TRENDING:

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট দিয়ে দিল রাজ্য...! কোটি কোটি মানুষের জন্য জরুরি খবর

Last Updated:
Lakshmir Bhandar: বাংলার রাজ্য সরকারের প্রকল্পগুলির মধ্যে নিঃসন্দেহে সর্বাধিক জনপ্রিয় প্রকল্পটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ২০২১ সালের ফেব্রুয়ারিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে।
advertisement
1/8
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট দিয়ে দিল রাজ্য...! কোটি কোটি মানুষের জন্য জরুরি খবর
বাংলার রাজ্য সরকারের প্রকল্পগুলির মধ্যে নিঃসন্দেহে সর্বাধিক জনপ্রিয় প্রকল্পটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ২০২১ সালের ফেব্রুয়ারিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে।
advertisement
2/8
এই প্রকল্পের অধীনে আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন মহিলা হন এবং 'স্বাস্থ্য সাথী' স্বাস্থ্য প্রকল্পের অধীনে নথিভুক্ত হন, আপনি মাসে মাসে সরকারের কাছ থেকে পাবেন ১,০০০ টাকা থেকে ১,২০০ টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম চর্চিত এই প্রকল্প নিয়ে শাসক-বিরোধী তরজাও চলতে থাকে সমানে।
advertisement
3/8
আজ বিধানসভায় এই প্রকল্প নিয়ে বড় আপডেট দিয়ে দিলেন রাজ্যের শিশু ও নারী কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা। প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, ২০২৪ সালের ৩১শে অক্টোবর মাস অবধি নথিভুক্ত লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকের সংখ্যা ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন।
advertisement
4/8
মন্ত্রী পরিসংখ্যান দিয়ে আরও জানান এই বিপুল সংখ্যক মানুষের জন্যে রাজ্যের অর্থ ব্যয় হয়েছে ৪৮ হাজার ৪৮৯.৭২ কোটি টাকা। ৬ লক্ষ ৮২ হাজার ৮৫৫ জন বার্ধক্য ভাতা (পেনশন) দেওয়া হচ্ছে। একইসঙ্গে মন্ত্রী শশী পাঁজা বলেন, "এর পিছনে কোনও রাজনীতি নেই। এখানে পাইয়ে দেওয়ার রাজনীতি নেই।"
advertisement
5/8
মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারণ ও তপশিলি জাতির মহিলারা প্রতি মাসে ভাতা পেয়ে থাকেন। নতুন ঘোষণা অনুযায়ী, এই ভাতার পরিমাণ শীঘ্রই বাড়তে চলেছে।
advertisement
6/8
প্রসঙ্গত, মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে। নিয়ে এসেছে নানান সমাজকল্যান মূলক প্রকল্প। বিভিন্ন ভাতা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প চালু আছে এই রাজ্যে। যার দ্বারা উপকৃত হচ্ছেন হাজার হাজার মানুষ। মমতা সরকারের চালু করা বিভিন্ন প্রকল্পের তালিকায় আছে বিধবা ভাতা থেকে বার্ধক্য ভাতা।
advertisement
7/8
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুযোগ পেলেই শাসক দলকে তুলোধনা করে বিরোধীরা। বিরোধী গেরুয়া শিবির ক্ষমতায় এলে ‘অন্নপূর্ণা যোজনা’য় ৩ হাজার টাকা দেওয়ার কথা বললেও লক্ষ্মীর ভাণ্ডারে প্রবল অনীহা প্রকাশ করে তারা।
advertisement
8/8
একুশের বিধানসভা ও চব্বিশের লোকসভা ভোটে বাংলায় তৃণমূলের জয়জয়কারের পর বিরোধীদের নিশানায় বার বার উঠে এসেছে এই ‘লক্ষ্মীর ভাণ্ডার'। কিন্তু গ্রাম বাংলায় তৃণমূলের এই প্রকল্পের জনপ্রিয়তা যে কতটা, তা একাধিক রাজ্যে মহিলাদের জন্য আনা জনমোহিনী প্রকল্পের ছবিটা দেখলেই বোঝা যায়। সেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে সম্প্রতি উত্তরবঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সারা জীবন চলবে এই প্রকল্প।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট দিয়ে দিল রাজ্য...! কোটি কোটি মানুষের জন্য জরুরি খবর
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল