TRENDING:

Kundali 2022|Rashifal 2022: অত্যন্ত পেট পাতলা! এই পাঁচ রাশির জাতক-জাতিকাকে ভুলেও গোপন কথা বলবেন না, নিমেষেই বসতে হবে পথে

Last Updated:
Kundali 2022|Rashifal 2022|Horoscope 2022|Zodiac Sign 2022|Astrological Predictions 2022|Vastu Tips 2022: গোপনা হোক বা সাধারণ এই পাঁচ রাশির জাতক জাতিকার সঙ্গে মনের কথা ভাগ করলেই চরম বিপদ অপেক্ষা করছে
advertisement
1/6
এই পাঁচ রাশির জাতক-জাতিকাকে ভুলেও গোপন কথা বলবেন না, নিমেষেই বসতে হবে পথে
মেষ (Aries) রাশির জাতক-জাতিকারা অতন্ত উসাহী স্বভাবের হযে থাকেন ৷ তাঁদের অতিরিক্ত মাত্রায় উৎসাহই বহু সময়ে তৈরি করা কাজ বিগড়ে দেয় ৷ অন্যের সামনে গোপন কথা ফাঁস করে দেওয়ার প্রবণতাই বারেবারে বিপদে ফেলে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/6
মিথুন (Gemini) রাশির জাতক-জাতিকাদের কমিউনিকেশন বা যোগাযোগ ভালই, অতি সহজেই মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন ৷ বহু মানুষ তাঁদের উপরে ভরসা করে গোপন কথা বলে দেন ৷ পরে পস্তাতেও হয় ৷ তাঁদের গসিপিং স্বভাবের কারণেই গোপন কথা সবার মানে ফাঁস করে দেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/6
কর্কট (Cancer) রাশির জাতক-জাতিকাদের নিজের উপরে নিয়ন্ত্রণ নেই ৷ অনেক সময় এমন কথা বলে থাকেন যা সত্যিই বলার নয় ৷ কারও গোপন বিষয়ে অন্য কারোর সমানে অকপটে বলে দেন ৷ তাই এই ধরনের কোনও মানুষকে মনের কথা বলা ও পায়ে কুড়ুল মারা একই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/6
তুলা (Libra) রাশির জাতক-জাতিকাদের কথা বলার সময়ে অত্যন্ত কামাল লাগে ৷ এঁরা অন্যের পেটের কথা বের করে নিয়ে তা অন্য কারোর সঙ্গে শেয়ার করে নিজের কাজ বুঝে নেয় ৷ এই সমস্ত মানুষদের বুঝে শুনে ভরসা করা উচিৎ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/6
ধনু (Sagittarius) রাশির জাতক-জাতিকারা অতি সহজেই পরকে আপন করতে পারেন ৷ খুব সহজেই তাঁর উপরে ভরসা করা যেতে পারে ৷ এই ভাবেই নিজের ও অন্যের পেটের কথা বের করে নেন, বলে দেন ৷ নিজেও ভাবতে পারেন না মানুষের উপরে ভরসা করাটা কতখানি ঝুঁকির ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/6
নিউজ ১৮ বাংলা কোনও কুসংস্কার প্রচার করেনা বা সমর্থন করেনা ৷ যেকোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Kundali 2022|Rashifal 2022: অত্যন্ত পেট পাতলা! এই পাঁচ রাশির জাতক-জাতিকাকে ভুলেও গোপন কথা বলবেন না, নিমেষেই বসতে হবে পথে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল