SBI নিয়ে এল স্পেশ্যাল FD স্কিম, মিলছে বিরাট সুদ ও লোনের সুবিধাও
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
স্টেট ব্যাঙ্কের এই নতুন স্কিমে দেশের নাগরিকদের পাশাপাশি এনআরআই সকলেই বিনিয়োগ করতে পারবেন ৷
advertisement
1/6

দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নয়া ফিক্সড ডিপোজিট স্কিম- গ্রিন রুপি টার্ম ডিপোজিট (SBI Green Rupee Term Deposit) শুরু করেছে ৷ স্টেট ব্যাঙ্কের এই নতুন স্কিমে দেশের নাগরিকদের পাশাপাশি এনআরআই সকলেই বিনিয়োগ করতে পারবেন ৷
advertisement
2/6
এখানে বিনিয়োগকারীরা ১১১১ দিন, ১৭৭৭ দিন বা ২২২২ দিনের জন্য টাকা রাখতে পারবেন ৷ এই স্কিমের টাকা পরিবেশ উন্নয়ন প্রকল্পে ব্যবহার করা হবে যার মধ্যে রিনিউয়াল এনার্জি, এনার্জি এফিশিয়েন্ট, জল সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ সামিল রয়েছে ৷
advertisement
3/6
স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান দীনেশ খারা জানিয়েছেন, সরাকর ২০৭০ সাল পর্যন্ত রাষ্ট্রকে নেট কার্বোন শূন্য করার লক্ষ্য রেখেছে ৷ এই লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে এসবিআই গ্রিন রুপি টার্ম ডিপোজিট নিয়ে এসেছে ৷
advertisement
4/6
তিনি জানিয়েছেন, আপাতত এই স্কিম ব্রাঞ্চ নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া যাবে ৷ তবে কিছুদিনের মধ্যেই (YONO App) ও অনলাইন ব্যাঙ্কিং ডিজিটাল মাধ্যমেও পাওয়া যাবে ৷
advertisement
5/6
এখানে সাধারণ গ্রাহকরা ১১১১ দিন থেকে ১৭৭৭ দিনের জন্য বিনিয়োগ করলে পেয়ে যাবেন বার্ষিক ৬.৬৫ শতাংশ সুদ ৷ ২২২২ দিনের জন্য মিলবে ৬.৪০ শতাংশ সুদ ৷ প্রবীণ নাগরিকরা সাধারণের থেকে বেশি সুদ পাবেন ৷
advertisement
6/6
এখানে প্রি ম্যাচিউর উইথড্রয়েলের সুবিধা পাওয়া যাবে ৷ অর্থাৎ ম্যাচিউরিটি পিরিয়ড শেষ হওয়ার আগে টাকা তুলে নিতে পারবেন ৷ শুধু তাই নয় এখানে এফডি-র উপরে লোন ও ওভারড্রাফ্টের সুবিধা পাওয়া যায় ৷