TRENDING:

Agriculture News: টমেটো চাষ করেই ভাগ্য বদলেছে কৃষকদের; আয় জানলে অবাক হবেন অনেকেই

Last Updated:
এখানে উৎপন্ন টমেটো গয়া জেলার বিভিন্ন ব্লক এলাকায় পাঠানো হয়। এখানে প্রতি সপ্তাহে ১৫০-২০০ টন টমেটো উৎপাদিত হয়।
advertisement
1/6
টমেটো চাষ করেই ভাগ্য বদলেছে কৃষকদের; আয় জানলে অবাক হবেন অনেকেই
টমেটো চাষ করে এখন ভাল আয় করছেন গয়ার কৃষকরা। প্রসঙ্গত জানিয়ে রাখা উচিত হবে যে, জেলার বোধগয়া ব্লক এলাকায় অবস্থিত ইলারা গ্রামে গত ৪০ বছর ধরে প্রায় ২০০ বিঘা জমিতে টমেটোর চাষ হচ্ছে। এখানকার কৃষকরা ঐতিহ্যবাহী কৃষিকাজের দরুন খুব অল্প পরিমাণে ধান ও গম চাষ করেন শুধুমাত্র নিজেদের জন্য।
advertisement
2/6
আসলে এখানকার কৃষকরা টমেটো চাষে বেশ লাভ পান এবং এই কারণেই এই গ্রামের প্রায় প্রতিটি কৃষকই ৫ কাঠা থেকে ১০ বিঘা পর্যন্ত, যাঁদের যেমন জমি রয়েছে তাতে টমেটো চাষ করেন। এখানে উৎপন্ন টমেটো গয়া জেলার বিভিন্ন ব্লক এলাকায় পাঠানো হয়। এখানে প্রতি সপ্তাহে ১৫০-২০০ টন টমেটো উৎপাদিত হয়।
advertisement
3/6
গয়ার ইলারা গ্রামে, কৃষকরা অগাস্ট ও সেপ্টেম্বর মাসে টমেটোর নার্সারি তৈরিতে ব্যস্ত থাকেন। এরপর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে জমিতে বীজ রোপণ করা হয়। টমেটো গাছে নভেম্বর মাস থেকেই ফল ধরতে শুরু করে এবং প্রায় মার্চ মাস পর্যন্ত এই গাছ ফল দেয়। গ্রামের বেশির ভাগ কৃষকই উন্নত জাতের টমেটো আবাদ করেন। এর চারা দীর্ঘকাল স্থায়ী হয়।
advertisement
4/6
এখানকার কৃষকরা অভিলাষ জাতের টমেটো রোপণ করেন এবং এই গাছে দীর্ঘ সময় ধরে ফল ধরে। শুধু তাই নয়, এর গাছও সহজে নষ্ট হয় না।
advertisement
5/6
এক বিঘায় ৬০ থেকে ৭০ হাজার টাকা আয়!ইলারা গ্রামে উৎপাদিত টমেটো গয়ার বিভিন্ন বাজারে পাঠানো হয় এবং বর্তমানে এর পাইকারি দাম প্রতি কেজি ১০ টাকা। গ্রামের কৃষক সুন্দর দয়াল প্রসাদ জানান, এখানকার অধিকাংশ কৃষকই টমেটো চাষ করেন। ১৯৮০ সাল থেকে এখানে টমেটো চাষ শুরু করেছেন তাঁরা। এই চাষে লাভ বেশি। এই কারণে গ্রামের প্রতিটি কৃষক এই চাষের সঙ্গে যুক্ত। সুন্দর দয়াল জানান, তিনি দুই বিঘা জমিতে টমেটো চাষ করেছেন এবং তাঁর জমিতে প্রতি সপ্তাহে ১৫ থেকে ২০ কুইন্টাল টমেটো উৎপাদন হয়। প্রতি বিঘায় তিনি ৬০-৭০ হাজার টাকা আয় করেন।
advertisement
6/6
টমেটো ছাড়াও মুগ ডাল চাষ করেন কৃষকরাউল্লেখ্য, ইলারা গ্রামের কৃষকরা টমেটো চাষ থেকে প্রতি বছর প্রায় ২ কোটি টাকা আয় করছেন। ছোট-বড় প্রতিটি কৃষকই এই চাষের সঙ্গে জড়িত। এখানকার কৃষকরা জানান, অন্যান্য সবজি চাষে তেমন লাভ না হওয়ায় তাঁরা এই পথ আবিষ্কার করেছেন। তাছাড়া টমেটোর চাষ এমন যে পশুরা ফসল ক্ষতি করলেও এতে ফল ধরে। টমেটো চাষের পর এখানকার কৃষকরা এপ্রিল থেকে জুন-জুলাই পর্যন্ত মুগ ডাল চাষ করেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: টমেটো চাষ করেই ভাগ্য বদলেছে কৃষকদের; আয় জানলে অবাক হবেন অনেকেই
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল