TRENDING:

গ্রাহকদের জন্য ফ্রি রিচার্জ, JIO নিয়ে এল ধামাকেদার অফার

Last Updated:
জিও ও স্ন্যাপচ্যাট ইন্ক (Snapchat Inc) মিলে ব্যবহারকারীদের জন্য ‘Jio’s Got Talent’ লঞ্চ করেছে ৷
advertisement
1/4
গ্রাহকদের জন্য ফ্রি রিচার্জ, JIO নিয়ে এল ধামাকেদার অফার
সম্প্রতি রিলায়েন্স জিও-র তরফে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷ এই প্রতিযোগিতার পুরস্কার হিসেবে থাউল্যান্ড ট্রিপ ও এক মাসের ফ্রি রিচার্জ দেওয়া হবে ৷ জিও ও স্ন্যাপচ্যাট ইন্ক (Snapchat Inc) মিলে ব্যবহারকারীদের জন্য ‘Jio’s Got Talent’ লঞ্চ করেছে ৷ এটা শুরু করা হয়েছে ২৬ জানুয়ারি থেকে ৷ দেশের মধ্যে এটাই প্রথম ১০ সেকেন্ডের ক্রিয়েটিভ চ্যালেঞ্জ (Creative Challenge) ৷ এই চ্যালেঞ্জের মাধ্যমে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা মজাদার ও ক্রিয়েটিভ উপায়ে নিজেদের ট্যালেন্ট দেখাতে পারবেন ৷
advertisement
2/4
কী ভাবে অংশ নেবেন Jio's Got Talent এ ? জিও স্ন্যাপচ্যাট লেন্স তৈরি করেছে ৷ এতে ব্যবহারকারীরা আলাদা আলাদা প্রপ্স যেমন মাইক, হ্যাট, হেডফোন ও লাইট রিং সিলেক্ট করতে পারবেন ৷ এই চ্যালেঞ্জে অংশ নেওয়ার জন্য ব্যবহারকারীদের স্ন্যাপচ্যাটে Jio’s Got Talent লেন্স ব্যবহার করে ১০ সেকেন্ডের ভিডিও রেকর্ড করতে হবে ৷ এর মাধ্যমে নিজেদের ট্যালেন্ট প্রদর্শন করতে পারবেন ৷
advertisement
3/4
এরপর অংশগ্রহণকারী নিজের স্ন্যাপচ্যাট বা স্ন্যাপকোডের ইউজারনেম ভিডিওতে লিখতে হবে এবং স্ন্যাপচ্যাটে ‘Our Story’ তে আপলোড করতে হবে যাতে সবাই সেটি দেখতে পায় ৷ এর মধ্যে সবচেয়ে মজাদার ও ক্রিয়েটিভ ভিডিও যিনি বানাবেন তাকে পুরস্কার দেওয়া হবে ৷
advertisement
4/4
জিও.কমে দেওয়া তথ্য অনুযায়ী, গ্র্যান্ড প্রাইজ হিসেবে বিজয়ীকে থাইল্যান্ড ট্রিপের জন্য দুটি টিকিট এবং ১০০ বেস্ট এন্ট্রিকে এক মাসের বিনামূল্যে জিও রিচার্জ দেওয়া হবে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
গ্রাহকদের জন্য ফ্রি রিচার্জ, JIO নিয়ে এল ধামাকেদার অফার
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল