TRENDING:

চেক বাউন্স করলে পড়তে পারেন বড় বিপদে, জেনে রাখুন আসল নিয়মটা

Last Updated:
অনেক সময়ই মধ্যবিত্ত পরিবারগুলিকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। ফলে চেক বাউন্স সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রাখা প্রয়োজন।
advertisement
1/9
চেক বাউন্স করলে পড়তে পারেন বড় বিপদে, জেনে রাখুন আসল নিয়মটা
অর্থ লেনদেনের ক্ষেত্রে চেক বাউন্স একটি সমস্যা। যে কোনও নাগরিক কোনও না কোনও সময় এই সমস্যায় পড়েছেন। মধ্যবিত্ত কোনও মানুষের কাছে এটি খুবই ক্ষতিকর হতে পারে।
advertisement
2/9
এক সময় গৃহস্থালির জিনিসপত্র কেনা হত মাসকাবারি ভিত্তিতে। অর্থাৎ, প্রতি মাসে অর্থ লেনদেন হত। কিন্তু এখন আর সেই নিয়ম চলে না। বরং সেই জায়গা করে নিয়েছে কিছু নতুন বেসরকারি প্রতিষ্ঠান। এই সব বেসরকারি সংস্থা ঋণদান করে। ব্যক্তিগত ঋণ নিয়ে অনেকেই বৈদ্যুতিন যন্ত্রপাতি কিনে থাকেন।
advertisement
3/9
বিনিময়ে নির্ধারিত সময়ের মধ্যে ইএমআই-এর টাকা ফেরত দিতে হয়। না হলে চেক বাউন্সের নামে অতিরিক্ত চার্জ দাবি করা হয়। অনেক সময়ই মধ্যবিত্ত পরিবারগুলিকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। ফলে চেক বাউন্স সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রাখা প্রয়োজন। জেনে নেওয়া যাক বিস্তারিত।
advertisement
4/9
কোন ক্ষেত্রে চেক বাউন্স হয়?
advertisement
5/9
যখন একটি চেক বাউন্স হয়, তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারকে জরিমানা দিতে হয়। তবে জরিমানা নির্ভর করে ব্যাঙ্ক এবং বাউন্সের কারণের উপর। অ্যাকাউন্টে কম ব্যালেন্সের কারণে চেক বাউন্স হলে তা অপরাধ বলে গণ্য করা হয়।
advertisement
6/9
‘নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট’-এর অধীনে অ্যাকাউন্ট হোল্ডারের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। কিছু ক্ষেত্রে, দুই বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে। অনেক সময় এই বিষয়ে আইনি নোটিস দেওয়া হয়ে থাকে।
advertisement
7/9
ব্যক্তিগত ঋণদাতা সংস্থা যা বলছে তা কি সত্যি..?
advertisement
8/9
সাম্প্রতিক সময়ে কিছু বেসরকারি সংস্থা চেকের নামে মধ্যবিত্ত পরিবারগুলিকে হয়রানি করছে বলে অভিযোগ। আইনজীবী শৈলজা জানান, কোনও বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার সময় চেক দিলে তবেই চেক বাউন্স হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তা না হলে ঘটনাটিকে প্রতারণা বলে মেনে নিতে হবে। এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে বলে জানান শৈলজা।
advertisement
9/9
মূলত, যাঁর চেক বাউন্স হয়েছে তাঁকে ডাকযোগে একটি চেক রিটার্ন মেমো পাঠানো হয়। তাই চার্জ নেওয়া হয়। তবে তা না হলে অভিযোগ নেওয়া হবে না বলে জানান তিনি। যদি কেউ তাঁর মোবাইলে চেক বাউন্স চার্জের কোনও মেসেজ পান, তাহলে অবিলম্বে সেই চার্জ পরিশোধ করে দেওয়াই ভাল।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
চেক বাউন্স করলে পড়তে পারেন বড় বিপদে, জেনে রাখুন আসল নিয়মটা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল