TRENDING:

Post Office Schemes: সঞ্চয়ের জন্য আদর্শ পোস্ট অফিসের এই স্কিম; প্রয়োজনে তোলা যাবে ৫০ টাকাও

Last Updated:
কোনও গ্রাহক চাইলে এই অ্যাকাউন্ট থেকে মাত্র ৫০ টাকাও তুলতে পারেন।
advertisement
1/7
সঞ্চয়ের জন্য আদর্শ পোস্ট অফিসের এই স্কিম; প্রয়োজনে তোলা যাবে ৫০ টাকাও
জীবনের জন্য দরকার ভাল রোজগার আর ভবিষ্যতের জন্য সঞ্চয়। গত কয়েক বছরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। অনেকেই এখন বিনিয়োগে আগ্রহী। নানা ধরনের বিনিয়োগ প্রকল্পের জনপ্রিয়তা বাড়ছে।
advertisement
2/7
কিন্তু এখনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসের সেভিংস স্কিমগুলির প্রয়োজনীয়তা হারায়নি। প্রায় সমস্ত ধরনের বিনিয়োগকারীই এই প্রকল্পগুলিতে বিনিয়োগ করেন, অন্তত তাঁদের আয়ের কিছুটা অংশ।
advertisement
3/7
যাঁরা স্বল্প মেয়াদে বিনিয়োগ করতে চান, তাঁরা অবশ্যই বেছে নিতে পারেন পোস্ট অফিসের বিশেষ প্রকল্প। আসলে ব্যাঙ্ক বা পোস্ট অফিসের মতো নির্ভরযোগ্য এখনও আর কিছু নেই। এতে মূলধন যেমন নিরাপদ থাকে, তেমনই ভাল রিটার্ন পাওয়া যায়।
advertisement
4/7
পোস্ট অফিসের সেভিংস স্কিমে এখন দেওয়া হচ্ছে বার্ষিক ৪ শতাংশ সুদ। পোস্ট অফিসের যে কোনও শাখায় গিয়ে খুলে ফেলা যায় অ্যাকাউন্ট। চাইলে যৌথ অ্যাকাউন্টও খোলা যেতে পারে। সব থেকে বড় বিষয় হল, মাত্র ৫০০ টাকা দিয়েই খুলে ফেলা যাবে এই সেভিংস অ্যাকাউন্ট।
advertisement
5/7
৫০০ টাকাও জমা করা যাবে প্রতিবার। জমার কোনও উর্ধ্বসীমাও নেই। তবে অ্যাকাউন্ট খোলার সময়ই একজনকে নমিনি করতে হবে ওই অ্যাকাউন্টে। পাশাপাশি যদি কেউ ওই অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চান, তাহলে আগের মাস পর্যন্ত অ্যাকাউন্টে থাকা টাকার উপর সুদ দেওয়া হবে।
advertisement
6/7
কোনও গ্রাহক চাইলে এই অ্যাকাউন্ট থেকে মাত্র ৫০ টাকাও তুলতে পারেন। তবে গ্রাহকের অ্যাকাউন্টে সব সময় অন্ততপক্ষে ৫০০ টাকা রাখতেই হবে। যদি কোনও ভাবে এই থেকে কম টাকা থাকে কোনও গ্রাহকের অ্যাকাউন্টে তাহলে তাঁর অ্যাকাউন্ট থেকে জরিমানা হিসেবে ৫০ টাকা কেটে নেওয়া হতে পারে। কারও অ্যাকাউন্ট অর্থশূন্য হয়ে গেলে সেই অ্যাকাউন্ট স্বয়ংক্রিয় ভাবেই বন্ধ হয়ে যাবে।
advertisement
7/7
এই অ্যাকাউন্টের জন্য চেকবই, ই-ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং-এর সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার সুবিধাও পাওয়া যাবে।পোস্ট অফিসের নিজস্ব ওয়েবসাইট থেকে বিস্তারিত জেনে নেওয়া যেতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Post Office Schemes: সঞ্চয়ের জন্য আদর্শ পোস্ট অফিসের এই স্কিম; প্রয়োজনে তোলা যাবে ৫০ টাকাও
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল