TRENDING:

অনলাইনে Sukanya Samriddhi যোজনার স্টেটমেন্ট দেখবেন কীভাবে? রইল স্টেপ বাই স্টেপ গাইড

Last Updated:
Sukanya Samriddhi Yojana: কন্যার উচ্চশিক্ষা এবং বিবাহের জন্য এই স্কিমে বিনিয়োগ করতে পারেন বাবা-মা। ২০১৫ সালের ২২ জানুয়ারি এই প্রকল্প চালু করা হয়।
advertisement
1/7
অনলাইনে Sukanya Samriddhi যোজনার স্টেটমেন্ট দেখবেন কীভাবে?
কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’ নামে স্কিম চালু করেছে কেন্দ্র সরকার। এটি করমুক্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। কন্যার উচ্চশিক্ষা এবং বিবাহের জন্য এই স্কিমে বিনিয়োগ করতে পারেন বাবা-মা। ২০১৫ সালের ২২ জানুয়ারি এই প্রকল্প চালু করা হয়।
advertisement
2/7
সুকন্যা সমৃদ্ধি যোজনায় কমপাউন্ডিংয়ের সুবিধা পাওয়া যায়: সুকন্যা সমৃদ্ধি যোজনায় চক্রবৃদ্ধি হারে সুদ দেয় কেন্দ্রীয় সরকার। এই স্কিমে অভিভাবকরা ১০ বছরের কম বয়সী কন্যা সন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন। প্রতি বছর ন্যূনতম ২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।
advertisement
3/7
সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে ম্যাচিউরিটি: সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমের মেয়াদ ২১ বছর। তবে অভিভাবকদের বিনিয়োগ করতে হয় ১৫ বছর। বাকি ৬ বছর বিনিয়োগ এবং সুদের উপর সুদ জমা হতে থাকে। ২১ বছর পর ম্যাচিউরিটিতে সুদ এবং আসল মিলিয়ে মোট রিটার্ন দেওয়া হয়।
advertisement
4/7
বিনিয়োগ থাকে সম্পূর্ণ নিরাপদ, তবে মুদ্রাস্ফীতিকে টেক্কা দিতে পারে না: সুকন্যা সমৃদ্ধি যোজনা ভারত সরকার সমর্থিত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। ফলে এখানে টাকা থাকে সম্পূর্ণ নিরাপদ। বিনিয়োগ নিয়ে চিন্তা করতে হয় না। বাজারের সঙ্গে যুক্ত না হওয়ায় গ্যারান্টিযুক্ত রিটার্ন মেলে। রিটার্ন সরকারি বন্ড ইল্ডের সঙ্গে যুক্ত, তাই মুদ্রাস্ফীতিকে টেক্কা দিতে পারে না।
advertisement
5/7
সুকন্যা সমৃদ্ধি যোজনার অনলাইন স্টেটমেন্ট কীভাবে দেখা যায়: গ্রাহক যেখানে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলেছেন অর্থাৎ এই প্রক্রিয়া ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
advertisement
6/7
ব্যাঙ্কে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুললে: প্রথম ধাপ – ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিং পোর্টাল খুলতে হবে। দ্বিতীয় ধাপ – লগ ইন ডিটেইলস লিখতে হবে। তৃতীয় ধাপ – হোমপেজের ড্যাশবোর্ডে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টের ব্যালেন্স দেখা যাবে।
advertisement
7/7
পোস্ট অফিসে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট থাকলে: প্রথমে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট https://www.indiapost.gov.in/ -এ গিয়ে অ্যাকাউন্টের বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ধাপে ধাপে অনুসরণ করতে হবে ওয়েবসাইটে উল্লিখিত পদক্ষেপগুলি। শেষ পর্যায়ে অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন বিনিয়োগকারী।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
অনলাইনে Sukanya Samriddhi যোজনার স্টেটমেন্ট দেখবেন কীভাবে? রইল স্টেপ বাই স্টেপ গাইড
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল