সিম কার্ডের মতো পোর্ট করা যাবে Credit-Debit কার্ডও, এবার বড় সুবিধা পাবেন গ্রাহকরা!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
প্রস্তাব দেওয়া হয়েছে, ডেবিট, ক্রেডিট এবং প্রিপেড কার্ড ব্যবহারকারীরা এখন থেকে পছন্দের নেটওয়ার্ক বেছে নিতে পারবেন।
advertisement
1/9

কোনও কোম্পানির পণ্য বা পরিষেবা পছন্দ না হলে গ্রাহক অন্য কোম্পানির কাছে যান। এটাই পোর্টেবিলিটি। ফোনের সিম থেকে বিমা পলিসি – পোর্ট করা যায় সবই। কিন্তু ডেবিট বা ক্রেডিট কার্ড? হ্যাঁ এবার এই সুবিধাও মিলবে। খুব শীঘ্রই ডেবিট ও ক্রেডিট কার্ড পোর্ট করতে পারবেন গ্রাহকরা।
advertisement
2/9
রিজার্ভ ব্যাঙ্ক একটি সার্কুলার জারি করেছে। সেখানে প্রস্তাব দেওয়া হয়েছে, ডেবিট, ক্রেডিট এবং প্রিপেড কার্ড ব্যবহারকারীরা এখন থেকে পছন্দের নেটওয়ার্ক বেছে নিতে পারবেন। এই প্রস্তাবে, আরবিআই ৪ অগাস্ট ২০২৩ পর্যন্ত ব্যাঙ্ক এবং গ্রাহকদের কাছ থেকে পরামর্শ চেয়েছে।
advertisement
3/9
আরবিআই-এর খসড়া সার্কুলার: আরবিআই-এর খসড়া সার্কুলার অনুযায়ী, কার্ড ইস্যুকারীরা কার্ড নেটওয়ার্কগুলোর সঙ্গে কোনও চুক্তি করতে পারবেন না যাতে গ্রাহকরা অন্যান্য কার্ড নেটওয়ার্কের পরিষেবা নিতে না পারেন।
advertisement
4/9
আরবিআই বলেছে ‘আর্থিক প্রতিষ্ঠানগুলির কোনও নির্দিষ্ট কার্ড নেটওয়ার্কের জন্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং প্রি-পেইড কার্ড ইস্যু করা উচিত নয়’।
advertisement
5/9
গ্রাহককে পছন্দের নেটওয়ার্ক বেছে নেওয়ার বিকল্প দিতে হবে। এই বিকল্প গ্রাহক কার্ড ইস্যু করার সময় বা পরে অর্থাৎ যখন খুশি ব্যবহার করতে পারেন। সোজা কথায়, আর্থিক প্রতিষ্ঠানগুলি কার্ড নেটওয়ার্কগুলির সঙ্গে পূর্ব-নির্ধারিত চুক্তি করতে পারবে না।
advertisement
6/9
কার্ড নেটওয়ার্ক পোর্টেবিলিটি কী: কার্ড নেটওয়ার্ক পোর্টেবিলিটি বলতে গ্রাহকের তার কার্ড এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে স্থানান্তর করার অধিকারকে বোঝায়। যেমন ফোন নম্বর এক রেখেও টেলিকম পরিষেবা প্রদানকারী কোম্পানি বদল করা যায়, সেরকম।
advertisement
7/9
কার্ডের ব্যালেন্স এবং ক্রেডিট ইতিহাস এক রেখে ভিন্ন পেমেন্ট নেটওয়ার্ক বেছে নিতে পারবেন গ্রাহকরা।
advertisement
8/9
বর্তমানে ভারতে ৫টি কার্ড নেটওয়ার্ক কোম্পানি রয়েছে - ভিসা, মাস্টারকার্ড, রুপে, আমেরিকান এক্সপ্রেস এবং ডাইনার্স ক্লাব। বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে এদের চুক্তি থাকে।
advertisement
9/9
একারণে গ্রাহক তাঁর পছন্দের কার্ড নেটওয়ার্ক বেছে নেওয়ার সুযোগ পান না। কিন্তু কার্ড নেটওয়ার্ক পোর্টেবিলিটি বাস্তবায়ন হলে গ্রাহকরা পছন্দ অনুযায়ী পেমেন্ট নেটওয়ার্ক বেছে নিতে পারবেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সিম কার্ডের মতো পোর্ট করা যাবে Credit-Debit কার্ডও, এবার বড় সুবিধা পাবেন গ্রাহকরা!