দুর্দান্ত পলিসি নিয়ে এল LIC, আজীবন মিলবে ১ লাখ টাকার পেনশন, এখানে রইল বিনিয়োগের হিসেব-নিকেশ
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এই প্ল্যানের বিশেষত্ব হল, সীমিত সময় প্রিমিয়াম দিয়েই নিশ্চিত রিটার্ন পাওয়া যাবে। এ থেকে ১০ শতাংশ আয়ের সুবিধাও দেয় এলআইসি।
advertisement
1/7

দুর্দান্ত পেনশন প্ল্যান চালু করেছে এলআইসি। অবসর নিয়ে আর চিন্তা করতে হবে না। পলিসির নাম ‘এলআইসি জীবন উৎসব’। এই প্ল্যানের বিশেষত্ব হল, সীমিত সময় প্রিমিয়াম দিয়েই নিশ্চিত রিটার্ন পাওয়া যাবে। এ থেকে ১০ শতাংশ আয়ের সুবিধাও দেয় এলআইসি।
advertisement
2/7
এলআইসি জীবন উৎসবের বিশেষত্ব: এলআইসি জীবন উৎসবের বিশেষত্ব হল, এর প্রিমিয়াম পে টার্ম ৫ থেকে ১৬ বছরের। অর্থাৎ সীমিত সময় প্রিমিয়াম দিতে হবে। কিন্তু রিটার্ন মিলবে জীবনভর। তবে মেয়াদের উপর নির্ভর করে কয়েক বছর অপেক্ষার পর পলিসির সুবিধা পেতে শুরু করবেন গ্রাহক।
advertisement
3/7
এই প্ল্যানে ডেথ বেনিফিটও পাওয়া যায়। পলিসি চলাকালীন পলিসিহোল্ডারের মৃত্যু হলে প্রাথমিক বিমা বা বার্ষিক প্রিমিয়ামের ৭ গুণ, যেটা বেশি হয় সেটা দেওয়া হবে। ডেথ বেনিফিট কখনওই মোট প্রিমিয়ামের ১০৫ শতাংশের কম হবে না।
advertisement
4/7
একই ভাবে যদি পলিসি হোল্ডার পলিসির মেয়াদ শেষের পর বেঁচে থাকেন তাহলে প্রতি বছর এবং ফ্লেক্সি ভিত্তিতে ১০ শতাংশ আয়ের সুবিধা দেওয়া হয়। এলআইসি জীবন উৎসব প্ল্যানে ন্যূনতম নিশ্চিত পরিমাণ ৫ লাখ টাকা।
advertisement
5/7
১ লাখ টাকার পেনশন কীভাবে মিলবে: ধরা যাক কারও বয়স ২৫ বছর। তিনি ১০ লাখ টাকার বিমা এবং ১২ বছরের প্রিমিয়াম পে টার্ম বেছে নিলেন। তাহলে তাঁকে ৩৬ বছর পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে। পলিসির প্রথম বছরে তাঁকে ৯২,৫৩৫ টাকা প্রিমিয়াম দিতে হবে।
advertisement
6/7
এর সঙ্গে ৪.৫ শতাংশ জিএসটি। দ্বিতীয় বছর থেকে ১২ বছর পর্যন্ত প্রতি বছর প্রিমিয়ামের মেয়াদ হবে ৯০.৫৪২ টাকা। এর সঙ্গে ২.২৫ শতাংশ জিএসটি।
advertisement
7/7
প্রিমিয়াম পে টার্ম শেষ হওয়ার পর ২ বছর অপেক্ষা করতে হবে। অর্থাৎ ৩৬ বছর বয়সে প্রিমিয়াম শেষ হলে তাঁকে ৩৭ এবং ৩৮ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে। ৩৯ বছর বয়স থেকে ১০০ বছর বয়স পর্যন্ত তিনি এলআইসি থেকে ১ লাখ টাকা পেনশন পাবেন। সোজা কথায় বিমাকৃত অর্থের ১০ শতাংশ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
দুর্দান্ত পলিসি নিয়ে এল LIC, আজীবন মিলবে ১ লাখ টাকার পেনশন, এখানে রইল বিনিয়োগের হিসেব-নিকেশ