হাতে আর মাত্র কয়েকদিন সময় রয়েছে, এক নজরে দেখে নিন বিনামূল্যে অনলাইনে আধার কার্ড আপডেট করার উপায়!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
বিনামূল্যে অনলাইনে আধার কার্ড আপডেট এবং আপলোড করবেন কীভাবে ?
advertisement
1/14

আধার কার্ডের আপডেটের জন্য হাতে শুধু আজকের দিনটাই রয়েছে। যাঁরা ১০ বছর আগে আধার কার্ড তৈরি করিয়েছিলেন এবং এরপর আর কখনও তা আপডেট করেননি তাঁদের জন্য আপডেটের শেষ তারিখ ১৪ জুন, ২০২৩।
advertisement
2/14
আজকের দিন পর্যন্তই কেবল বিনামূল্যে অনলাইনে আধার কার্ড আপডেট এবং আপলোড করা যাবে।
advertisement
3/14
২০২৩ সালের ১৬ মার্চ জারি করা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) ঘোষণা অনুসারে, বিনামূল্যে এই আপডেটটি অনলাইনে করা যাবে। এর জন্য এই লিঙ্কে ক্লিক করতে হবে- https://myaadhaar.uidai.gov.in।
advertisement
4/14
CSC-তে আপডেটের জন্য, কার্ডধারকদের ৫০ টাকা চার্জ করা হবে। বিনামূল্যে পরিষেবাটি শুধুমাত্র জনসংখ্যা সংক্রান্ত ডেটা, যেমন নাম, ঠিকানা, জন্মের তারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর, ই-মেল আইডি আপডেট করার জন্য উপলব্ধ।
advertisement
5/14
UIDAI-এর ট্যুইটে জানানো হয়েছে যে - নিজেদের আধারকে শক্তিশালী করতে সমস্ত বিবরণ আপডেটেড রাখতে হবে। যদি নিজেদের আধার ১০ বছর আগে ইস্যু করা হয়ে থাকে এবং কখনও আপডেট করা হয়নি, তাহলে ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত তা বিনামূল্যে করা যাবে।
advertisement
6/14
এর জন্য এই লিঙ্কে ক্লিক করতে হবে - https://myaadhaar.uidai.gov.in। অনলাইনে পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণের নথি আপলোড করতে হবে ১৪ জুনের মধ্যে।
advertisement
7/14
UIDAI-এর তরফে জানানো হয়েছে যে - বিনামূল্যে পরিষেবাটি আগামী তিন মাসের জন্য উপলব্ধ, অর্থাত্ ১৫ মার্চ থেকে ১৪ জুন ২০২৩ পর্যন্ত৷ এটা মনে রাখা প্রয়োজন যে, এই পরিষেবাটি শুধুমাত্র myAadhaar পোর্টালে বিনামূল্যে করা যাবে। আধার কেন্দ্রে এর জন্য ৫০ টাকা দিতে হবে। আগে যেমন ছিল।
advertisement
8/14
কেউ যদি নিজেদের ছবি বা অন্যান্য বায়োমেট্রিক আপডেট করতে চান, তাহলে তাঁদের আধার কেন্দ্রে যেতে হবে এবং আপডেটের জন্য প্রয়োজনীয় ফি দিতে হবে। এক নজরে দেখে নেওয়া যাক আধার কার্ড আপডেট করার উপায় -
advertisement
9/14
১) প্রথমেই ওপেন করতে হবে https://myaadhaar.uidai.gov.in/ ২) এরপর নিজেদের বিবরণ দিয়ে লগইন করতে হবে ৩) এরপর ‘Name/Gender/Date of Birth & Address Update’ সিলেক্ট করতে হবে ৪) এরপর ‘Update Aadhaar Online’ অপশনে ক্লিক করতে হবে
advertisement
10/14
৫) এরপর ডেমোগ্রাফিক বিকল্পগুলির তালিকা থেকে 'address' অপশন সিলেক্ট করতে হবে এবং 'Proceed to Update Aadhaar' অপশনে ক্লিক করতে হবে ৬) এরপর নিজেদের আপডেট করা ঠিকানার একটি স্ক্যান কপি আপলোড করতে হবে এবং প্রয়োজনীয় ডেমোগ্রাফি সংক্রান্ত তথ্য লিখতে হবে
advertisement
11/14
৭) এটি ১৩ জুন বা ১৪ জুনের মধ্যে করলে এক টাকাও দিতে হবে না, অন্যথায়, ৫০ টাকা পেমেন্ট করতে হবে 8) এরপর একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর (SRN) তৈরি করা হবে এবং পাঠানো হবে, এর মাধ্যমে নিজেদের আধার আপডেট সংক্রান্ত সমস্ত তথ্য ট্র্যাক করা যাবে
advertisement
12/14
৯) এরপর ইন্টারনাল কোয়ালিটি চেক করার পরে একটি SMS পাঠানো হবে
advertisement
13/14
আপডেট করা তথ্য চেক করার উপায় - - কেউ যখন অনলাইনে ঠিকানা পরিবর্তনের অনুরোধ জমা দেন, তখন তাঁকে 0000/00XXX/XXXXX ফরম্যাটে একটি URN দেওয়া হবে। - এটি স্ক্রিনে প্রদর্শিত হয় এবং ব্যক্তির দেওয়া টেলিফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও পাঠানো হয়।
advertisement
14/14
- এছাড়াও লগইন করে ইউআরএন এবং নিজেদের আধার নম্বর ব্যবহার করে আপডেট স্টেটাস ট্র্যাক করা যেতে পারে - https://ssup.uidai.gov.in/checkSSUPStatus/checkupdatestatus
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
হাতে আর মাত্র কয়েকদিন সময় রয়েছে, এক নজরে দেখে নিন বিনামূল্যে অনলাইনে আধার কার্ড আপডেট করার উপায়!