেন PAN-আধার লিঙ্ক করাতে। খুব স্বাভাবিক ভাবেই অনলাইনে একসঙ্গে এত মানুষ লিঙ্ক করাতে চেষ্টা করছেন বলে সার্ভারে সমস্যা হচ্ছে। অনেক সময়ই সার্ভার ক্রাশ করে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে।
advertisement
3/10
সেক্ষেত্রে একমাত্র বিকল্প হল এসএমএস করে লিঙ্ক করানো। নির্দিষ্ট কয়েকটি পদ্ধতি মেনে PAN-আধার লিঙ্ক করিয়ে নেওয়া সম্ভব।
advertisement
4/10
১. আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে মেসেজ পাঠাতে হবে। ২. প্রথমে লিখতে হবে UIDPAN, তারপর স্পেস দিয়ে লিখতে হবে ১২ সংখ্যার আধার নম্বর। তারপর আবার একটি স্পেস দিয়ে লিখতে হবে ১০ সংখ্যা-অক্ষরের প্যান নম্বর৷
advertisement
5/10
৩. SMS পাঠাতে হবে 567678 বা 56161 নম্বরে। ৪. মেসেজ ঠিক মতো পাঠানো হয়ে গেলে আধার এবং PAN সংযুক্তি সংক্রান্ত একটি কনফার্মেশন মেসেজ পাওয়া যাবে।
advertisement
6/10
এছাড়া, ই-ফাইলিং পদ্ধতিতে PAN-আধার লিঙ্ক করানো সম্ভব। এমনকী লগ-ইন না করেও এই কাজ সেরে ফেলা যাবে। ১. প্রথমে e-Filing Portal-এ যেতে হবে। ২. সেখানে Link Aadhaar লিঙ্কে ক্লিক করতে হবে। PAN, আধার নম্বর, আধার অনুসারে নাম জানিয়ে একটি ক্যাপচা সঠিক ভাবে পূরণ করে Link Aadhaar ক্লিক করতে হবে। ৩. সমস্ত তথ্য আয়কর দফতরের তথ্যের সঙ্গে মিলে গেলে সদর্থক মেসেজ পাওয়া যাবে।
advertisement
7/10
আবার কেউ চাইলে লগ-ইন করেও লিঙ্ক করাতে পারেন। সেক্ষেত্রে- ১. ই-ফাইলিং পোর্টালে গিয়ে নিজের অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে। ২. তারপর Profile Settings-এ গিয়ে Link Aadhaar খুঁজে বের করতে হবে। এখানে আধার নম্বর, ক্যাপচা কোড দিয়ে Link Aadhaar–এ ক্লিক করতে হবে। ৩. এরপর আবার আধার কার্ড অনুসারে নিজের নাম লিখতে হবে। সব ঠিক থাকলে সফল ভাবে লিঙ্ক করিয়ে ফেলা যাবে।
advertisement
8/10
আর কীভাবে বোঝা যাবে লিঙ্ক ঠিকঠাক হল কি না? আধার-প্যান লিঙ্ক হয়েছে কি না, তা অনলাইনে যাচাই করার উপায়: ১. ট্যাক্স ই-ফাইলিংয়ের ওয়েবসাইটে incometax.gov.in/iec/foportal/ যেতে হবে। ২. পেজের বাঁদিকে ‘ক্যুইক লিঙ্ক’ সেকশনে যেতে হবে। ৩. ওই সেকশনের ‘লিঙ্ক আধার স্টেটাস’-এ ক্লিক করতে হবে।
advertisement
9/10
৪. এখানে নিজের ১০ ডিজিটের প্যান নম্বর এবং ১২-ডিজিট আধার নম্বর দিতে হবে। ৫. প্রয়োজনীয় তথ্য প্রদানের পর ‘ভিউ লিঙ্ক আধার স্টেটাস’ বিকল্পে ক্লিক করতে হবে। ৬. যাঁদের আধার আর প্যান কার্ড ইতিমধ্যেই লিঙ্ক করানো রয়েছে, তাঁদের আধার নম্বর স্ক্রিনে ভেসে উঠবে।
advertisement
10/10
আধার-প্যান লিঙ্ক হয়েছে কি না, তা এসএমএস-এর মাধ্যমে যাচাই করার উপায়: ১. 567678 অথবা 56161- এই দুই নম্বরে এসএমএস পাঠানো যেতে পারে এই ফরম্যাটে: UIDPAN <12 digit Aadhaar number> <10 digit PAN number> ২. আধার আর প্যান লিঙ্ক করা থাকলে কমফার্মেশন মেসেজ এসে যাবে ফোনে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Pan-Aadhaar এখনও লিঙ্ক করাননি? আজই সময় শেষ, দেখে নিন কীভাবে তাড়াতাড়ি কাজটা হবে!