Best Savings Schemes: পয়সা থাকবে নিরাপদে, মিলবে মোটা সুদও, এক নজরে দেখে নিন দেশের সেরার সেরা ১০ সেভিংস স্কিম
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Best Savings Schemes: বর্তমানে বাজারে বিভিন্ন স্কিম থাকলেও এক নজরে দেখে নিন দেশের সব থেকে সেরা ১০ সেভিংস স্কিম।
advertisement
1/7

বিনিয়োগ বললেই সাধারণত একটা মোটা টাকার খেলা চোখের সামনে ভেসে ওঠে আমাদের অনেকেরই। ছবিটা পুরোটা মিথ্যা, এমন কথা কিন্তু জোর দিয়ে বলা যাবে না। সহজ ভাষায় বিনিয়োগ মানেই তো তাই- একটা নির্দিষ্ট টাকা খাটানো, তার উপরে সুদ পাওয়া, সেই সুদ আর আসল মিলে একটা বেশ ভাল তহবিল গড়ে ওঠা।
advertisement
2/7
এই তহবিল গড়ে ওঠার জায়গাটা যদিও একটু জটিল। কেন না, এর পরতে পরতে, প্রতি ধাপে নানারকম হিসেব মিলে-মিশে থাকে। উদাহরণ হিসেবে শেয়ার বাজারের কথাই ধরা যেতে পারে। আমরা অনেকেই এর মধ্যে জেনে গিয়েছি শেয়ার বাজারের সাম্প্রতিক দুর্দশার কথা। দিন এখন তার ভাল যাচ্ছে না। ফলে, মিউচুয়াল, ফান্ড, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, সংক্ষেপে যাকে আমরা এসআইপি বলি, সেই সব নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।
advertisement
3/7
অনেকেই তাই বলবেন, বিনিয়োগ এমন ভাবেই করা উচিত, যেখানে বাজারের ওঠা-পড়ার ভয় নেই। এই কথা বিশেষ করে তাঁদের জন্য খেটে যায়, যাঁরা ঝুঁকি নিতে একটুও রাজি নন।
advertisement
4/7
বর্তমানে বাজারে বিভিন্ন স্কিম থাকলেও এক নজরে দেখে নিন দেশের সবথেকে সেরা ১০ সেভিংস স্কিম। এখানে পয়সা থাকে নিরাপদে, সুদের হারও ভাল, ফলে উদ্বেগ বলে কিছু মনে আর থাকে না।
advertisement
5/7
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বর্তমানে প্রতি বছরে ৮.২% হারে সুদ পাওয়া যাচ্ছে।ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে বর্তমানে প্রতি বছরে ৭.৭% হারে সুদ পাওয়া যাচ্ছে।সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে বর্তমানে প্রতি বছরে ৮% হারে সুদ পাওয়া যাচ্ছে।কিষান বিকাশ পত্র স্কিমে বর্তমানে প্রতি বছরে ৭.৫% হারে সুদ পাওয়া যাচ্ছে।পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে বর্তমানে প্রতি বছরে ৭.৪% হারে সুদ পাওয়া যাচ্ছে।
advertisement
6/7
পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে বর্তমানে প্রতি বছরে ৭.১% হারে সুদ পাওয়া যাচ্ছে।পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে বর্তমানে প্রতি বছরে ৬.৯% হারে সুদ পাওয়া যাচ্ছে।৩ বছরের পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে বর্তমানে প্রতি বছরে ৭% হারে সুদ পাওয়া যাচ্ছে।৫ বছরের পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে বর্তমানে প্রতি বছরে ৭.৫% হারে সুদ পাওয়া যাচ্ছে।
advertisement
7/7
সুতরাং, সুরক্ষিত ভাবে মোটা টাকা রিটার্ন পাওয়ার জন্য এই ১০ সেভিংস স্কিমে বিনিয়োগ করা যেতে পারে। বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে খোঁজখবর করে নেওয়া উচিত হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Best Savings Schemes: পয়সা থাকবে নিরাপদে, মিলবে মোটা সুদও, এক নজরে দেখে নিন দেশের সেরার সেরা ১০ সেভিংস স্কিম