Reliance Jio Q1: জিও-র প্রথম ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ্যে, কোন কোন বিষয়গুলি তুলে ধরল ব্রোকারেজগুলি? দেখে নিন বিশদে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Reliance Jio Q1 Results: সম্প্রতি প্রথম ত্রৈমাসিকের রিপোর্ট কার্ড প্রকাশ করল Reliance Jio। তাতে দেখা গিয়েছে যে, এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছেন প্রচুর সাবস্ক্রাইবার। সেই সঙ্গে হোম ব্রডব্যান্ড সেগমেন্টে 5G ব্যবহারকারীর সংখ্যাও শক্তিশালী ভাবে বৃদ্ধি পেয়েছে।
advertisement
1/6

সম্প্রতি প্রথম ত্রৈমাসিকের রিপোর্ট কার্ড প্রকাশ করল Reliance Jio। তাতে দেখা গিয়েছে যে, এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছেন প্রচুর সাবস্ক্রাইবার। সেই সঙ্গে হোম ব্রডব্যান্ড সেগমেন্টে 5G ব্যবহারকারীর সংখ্যাও শক্তিশালী ভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও ব্যবহারকারী প্রতি গড় রাজস্বের বিকাশ মাঝারি ছিল। এমনটাই জানিয়েছেন বিশ্লেষকরা। এপ্রিল-জুন ত্রৈমাসিকের পরিসংখ্যান থেকে এই সংস্থার জন্য বড় প্রাপ্তি ছিল প্রত্যাশার তুলনায় ভাল রাজস্ব বৃদ্ধি। আসলে শুল্ক বৃদ্ধির পর নেটের পরিমাণ তীব্র বৃদ্ধির ফলে প্রায় ১ কোটি গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং ৫জি ব্যবহারকারীর সংখ্যা ২১ কোটি ছাড়িয়ে গিয়েছে।
advertisement
2/6
নিজেদের রিপোর্টে ইউবিএস জানিয়েছে যে, ARPU ফ্ল্যাট হওয়া সত্ত্বেও সব মিলিয়ে শক্তিশালী সাবস্ক্রাইবার সংখ্যার সংযোজন এবং EBITDA-র সম্প্রসারণের মাধ্যমে একটা বেশ ভালই ফলাফল দেখা গেল। ২১ কোটিরও বেশি ব্যবহারকারীর সাবস্ক্রাইবার বেসের কথা উল্লেখ করে ইউবিএস-এর তরফে বলা হয়েছে যে, 5G-র ক্ষেত্রে ডেটা ট্র্যাফিকের দিক থেকে Jio হল বিশ্বের সবথেকে বড় অপারেটর। সেই সঙ্গে ইউবিএস আরও জানিয়েছে যে, AirFiber-এর শক্তিশালী চাহিদা বজায় রয়েছে। এটি হল বিশ্বের মধ্যে সবথেকে বড় FWA (Fixed Wireless Access) পরিষেবা। ভারতে এর মার্কেট শেয়ারের পরিমাণ ৮২ শতাংশ। সেই সঙ্গে এর রয়েছে ৭৪ লক্ষ সাবস্ক্রাইবার বেস। এর পাশাপাশি রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, Q1FY26-এ Jio-র সঙ্গে যুক্ত হয়েছেন প্রায় ২৬ লক্ষ সাবস্ক্রাইবার। এর মধ্যে ১৮ লক্ষ সাবস্ক্রাইবার আবার FWA ব্যবহার করছেন। সেই সঙ্গে এর ফিক্সড ব্রডব্যান্ড বেস এখন পৌঁছে গিয়েছে ২ কোটিতে (৭৪ লক্ষ AirFiber ব্যবহারকারী)।
advertisement
3/6
JP Morgan-এর তরফে আবার জানানো হয়েছে, ARPU-তে ১.২ শতাংশ বৃদ্ধির ফলে রাজস্বও ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা প্রত্যাশার তুলনায় শক্তিশালী। তার পাশাপাশি এই ত্রৈমাসিকে যুক্ত হয়েছেন ৭৩ লক্ষ ওয়্যারলেস সাবস্ক্রাইবার এবং ২৬ লক্ষ ফিক্সড সাবস্ক্রাইবার। Jio-র জন্য প্রথম ত্রৈমাসিকটি (এপ্রিল-জুন) বেশ শক্তিশালী ত্রৈমাসিক হিসেবে গণ্য হবে। এর কারণ হল শক্তিশালী নেট বৃদ্ধি এবং মাঝারি ARPU (average revenue per user) বৃদ্ধি। কোয়ার্টার-অন-কোয়ার্টারে Jio-র ARPU ১.২ শতাংশ বেড়ে ২০৯ টাকায় পৌঁছে গিয়েছে বলে উল্লেখ করে JP Morgan মতামত প্রকাশ করে জানিয়েছে যে, শুল্ক বৃদ্ধির আংশিক প্রবাহ ছিল এই বৃদ্ধি। যা এই ত্রৈমাসিকে শেষ হওয়া উচিত ছিল। JP Morgan-এর নোটে এ-ও বলা হয়েছে যে, আসলে 3m/6m/annual প্ল্যানের ব্যবহারকারীদের অনুপাত বেশি থাকার কারণে ঐতিহাসিক ভাবে Jio শুল্ক বৃদ্ধির সম্পূর্ণ প্রভাব প্রদর্শন করতে সবচেয়ে বেশি সময় নিয়েছে।
