আধার আপডেট করবেন! MyAadhaar পোর্টালে গিয়ে যা করতে হবে, শিখে নিন ধাপে ধাপে
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
নাগরিকদের তথ্যের যথার্থতা নিশ্চিত করাই এই আপডেটের লক্ষ্য। MyAadhaar পোর্টালে ৫০ টাকা ফি দিয়ে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে।
advertisement
1/10

দশ বছর আগে জারি করা আধার কার্ড আপডেট করার পরামর্শ দিয়েছে কেন্দ্র সরকার। সরকারি এবং বেসরকারি লেনদেনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি হিসেবে এর গুরুত্ব অপরিসীম।
advertisement
2/10
নাগরিকদের তথ্যের যথার্থতা নিশ্চিত করাই এই আপডেটের লক্ষ্য। MyAadhaar পোর্টালে ৫০ টাকা ফি দিয়ে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে।
advertisement
3/10
তবে আধার কার্ডে তথ্য আপডেটেরও কিছু সীমাবদ্ধতাও রয়েছে। যেমন একজন ব্যক্তি জীবদ্দশায় দু’বার নাম পরিবর্তন করতে পারেন। তবে জন্মতারিখ এবং লিঙ্গ একবারই পরিবর্তন করা যায়।
advertisement
4/10
MyAadhaar পোর্টালের মাধ্যমে কীভাবে আধার কার্ড আপডেট করতে হবে দেখে নেওয়া যাক ধাপে ধাপে।
advertisement
5/10
আপডেটের প্রক্রিয়া: ক) আধার কার্ড আপডেট করতে প্রথমে myaadhaar.uidai.gov.in-এ যেতে হবে। খ) অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। নাম, লিঙ্গ, জন্ম তারিখ বা ঠিকানা – যেটা আপডেট করাতে হবে সেই অপশন নির্বাচন করতে হবে।
advertisement
6/10
গ) ‘আপডেট আধার’ বাটনে ক্লিক করতে হবে। ঘ) এরপর আধারে ঠিকানা বা অন্যান্য বিবরণ আপডেট করার অপশন বাছাই করতে হবে। ঙ) আপলোড করতে হবে প্রয়োজনীয় নথির স্ক্যান কপি। পাশাপাশি দিতে হবে ডেমোগ্রাফিক ডেটা।
advertisement
7/10
চ) এবার আপডেটের জন্য ফি দিতে হবে। এরপর দেওয়া হবে রেফারেন্স নম্বর। সেটা নিজের কাছে রাখতে হবে। আপডেটের স্ট্যাটাস ট্র্যাক করতে এই নম্বরটা কাজে লাগবে।
advertisement
8/10
আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে ৫০ টাকা ফি নেওয়া হয়। পেমেন্টের পর প্রয়োজনীয় তথ্য যাচাই করা হবে। যাচাইকরণে সবকিছু ঠিকঠাক থাকলে আধার কার্ডের ঠিকানা আপডেট করা হবে।
advertisement
9/10
আধার কার্ডে আপডেট করার আগে সঠিক ঠিকানা এবং নাম দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করা জরুরি। এতে কোনও ভুল থাকলে আপডেট হবে না। আপডেট হলেও তা কাজে লাগবে না। ফি-র টাকাও জলে যাবে।
advertisement
10/10
MyAadhaar পোর্টালের মাধ্যমে আধার কার্ড আপডেট করা এখন সহজ। বিশেষজ্ঞরা বলেন, সরকারি এবং ব্যক্তিগত লেনদেন পরিচালনা করতে আধার কার্ডের যাবতীয় তথ্য আপ টু ডেট রাখা উচিত।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
আধার আপডেট করবেন! MyAadhaar পোর্টালে গিয়ে যা করতে হবে, শিখে নিন ধাপে ধাপে