Uniform KYC: আর বার-বার KYC করাতে হবে না, সরকার আনতে চলেছে বড় বদল !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
KYC- জেনে নিন ইউনিফর্ম কেওয়াইসি কী এবং এর জেরে কী বদল হতে চলেছে ৷
advertisement
1/8

ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা হোক বা স্টক মার্কেটে বিনিয়োগ করা, সব ক্ষেত্রেই কেওয়াইসি করানো বাধ্যতামূলক ৷ ব্যাঙ্কিং এবং ফিন্যান্স পরিষেবাগুলির ডিজিটালাইজেশনের সঙ্গে KYC প্রক্রিয়া এখন সর্বত্র বাধ্যতামূলক হয়ে উঠেছে ৷ একাধিক ডিজিটাল পরিষেবার জন্য বার-বার কেওয়াইসি করতে হয় যার জেরে বেশি সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে ৷ শীঘ্রই KYC সংক্রান্ত বড় বদল আনতে চলেছে সরকার ৷
advertisement
2/8
ফিন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল (FSDC) সরকারের কাছে ‘ইউনিফর্ম কেওয়াইসি’ লাগু করার সুপারিশ করেছে ৷ এর জেরে KYC প্রক্রিয়া সহজ হবে বলে মনে করা হচ্ছে ৷ জেনে নিন ইউনিফর্ম কেওয়াইসি কী এবং এর জেরে কী বদল হতে চলেছে ৷
advertisement
3/8
কেওয়াইসি (Know Your Customer) যে কোনও গ্রাহকের পরিচয় জানার প্রক্রিয়া ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মিউচ্যুয়াল ফান্ড ও লাইফ ইনস্যুরেন্স নেওয়ার জন্য প্রত্যেক গ্রাহকদের কেওয়াইসি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় ৷ বেশ কিছু ক্ষেত্রে একাধিকবার কেওয়াইসি করাতে হয় ৷ আপডেট করার নামে কয়েকবার ডকুমেন্টস জমা করতে হয় ৷
advertisement
4/8
এর জন্য প্রচুর পেপারওয়ার্ক, সময় লাগে ৷ এই ঝামেলা শেষ করার জন্য ফিন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল (FSDC) ইউনিফর্ম কেওয়াইসি শুরু করার পরামর্শ দিয়েছে ৷ এর জেরে ফিন্যান্সিয়াল সেক্টরে যে কোনও পরিষেবার জন্য কেবল একবার কেওয়াইসি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে ৷
advertisement
5/8
ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, কেন্দ্র সরকার ফিন্যান্স সেক্রেটারি টিবি সোমনাথন নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে, যা ইউনিফর্ম কেওয়াইসি সংক্রান্ত নিয়মের কাঠামো তৈরি করবে।
advertisement
6/8
FSDC-র সঙ্গে হওয়া সম্প্রতি একটি বৈঠকে অর্থমন্ত্রী কেওয়াইসি প্রক্রিয়া সহজ করার প্রস্তাব দিয়েছে ৷ সমস্ত ফিন্যান্সিয়াল পরিষেবা আরও সহজ করে তোলায় সরকারের মূল লক্ষ্য ৷
advertisement
7/8
দেখে নিন কীভাবে কাজ করবে ইউনিফর্ম কেওয়াইসি-বর্তমান সময়ে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার আপনার পরিচয়পত্রের সঙ্গে KYC করার দরকার পড়বে ৷ এর সঙ্গে আপনাকে যদি স্টক মার্কেটে বিনিয়োগ করতে হয় আপনাকে আলাদা করে কেওয়াইসি করতে হয় ৷ ফলে অনেক সময় নষ্ট হয় ৷ সরকার এবার এই সমস্যা দূর করতে চাইছে ৷
advertisement
8/8
নয়া সিস্টেমে আপনাকে ১৪ সংখ্যার CKYC Number দিয়ে দেওয়া হবে ৷ পাশাপাশি আপনার কেওয়াইসি রেকর্ড SEBI-র পাশাপাশি RBI, IRDAI ও PFRDA সব জায়গায় পাঠিয়ে দেওয়া হবে ৷ এর জেরে আপনাকে আর প্রত্যেক জায়গার জন্য আলাদা করে কেওয়াইসি করাতে হবে না ৷