TRENDING:

প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে KYC সংযুক্তিকরণ বাধ্যতামূলক, নাহলে হতে পারে অনেক সমস্যা

Last Updated:
advertisement
1/6
প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে KYC সংযুক্তিকরণ বাধ্যতামূলক, নাহলে হতে পারে অনেক সমস্যা
ইপিএফও অ্যাকাউন্ট রয়েছে অথচ সঠিক সুবিধা পাচ্ছেন না । এর একটি কারণ হতে পারে আপনার Universal Account Number (UAN)টির সঙ্গে আপনার বৈধ নথিপত্র বা KYC সংযুক্ত নেই । জানা গিয়েছে প্রায় ৫০ শতাংশ ইপিএফও অ্যাকাউন্ট হোল্ডারদের KYC সংযুক্ত করা নেই ও এর ফলে হতে পারে নানাবিধ সমস্যা । (Photo:PTI)
advertisement
2/6
সম্প্রতি প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট রয়েছে যাঁদের, তাঁদের জন্য নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্র । UAN ও KYC সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেছে সরকার । এটি না করলে সমস্যা তো হবেই ও এটি শাস্তিযোগ্য অপরাধও । (Photo:PTI)
advertisement
3/6
দ্রুত ও সহজ সুবিধা প্রদানের জন্য, ইপিএফও ২০১৪ সাল থেকেই সব সদস্যকে ১২-ডিজিট ইউএএন দিতে শুরু করে। প্রভিডেন্ট ফান্ড সম্পর্কিত পরিষেবাগুলির জন্য ইউএএন খুবই গুরুত্বপূর্ণ।(Photo:PTI)
advertisement
4/6
কিন্তু প্রভিডেন্ট ফান্ডের আসল সুবিধাগুলি আপনি পাবেন একমাত্র KYC সংযুক্তিকরণের পরেই। যেমন, আধার, ব্যাংক অ্যাকাউন্ট, প্যান এবং মোবাইল নম্বর যদি UAN-এর সঙ্গে সংযুক্ত হয় তবে সদস্যরা তাদের মোবাইলের মাধ্যমে PF অ্যাকাউন্টে দ্রুত অ্যাক্সেস পেতে পারেন এবং অনলাইনে দাবিগুলি দাখিল করতে পারেন। (Photo:PTI)
advertisement
5/6
দিল্লি-ভিত্তিক আঞ্চলিক কার্যালয় এখন মিশন মোডে এই কাজটি শুরু করেছে এবং সব সংস্থা চিঠি, ই-মেইল এবং এসএমএস এর মাধ্যমে জানানো হয়েছে। বার্তাগুলি প্রতিদিন ৯ হাজার প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে। এর জন্য একটি বিশেষ কার্যসেলও গঠন করা হয়েছে । (Photo:PTI)
advertisement
6/6
রিজার্ভিয়াল পিএফ কমিশনার মিঃ নিধি সিং জানিয়েছেন, KYC ও UAN এর সংযুক্তিকরণ বাধ্যতামূলক ও এর অন্যথায় কঠোর ব্যবস্থাও নেওয়া হতে পারে । (Photo:Collected)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে KYC সংযুক্তিকরণ বাধ্যতামূলক, নাহলে হতে পারে অনেক সমস্যা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল