TRENDING:

Knowledge Story: ৯৯.৯% মানুষই জানেন না সঠিক উত্তর! বলুন তো দেখি 'রেলস্টেশন'-এর বাংলা কী?

Last Updated:
Knowledge Story: সময় তো কাটিয়েছেন অনেক! বলুন দেখি 'রেলস্টেশন'-এর বাংলা কী? ৯৯.৯% মানুষই জানেন না!
advertisement
1/9
৯৯.৯% মানুষই জানেন না সঠিক উত্তর! বলুন তো দেখি  'রেলস্টেশন'-এর বাংলা কী?
কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, ট্রেনকে বাংলায় কী বলে? হয়ত দ্রুত বলে দিতে পারেন 'লৌহপথ গামিনী যান'। কিন্তু কেউ যদি জিজ্ঞেস করেন রেলস্টেশনকে বাংলায় কী বলে? ৯৯.৯ % মানুষই কিন্তু বলতে পারবে না।
advertisement
2/9
রেলস্টেশনে গেলেই আপনি নিশ্চয়ই অনেক ট্রেন দেখেন। আর ট্রেনে ভ্রমণও তো করেছেন প্রায়ই। কিন্তু এই আপনিই কি কখনও ভেবে দেখেছেন কেন এগুলির নাম সর্বদা ইংরেজিতে বলা হয়?
advertisement
3/9
আপনি কি কখনও ভেবে দেখেছেন এর স্টেশনের বাংলা নাম কী? যদিও আমাদের হয়তো এই মুহূর্তে এই শব্দগুলির বাংলা নামের প্রয়োজন নেই, তবে আমাদের জানার জন্যই কিন্তু এই তথ্যগুলি গুরুত্বপূর্ণ। আসুন আমরা আপনাকে বলি যে রেলওয়ে স্টেশন এবং ট্রেনকে বাংলায় কী বলা হয়।
advertisement
4/9
ট্রেন ভ্রমণের সময়, আমাদের এমন অনেক শব্দ ব্যবহার করতে হয় যা আমরা কেবল ইংরেজিতে জানি। খুব কমই কেউ জানে যে এই শব্দগুলি বাংলায় কী বলে।
advertisement
5/9
এর পিছনে কারণ হল শব্দগুলির বাংলা অর্থ এতই কঠিন যে তা বলা খুবই কঠিন। এই ধরণের শব্দ তেমন একটা শোনাও যায় না। কিন্তু নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা থেকেই এই বাংলাগুলি জেনে রাখতে ভাল লাগে সবার।
advertisement
6/9
ট্রেনকে বাংলায় কী বলে বলুন তো? কেউ কেউ মনে করেন রেলওয়ে স্টেশন বা ট্রেনের জন্য কোনও বাংলা শব্দ আসলে নেই। তবে সবার যে বাংলা নাম আছে তা নয়। প্রথমেই বলে রাখি বাংলায় ট্রেন কাকে বলে।
advertisement
7/9
রেল বা ট্রেনের বাংলা অর্থ হল ‘লৌহ পথ গামিনী’। এখন যদি আমরা এই শব্দের সম্পূর্ণ অর্থ বের করি, তাহলে 'লোহার পথ' অর্থাৎ ট্র্যাক এবং 'গামিনী' অর্থ যে 'অনুসরণ করে' বা 'এগিয়ে চলে'।
advertisement
8/9
এবার বলুন দেখি রেলওয়ে স্টেশনকে বাংলায় কী বলা হয়? 'রেলওয়ে স্টেশন'কে হিন্দিতে বলা হয় ‘লৌহ পথ গামিনী বিরাম বিন্দু’ বা ‘লৌহ পথ গামিনী বিশ্রাম স্থান’। এই নামটি এতই দীর্ঘ যে মানুষ ইংরেজিতে রেলস্টেশন বলতেই বেশি স্বচ্ছন্দ বোধ করবেন।
advertisement
9/9
উল্লেখ্য, স্থানীয় ভাষায় রেলস্টেশনকে ট্রেন থামার জায়গাও বলা যেতে পারে। এই শব্দগুলি এতই জটিল যে মানুষ ট্রেন, রেলস্টেশন ইত্যাদি বলাই শ্রেয় মনে করেন। তরুণ প্রজন্মও ইংরেজি ভাষা ব্যবহার করতে পছন্দ করে বেশি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Knowledge Story: ৯৯.৯% মানুষই জানেন না সঠিক উত্তর! বলুন তো দেখি 'রেলস্টেশন'-এর বাংলা কী?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল