TRENDING:

PPF থেকে Sukanya Samriddhi যোজনায় বর্তমানে কত সুদ মিলছে ? বিনিয়োগের আগে জেনে নিন

Last Updated:
Small Savings Interest Rate: ২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে সুদের হার যা ছিল, চতুর্থ ত্রৈমাসিকেও তাই থাকবে।
advertisement
1/7
PPF থেকে Sukanya Samriddhi যোজনায় বর্তমানে কত সুদ মিলছে ?বিনিয়োগের আগে জেনে নিন
পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট সহ ক্ষুদ্র সঞ্চয় স্কিমে সুদের হার অপরিবর্তিত রেখেছে কেন্দ্র সরকার। ১জানুয়ারি থেকে শুরু হওয়া চতুর্থ ত্রৈমাসিকেও কোনও পরিবর্তন হয়নি।
advertisement
2/7
টানা চতুর্থ ত্রৈমাসিকে সুদের হার অপরিবর্তিত রাখার এমন ঘটনা বিরল। এর মানে হল ২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে সুদের হার যা ছিল, চতুর্থ ত্রৈমাসিকেও তাই থাকবে। অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
advertisement
3/7
অর্থ মন্ত্রকের নোটিফিকেশনে বলা হয়েছে, “ক্ষুদ্র সঞ্চয় স্কিমে ২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের (২০২৪ সালের ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত) মতো চতুর্থ ত্রৈমাসিকেও (১ জানুয়ারি, ২০২৫ থেকে ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত) একই হারে সুদ মিলবে।”
advertisement
4/7
প্রসঙ্গত, ক্ষুদ্র সঞ্চয় স্কিমে অল্প টাকা বিনিয়োগ করা যায়। সুদের হার নির্দিষ্ট। ফলে মেয়াদ শেষে গ্যারান্টিযুক্ত রিটার্ন মেলে। যে সব বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চান না, তাঁদের জন্য ক্ষুদ্র সঞ্চয় স্কিম আদর্শ। এই কারণেই মধ্যবিত্ত বিনিয়োগকারীদের মধ্যে ক্ষুদ্র সঞ্চয় স্কিম ব্যাপক জনপ্রিয়।
advertisement
5/7
বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় স্কিমে বর্তমান সুদের হার:সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।তিন বছর মেয়াদি স্থায়ী আমানতে সুদের হার ৭.১ শতাংশ।পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) স্কিমে ৭.১ শতাংশ হারে সুদ মিলছে।পোস্ট অফিস সেভিংস স্কিমে গ্রাহকরা পাচ্ছেন ৪ শতাংশ হারে সুদ।
advertisement
6/7
কিষাণ বিকাশ পত্রে সুদের হার ৭.৫ শতাংশ।ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (NSC) ৭.৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।মান্থলি ইনকাম স্কিমে ৭.৪ শতাংশ হারে সুদ মিলছে।সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার ৮.২ শতাংশ।
advertisement
7/7
১টি ক্ষুদ্র সঞ্চয় স্কিম পরিচালনা করে কেন্দ্র সরকার: কেন্দ্র সরকারের ১১টি ক্ষুদ্র সঞ্চয় স্কিম রয়েছে। এর মধ্যে কিষাণ বিকাশ পত্র, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা, পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম ইত্যাদি ব্যাপক জনপ্রিয়। এছাড়াও বেশ কিছু ক্ষুদ্র সঞ্চয় স্কিম রয়েছে। এগুলিতে বিভিন্ন মেয়াদে অল্প টাকা বিনিয়োগ করে মোটা রিটার্ন পাওয়া যায়। নির্দিষ্ট কিছু স্কিমে বিনিয়োগের জন্য কর ছাড়ের সুবিধাও দেয় কেন্দ্র সরকার।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PPF থেকে Sukanya Samriddhi যোজনায় বর্তমানে কত সুদ মিলছে ? বিনিয়োগের আগে জেনে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল