Jio Google deal: এক নজরে দেখে নিন জিও-তে সম্প্রতি যে বিশ্বখ্যাত সংস্থাগুলি বিনিয়োগ করেছে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
১২ সপ্তাহে ১৪টি বিদেশি বিনিয়োগ ! এবার জিও-তে ৩৩,৭৩৭ কোটি টাকা বিনিয়োগ করছে Google
advertisement
1/4

একের পর এক লগ্নিকারীদের টেনে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছে রিলায়েন্স জিও। তিন মাসেরও কম সময়ে জিও-তে এল ১৪তম লগ্নি। এবার জিও প্ল্যাটফর্মে বিনিয়োগের ঘোষণা গুগলের ৷
advertisement
2/4
১২ সপ্তাহে ১৪তম। ফের জিওতে বিদেশি বিনিয়োগ। ৩৩ হাজার ৭৩৭ কোটি টাকা লগ্নি। জিও-র ৭.৭ শতাংশ শেয়ার কিনছে গুগল। ভার্চুয়াল এজিএমে জানালেন রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি।
advertisement
3/4
জিও-তে সাম্প্রতিক সময়ে যে বিশ্বখ্যাত সংস্থাগুলি বিনিয়োগ করেছে, তার মধ্যে রয়েছে ফেসবুক (৪৩,৫৭৩.৬২ কোটি টাকা), সিলভার লেক পার্টনার্স (৫৬৫৫.৭৫ কোটি টাকা), ভিস্তা ইক্যুইটি পার্টনার্স (১১,৩৬৭ কোটি টাকা), জেনারেল অ্যাটলান্টিক (৬৫৯৮.৩৮ কোটি টাকা), কেকেআর (১১,৩৬৭ কোটি টাকা), মুবাডালা (৯০৯৩ কোটি টাকা), সিলভার লেক (৪,৫৪৭ কোটি টাকা)-র, আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি বা ADIA-এর (৫৬৮৩.৫০ কোটি টাকা), টিপিজি ক্যাপিটাল (৪৫৪৬.৮০ কোটি টাকা), এল ক্যাটারটন (১৮৯৪.৫০ কোটি টাকা) , পিআইএফ (১১,৩৬৭ কোটি টাকা), ইন্টেল (১,৮৯৪.৫০ কোটি টাকা), কোয়ালকম ৭৩০ কোটি টাকা ৷
advertisement
4/4
এবার গুগলের হাত ধরে ১৪তম বিদেশি বিনিয়োগ এল জিও প্ল্যাটফর্মে ৷ করোনার জেরে লকডাউন ৷ আর তার জন্য অধিকাংশ সংস্থার ব্যবসা যখন প্রবল ক্ষতির সম্মুখীন ৷ তখন একের পর এক চমক দেখাচ্ছে জিও ৷ ফেসবুক থেকে গুগল- বিশ্বের তাবড় তাবড় সংস্থারাই জিও-তে লগ্নি করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Jio Google deal: এক নজরে দেখে নিন জিও-তে সম্প্রতি যে বিশ্বখ্যাত সংস্থাগুলি বিনিয়োগ করেছে