Life Certificate: হাতে তো আর মাত্র কয়েকটা দিন, অনলাইন আর অফলাইনে কীভাবে জমা করবেন লাইফ সার্টিফিকেট? জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Life Certificate: এই ভেরিফিকেশন না হলে অর্থাৎ জীবন প্রমাণ পত্র জমা না করলে কিন্তু পেনশনভোগীদের পেনশন বন্ধ হয়ে যেতে পারে।
advertisement
1/12

আজকাল পেনশনভোগীরা নিজেদের পছন্দ এবং প্রাপ্ত সম্পদের উপর ভিত্তি করে অনলাইন এবং অফলাইন উভয় ভাবেই জীবন প্রমাণ পত্র জমা করতে পারবেন । জীবন প্রমাণ আসলে ডিজিটাল লাইফ সার্টিফিকেট নামেও পরিচিত। এটা একটা অনন্য ডিজিটাল পরিষেবা। বায়োমেট্রিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে পেনশনভোগীদের সুবিধার কথা ভেবেই আনা হয়েছে এই পরিষেবা। এর মাধ্যমে অনলাইনে যে কোনও সময়ে কিংবা যে কোনও জায়গা থেকে লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন পেনশনভোগীরা।
advertisement
2/12
২০২১ সালের নভেম্বর মাস থেকে পেনশনভোগীরা একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে ফেস অথেন্টিকেশন ব্যবহার করে নিজেদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে সক্ষম হচ্ছেন।
advertisement
3/12
চলতি বছর লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ দিন:এমনিতে প্রতি বছর নভেম্বর মাসে জমা করতে হয় এই সার্টিফিকেট। আর এটি জমা দিতে হয় স্বীকৃত পেনশন বণ্টনকারী অর্থাৎ ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসের কাছে। এর ফলে প্রতি মাসে নিয়মিত ভাবে নির্বিঘ্নে পেনশন পেতে থাকেন পেনশনভোগীরা।
advertisement
4/12
পেনশনের জন্য লাইফ সার্টিফিকেট কীভাবে জমা করা যেতে পারে?এর জন্য পেনশনভোগীদের হাতে একাধিক সুবিধাজনক বিকল্প রয়েছে। উপলব্ধ তিনটি কৌশলের বিষয়ে জেনে নেওয়া যাক।
advertisement
5/12
স্বশরীরে উপস্থিত হয়ে জমা করা:পেনশনারদের এক্ষেত্রে নির্দিষ্ট নির্ধারিত ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে যেতে হবে। কিংবা অন্য সরকারি কেন্দ্রেও যাওয়া যেতে পারে। যেখান থেকে পেনশন আছে, সেই দফতরে স্বশরীরে উপস্থিত হয়েও লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন পেনশনভোগীরা। প্রসঙ্গত, পেনশন বণ্টনকারী অফিসগুলির মধ্যে অন্যতম হল জেলা-স্তরের ট্রেজারি। তারাও সরাসরি ভাবে লাইফ সার্টিফিকেট জমা নেয়। এই বিকল্প পাওয়া যাবে কি না, তা জানার জন্য নির্ধারিত পেনশন অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে।
advertisement
6/12
ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা:যেসব পেনশনভোগীরা হাঁটাচলা করতে পারেন না কিংবা অসুস্থ, তাঁদের সুবিধার কথা মাথায় রেখে বহু পাবলিক সেক্টর ব্যাঙ্কই ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা প্রদান করে।
advertisement
7/12
কীভাবে এটি কাজ করবে?১. ব্যাঙ্কের প্রতিনিধিরা যাতে বাড়িতে এসে এই পরিষেবা দেন, তার জন্য অনুরোধ জানাতে হবে।২. প্রতিনিধি এসে পেনশনভোগীর বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করবেন। আর তাঁর হয়ে লাইফ সার্টিফিকেট জমা করে দেবেন।৩. এর ফলে বাড়ি থেকে না বেরিয়ে পেনশনভোগীরা এই প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হবেন।
advertisement
8/12
ডিজিটাল লাইফ সার্টিফিকেট:জীবন প্রমাণ ডিজিটাল পরিষেবা এই লাইফ সার্টিফিকেট জমা করার প্রক্রিয়াকে আরও সরল করে দিয়েছে। এর জন্য শুধু প্রয়োজন হয় বায়োমেট্রিক ভেরিফিকেশনের।
advertisement
9/12
অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা করার উপায় কী কী?প্রথমে জীবন প্রমাণ নিতে হবে। আর তার জন্য নিম্নলিখিত জায়গাগুলি থেকে পাওয়া যাবে এটি।১. সারা দেশের আনাচেকানাচে রয়েছে একাধিক সিটিজেন সার্ভিস সেন্টার (সিএসসি)। সেখান থেকেই মিলবে অনলাইন সার্টিফিকেট।২. জীবন প্রমাণ পোর্টালে যেতে পারেন পেনশনভোগীরা। সেখানে ফিঙ্গারপ্রিন্ট রিডারে ফিঙ্গারপ্রিন্ট যাচাই করাতে হবে। আর এভাবেই লাইফ সার্টিফিকেট জমা করা সম্ভব।৩. এর পাশাপাশি জীবন প্রমাণ মোবাইল অ্যাপও ডাউনলোড করা যেতে পারে। তারপর এই অ্যাপের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা করা যেতে পারে।
advertisement
10/12
৪. Pension Disbursing Agency-র অফিস হল পোস্ট অফিস, ব্যাঙ্ক, ট্রেজারি ইত্যাদি।৫. নিজের বাড়ি অথবা যে কোনও জায়গা থেকে ল্যাপটপ অথবা মোবাইলের মাধ্যমে তা জেনারেট করা সম্ভব। ডিজিটাল লাইফ সার্টিফিকেট জেনারেট করার জন্য আধার নম্বর অথবা ভিআইডি থাকা বাধ্যতামূলক।৬. পেনশনাররা ডোরস্টেপ ব্যাঙ্কিং-এর অপশনও অ্যাক্সেস করতে পারেন। দেশের বেশ কয়েকটি পাবলিক সেক্টর ব্যাঙ্কে এই সুবিধা পাওয়া যায়। মূলত ৭০ বয়সের উর্ধ্বে থাকা প্রবীণ নাগরিক, যাঁদের হাঁটাচলা করার ক্ষমতা নেই, তাঁরাই এই সুবিধা পেয়ে থাকেন।
advertisement
11/12
৭. পেনশনভোগীরা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে ফেস অথেন্টিকেশন টেকনোলজি ব্যবহার করে লাইফ সার্টিফিকেট জমা করতে পারেন। এর জন্য তাঁদের Aadhaar Face RD এবং জীবন প্রমাণ অ্যাপ ডাউনলোড করতে হবে Google Play Store থেকে।৮. ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের ‘Doorstep Service for Submission of Digital Life Certificate by Postman’ উদ্যোগের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা করা যেতে পারে। গুগল প্লে স্টোর থেকে Postinfo APP ডাউনলোড করেও এই পরিষেবা লাভ করা যেতে পারে।
advertisement
12/12
একবার লাইফ সার্টিফিকেট জমা করা হয়ে গেলে তা ডেটাবেসে নিজে থেকেই আপলোড হয়ে যাবে। আর কোনও বিলম্ব ছাড়াই পেনশনভোগীদের পেনশন তাঁর অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Life Certificate: হাতে তো আর মাত্র কয়েকটা দিন, অনলাইন আর অফলাইনে কীভাবে জমা করবেন লাইফ সার্টিফিকেট? জেনে নিন