advertisement
4/6
উল্লেখযোগ্য ভাবে বলতে গেলে Jefferies তাদের FY25-27-এর গ্রাহক অনুমান ২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে, যাতে মোবাইল গ্রাহকদের পাশাপাশি আরও বেশি করে FWA গ্রাহকদের সংখ্যাও বাড়ানো যায়। তাদের আশা, ২০২৭ সালের মার্চ মাসের মধ্যেই Reliance Jio-র মোবাইল সাবস্ক্রাইবার সংখ্যা ৫১.৭ কোটিতে পৌঁছে যাবে। আর সেই সঙ্গে এই সময়ের মধ্যে হোম ব্রডব্যান্ড সাবস্ক্রাইবারের সংখ্যাও ৩.৮ কোটিতে পৌঁছে যাবে। Jefferies নিজেদের রিপোর্টে জানিয়ে দিয়েছে যে,প্রত্যাশার তুলনায় কম ARPU, হায়ার ডেপ্রিসিয়েশন এবং ইন্টারেস্ট কস্টের কারণে Reliance Jio-র প্রথম ত্রৈমাসিকের ফলাফল অনুমানের বাইরে চলে গিয়েছে। সাবস্ক্রাইবারের সংযোজন এবং মার্জিন ইতিবাচক ভাবে চমকে দিয়েছে। যা আসন্ন ত্রৈমাসিকগুলিতে রাজস্ব এবং আয় বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হবে।
advertisement
5/6
Reliance Industries-এর টেলিকম এবং ডিজিটাল ব্যবসা Jio Platforms-এর তরফে শুক্রবার জানানো হয়েছিল যে, জুন ত্রৈমাসিকের জন্য ৭১১০ কোটি টাকা নেট প্রফিট এসেছে। যা আগের বছরের এই একই মেয়াদের তুলনায় বেড়েছে প্রায় ২৫ শতাংশ। আসলে গ্রাহক সংযোজন, ব্যবহারকারী প্রতি আয় বৃদ্ধি এবং ডেটা ট্র্যাফিক গ্রোথের মাধ্যমে এর সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।
advertisement
6/6
Reliance Industries-এর আয়ের তথ্য থেকে জানা গিয়েছে যে, অপারেশনস থেকে আসা রাজস্ব ১৯ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ৩৫০৩২ কোটি টাকায়। আসলে মোবাইলের ক্ষেত্রে এবং ঘরে ঘরে বেড়েছে সাবস্ক্রাইবারের সংখ্যা। শুধু তা-ই নয়, ডিজিটাল পরিষেবা ব্যবসায় গ্রাহকের এনগেজমেন্ট এবং গ্রোথও বেড়ে গিয়েছে। যার ফলে এই রাজস্বের পরিমাণও বেড়েছে। আবার ইয়ার-অন-ইয়ারে EBITDA ২৩.৯ শতাংশ বেড়ে হয়েছে ১৮১৩৫ কোটি টাকা। আর অন্যতম গুরুত্বপূর্ণ ভেক্টর Average Revenue Per User বেড়ে হয়েছে ২০৮.৮ টাকা। যা মার্চ ত্রৈমাসিকে ছিল ২০৬.২ টাকা এবং FY25-এর জুন ত্রৈমাসিকে ছিল ১৮১.৭ টাকা। এদিকে টেলিকম ইউনিট Reliance Jio Infocomm জানিয়েছে যে, Q1FY26-এ নেট প্রফিট ২৩.২ শতাংশ বেড়ে ৬৭১১ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। যেখানে অপারেশনস থেকে আসা রাজস্ব বা রেভেনিউ ১৬.৬ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ৩০৮৮২ কোটি টাকায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Reliance Jio Q1: জিও-র প্রথম ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ্যে, কোন কোন বিষয়গুলি তুলে ধরল ব্রোকারেজগুলি? দেখে নিন বিশদে