TRENDING:

Post Office Profitable Schemes: পোস্ট অফিসের বাম্পার স্কিম! সহজেই অল্প সময়ে হয়ে যাবেন বিপুল টাকার মালিক

Last Updated:
এরকম একাধিক পোস্ট অফিসের স্কিম রয়েছে যেখানে ব্যাঙ্কের থেকে বেশি সুদ পাওয়া যায় ৷
advertisement
1/8
পোস্ট অফিসের বাম্পার স্কিম! সহজেই অল্প সময়ে হয়ে যাবেন বিপুল টাকার মালিক
বর্তমানে বিনিয়োগের জন্য বাজারে একাধিক লাভজনক স্কিম রয়েছে ৷ এখানে শেয়ার মার্কেট, মিউচ্যুয়াল ফান্ড, ক্রিপ্টোকারেন্সি-সহ একাধিক অপশন রয়েছে যা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ৷ তবে একাধিক অপশন থাকা সত্ত্বেও সুরক্ষিত বিনিয়োগের জন্য পোস্ট অফিসের স্কিমের কোনও বিকল্প নেই ৷
advertisement
2/8
এর মূল কারণ হচ্ছে পোস্ট অফিসের স্কিমে গ্রাহকের টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি পাওয়া যায় নির্দিষ্ট সুদের হার ৷ শুধু তাই নয় এরকম একাধিক পোস্ট অফিসের স্কিম রয়েছে যেখানে ব্যাঙ্কের থেকে বেশি সুদ পাওয়া যায় ৷
advertisement
3/8
এরকমই একটি লাভজনক স্কিম হচ্ছে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম ( Post Office Monthly Income Scheme) ৷ ইদানীং পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম নিয়ে ব্যাপক চর্চা চলছে। এই স্কিমে গ্রাহক নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করেন এবং তার উপর প্রতি মাসে সুদ পান।
advertisement
4/8
সিঙ্গল অ্যাকাউন্টে সর্বোচ্চ জমার সীমা ৪.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৯ লক্ষ টাকা করা হয়েছে। অন্য দিকে, জয়েন্ট অ্যাকাউন্টের সর্বোচ্চ সীমা ৯ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫ লক্ষ টাকা।
advertisement
5/8
সরকারি খাতের যে কোনও ব্যাঙ্কের মতো, টাকা জমা এবং লেনদেনের ক্ষেত্রে পোস্ট অফিসকেও চোখ বন্ধ করে ভরসা করা যায়। দেশ জুড়ে পোস্ট অফিসের অজস্র শাখা রয়েছে।
advertisement
6/8
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমের মেয়াদ ৫ বছর। মূলধন সুরক্ষাই এই স্কিমের প্রধান উদ্দেশ্য। সুদের হার যাচ্ছে ৭.৪ ৷ অর্থাৎ যদি কেউ পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে ৯ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ৭.৪০ শতাংশ সুদের হারে তিনি প্রতি মাসে ৫,৫৫০ টাকা পাবেন।
advertisement
7/8
মেয়াদ শেষ হলে তিনি তাঁর আমানত অর্থাৎ ৯ লক্ষ টাকা তুলে নিতে পারেন অথবা ইলেকট্রনিক ক্লিয়ারেন্স পরিষেবার মাধ্যমে সেভিংস অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন। আবার চাইলে এই স্কিমে পুনরায় বিনিয়োগ করা যায়।
advertisement
8/8
এই ফিক্সড ইনকাম স্কিমের সঙ্গে বাজারের কোনও সম্পর্ক নেই। ফলে বিনিয়োগ করা অর্থ সম্পূর্ণ নিরাপদ। মাত্র ১০০০ টাকা দিয়ে এমআইএস করা যায়। একজন বিনিয়োগকারী নিজের নামে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে সিঙ্গল অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগ ৯ লাখ এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ১৫ লাখের বেশি করা যাবে না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Post Office Profitable Schemes: পোস্ট অফিসের বাম্পার স্কিম! সহজেই অল্প সময়ে হয়ে যাবেন বিপুল টাকার মালিক
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল