Life Certificate: এই ভাবেই সারতে হবে, Pension ভোগীদের জন্য বিরাট কাজ!
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Life Certificate: লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য বড় সুযোগ রয়েছে
advertisement
1/15

অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বিশেষ খবর ৷ কেননা অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য অক্টোবর ও নভেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/15
এই মাসেই পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট (Life Certificate) জমা দিতে হয় অর্থাৎ পেনশনভোগীদের (Pensioners) জানান দিতে হয় তাঁরা জীবিত আছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/15
কিছুদিন আগেই সরকার ৮০ বছরের বেশি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Retired Person of Central Government Employees) এক মাসে আগে অর্থাৎ ১ অক্টোবর (October 2021) থেকে লাইফ সার্টিফিকেট জমা করার ব্যাপারে মুক্তি দিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/15
কেন্দ্রীয় সরকারি পেনশনভোগী মানুষেরা বড় সংখ্যায় ব্যাঙ্কে গিয়ে জীবন প্রমাণপত্র জমা দিতে পারেন ৷ তবে সেই সমস্ত মানুষেরা নিজেদের সুবিধা ডিজিটালি জীবন প্রমাণপত্র (Jeevan Praman) জমা দিতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/15
এছাড়াও বিশেষ সুবিধা রয়েছে যেখানে বিদেশে থাকতে থাকতে অতি সহজেই লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/15
পেনশনভোগী মানুষেরা উপস্থিত থাকতে পারবেন Pension Disbursing Banks (PDAs)-এ লাইফ সার্টিফিকেট জমা দিতে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/15
যদি অবসরপ্রাপ্ত কর্মীরা সশরীরে উপস্থিত থাকতে না চান (Physically not be be appeared) ৷ সেক্ষেত্রে পেনশনভোগীরা গেজেটেড অফিসারের থেকে সই করিয়ে জমা দিতে পারেন লাইফ সার্টিফিকেট ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/15
যাঁদের থেকে সই করিয়ে জমা দেওয়া যেতে পারে তাঁরা হলেন রেজিস্টার সাব রেজিস্টার, CPC (Criminal Procedure Code) আধিকারিক অর্থাৎ পাওয়ার অফ ম্যাজিস্ট্রেট, থানার সাব ইনস্পেক্টর পদ মর্যাদায় যিনি কর্মরত আধিকারিক ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/15
পোস্ট মাস্টার (Post Master)/ডিপার্টমেন্টাল পোস্ট মাস্টার (Departmental Post Office)/ইনস্পেক্টর অফ পোস্ট অফিস (Inspector of Post Office)/আরবিআই-এর ক্লাস ১ অফিসার (RBI Class 1 Officer)/এসবিআইয়ের ক্লাস ১ গ্রেড অফিসার (RBI Class 1 Officer)/বিডিও (BDO)/পঞ্চায়েত সদস্য (Panchayat Member)/ব্লক সদস্য (Block Member)/পঞ্চায়েত প্রধান (Panchayat Head)/সাংসদ (MP)/বিধায়কের (MLA)/অর্থ সচিবের থেকে সই করে জমা দিলে তা গ্রাহ্য হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/15
এছাড়াও বাড়িতে বসেই লাইফ সার্টিফিকেট (Life Certificate) জমা দিতে পারেন জীবন প্রমাণ পোর্টালের (Jeeban Praman Portal) মাধ্যমে পেনশনভোগীদের পরিচয় সঠিক কিনা যাচাই করতে আধারের মাধ্যমে বায়োমেট্রিক সার্ভিসের মাধ্যমে ৷ আধার রেগুলেটরের (Aadhaar Regulator) মাধ্যমে তা যাচাই করা সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/15
গত বছর অর্থাৎ ২০২০ (Year of 2020) সালে পোস্ট অফিসের কর্মীদের মাধ্যমে ডিজিট্যাল লাইফ সার্টিফিকেট বাড়িতে বসেই জমা দেওয়া যাবে তেমন পরিষেবা লঞ্চ হয়েছে ৷ গ্রামীণ ডাক সেবকের (Gramen Dak Sebak) মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে ৷ মাবাইলে সাহায্যে পেনশনভোগীরা গুগল প্লেস্টোর (From Google PLay Store Need to Download) থেকে ডাউনলোড করতে হবে Postinfo App তারপরে ইনস্টল করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/15
সারা দেশের প্রায় ১২টি ব্যাঙ্ক দেশের প্রধান ১০০টি শহরে শহরে দুয়ারে ব্যাঙ্কের সুবিধা দিয়ে থাকে ৷ এই পরিষেবার অন্তর্গত লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় ৷ এর জন্য মোবাইল অ্যাপ, ওয়েবসাইট বা টোল ফ্রি নম্বরের মাধ্যমে বুকিং করা যেতে পারে ৷ ব্যাঙ্কের পক্ষ থেকে এই পরিষেবা বাড়িতেই পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/15
বা ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে 18001213721, 18001037188 টোল ফ্রি নম্বরে কল করতে হবে ৷ যদি পেনশনভোগী/ফ্যামেলি পেনশনার দেশের বাইরে থাকেন যদি সেক্ষেত্রে ব্যাঙ্কের কর্মীর মাধ্যমে জমা দেওয়া যেতে পারে, সশরীরে ব্যাঙ্কে উপস্থিত হওয়ার দরকার নেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/15
দেশের বাইরে থাকলে লাইফ সার্টিফিকেটের মাধ্যমে মান্য করা যেতে পারে তার জন্য ম্যাজিস্ট্রেট, নোটারি, ব্যাঙ্কর বা ভারত ডিপ্লোমেটিক রিপ্রেজেনটেটিভের সই থাকতে হবে, এই রকমের হলে ব্যাক্তিগত ভাবে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/15
বিদেশে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে জীবন প্রমাণ ওয়েবসাইটের সাহায্যে জীবন প্রমাণপত্র জমা দেওয়া যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